মেষ: আপনি অপার্থিব ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে খুবই আগ্রহী ৷ আজ আপনি এটির চর্চা করবেন । প্রেম জীবনে যেসকল প্রশ্নগুলি আপনাকে বিব্রত করছে, আপনি যথাসাধ্য চেষ্টা করলেও হয়ত সেগুলির উত্তর পাবেন না । আপনাকে অন্য পন্থা বেছে নিতে হতে পারে । কঠিন সমস্যাগুলি সামলানোর ব্যপারে সতর্ক থাকুন ৷ কর্মক্ষেত্রে পরিশ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা আছে ।
বৃষ: আজ আপনি যাই শুরু করবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে । বিকালের আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক, দুইই হবে । আপনি যতটা প্রত্যাশা করেছিলেন, দিনটি ততটা আকর্ষণীয় হবে না । চিত্তাকর্ষক সন্ধ্যা ক্লান্তিকর দিনের ক্ষোভ পূরণ করে দেবে । প্রিয়তমের সঙ্গে অসাধারণ সন্ধ্যা কাটানোর আশা রাখুন । আবেদন করে থাকলে আজ ব্যাঙ্ক ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে ।
মিথুন: বিলাস ও মনোরঞ্জনে মগ্ন হওয়ার সময় । আপনি সাংসারিক বিষয়ে বেশি মন দেবেন ৷ সন্তানদের প্রয়োজন মেটাবেন । সন্ধ্যাবেলা আপনি আপনার খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্যের বিষয় নিয়ে চিন্তিত থাকবেন ৷ কিন্তু এই চিন্তাগুলি সবই সাময়িক । এই চিন্তাগুলি নিয়ে বেশি মাথা ঘামাবেন না । আজ নতুন জিনিস শেখার জন্য ভালো দিন । যদিও আপনাকে চারপাশে যা ঘটছে তার খবর রাখতে হবে ।
কর্কট: আজ আপনার সঙ্গী আপনার জন্য সব কিছু করতে রাজি থাকবেন । আপনার সঙ্গীর বিশেষ আচরণ আপনাকে সুখের স্বর্গে নিয়ে যাবে । পেশাগত ক্ষেত্রে আপনার দরদাম ও লেনদেনের দক্ষতা আপনাকে রক্ষা করবে, ফলে অন্য লোকে আপনাকে ঠকিয়ে আপনার আর্থিক ক্ষতি করতে পারবে না । আপনার ভাবনাচিন্তায় ইতিবাচক পরিবর্তন আসবে ।
সিংহ: আপনার আবেগপ্রবণ ও উদ্দীপনাপূর্ণ স্বভাব দায়ী সমস্যা সৃষ্টির জন্য । আজ আপনি আচমকা রেগে যেতে পারেন । সবকিছু আপনার অনুকূলে নাও হতে পারে । প্রেম জীবনকে চাপমুক্ত রাখার জন্য আপনাকে আপনার সঙ্গীর কথা শুনতে হবে । আজ আপনাকে অনেক বিষয়ে সমঝোতা করতে হতে পারে ।
কন্যা: আপনি সম্ভবত যৌথ উদ্যোগ থেকে নিজেকে সরিয়ে রাখবেন । আপনি সম্ভবত কোনও বড় দল পরিচালনা করবেন ৷ তাদের থেকে নিজের সুবিধামতো কাজ বার করে নেবেন । আপনার সঙ্গীর সঙ্গে আপনি সাহিত্য ও দর্শন জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন । যতক্ষণ না আপনি সঠিক উত্তর পাচ্ছেন, আপনি আরও জ্ঞান আহরণ করতে থাকতে চান । আপনার এই সত্যানুসন্ধিৎসা বর্তমান সম্পর্কের ক্ষেত্রে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে ।
তুলা: আপনাকে হয়ত ‘মাসের সেরা কর্মচারী’ শিরোপা দেওয়া হয়নি ৷ কিন্তু তাতে এই বিষয়টি ভুলে যাবেন না ৷ আজ আপনি অফিসের সবথেকে উজ্জ্বল তারকা । কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগ পাওয়ার জন্য প্রস্তুত হন ৷ কেননা কর্মকর্তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন । এছাড়াও নানা বাস্তব ও অলীক সুবিধা আপনার জন্য অপেক্ষা করে আছে । আপনাকে আপনার কথাবার্তা সম্বন্ধে সচেতন থাকতে বলা হচ্ছে ৷ কেননা আজ যদি সম্পর্কে কোনও ক্ষতি হয় তাহলে তা ঠিক হতে অনেক সময় লেগে যেতে পারে ।
বৃশ্চিক: আপনি হয়ত আজ অবাক হয়ে বলবেন যে, স্বপ্ন পূরণ হয়েছে । আপনার প্রাসাদোপম বাড়ি প্রস্তুত বা আপনি হয়ত আপনার বহুকাঙ্ক্ষিত গাড়ির চাবি হাতে পাবেন । প্রিয়জনদের সঙ্গে উপহার দেওয়া-নেওয়া করে আপনি হয়ত এই উদযাপনকে দীর্ঘায়িত করবেন । আপনার মতো একইরকম মনোভাবের কোনও ব্যক্তির হয়ত আপনি প্রেমে পড়বেন ও তার সঙ্গে গভীর সংযোগ তৈরি হবে ।
ধনু: নিজেকে প্রস্তুত করুন ৷ আজ অনেক অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে । প্রথমটি আর্থিক । আপনাকে হয়ত অপ্রত্যাশিত কিছু খরচের জন্য অর্থ ব্যয় করতে হবে । কিন্তু এর ফলে হয়ত আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে শিখবেন । জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে পারবেন । সম্পর্ক মসৃণভাবে চলার ইঙ্গিত আছে । কাজের দিকে বেশি মন দেওয়ার চেষ্টা করুন ৷ কিন্তু নিজেকে অত্যধিক খাটাবেন না । আরাম করুন ও দিনটি পার করে ফেলুন ।
মকর: আপনি বাস্তববাদী ও সৃজনশীল ৷ আজ আপনার প্রতিভা আপনি সঠিক ব্যবহার করতে পারবেন । আপনি পক্ষপাতহীন উপায়ে ও কাউকে দুঃখ না দিয়ে পারিবারিক সমস্যার ঝটপট সমাধান করতে পারবেন । শান্তির দূতের ভূমিকা পালন করতে চাইবেন । ব্যক্তিগত জীবনে যদিও এর-উলটো অভিজ্ঞতাই হবে । ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি সামঞ্জস্য রক্ষা করে চলবেন । দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি হয়ত কাজের দিক থেকে আপনার উদ্যম সরিয়ে আনবেন ।
কুম্ভ: দলগত কাজ ও সহযোগিতা আপনার থেকে সেরাটা বার করে আনে ৷ কাজেই দলে কাজ করার সব সুযোগ নিন । কোনও পরিবেশগত কারণের জন্য মাথা ঘামানো বা প্রচারের কাজ হতে পারে ৷ সমুদ্রের ধারে খেলাধুলো, কর্মক্ষেত্রে অন্যদের রাজি করানোর জন্য আপনি অনেক শক্তি খরচ করবেন । আজ যেহেতু গ্রহের অবস্থান আপনার অনুকূলে আছে ৷ ‘বেশি কাজ মানে বেশি টাকা’ আপনার আজকের দিনের মন্ত্র হয়ে উঠবে । স্বাস্থ্যের দিক থেকে আজ একটি গড়পড়তা দিন ।
মীন: আপনি যে খাদ্যসংযম পালন অর্থাৎ ডায়েটিং করছেন তার ফল শেষমেশ দেখতে পাবেন ৷ বন্ধুবান্ধবদের থেকে প্রচুর প্রশংসা পাবেন । আজ সম্ভবত আপনার উদ্যম ও উৎসাহের মাত্রা প্রবল বেশি থাকবে । একটি উজ্জ্বল ও সুন্দর দিন আপনার জন্য অপেক্ষা করছে । আপনার মেজাজ সন্ধ্যাবেলা ভালো থাকায় আপনি আপনার ভালোবাসার কথা প্রকাশ করতে পারবেন ৷ কর্মক্ষেত্রে অগ্রজেরা আপনার সৃজনশীল দক্ষতা খেয়াল করবেন । এটি আপনার অনুকূলে যাবে ।