পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 8th June : সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন কাজ শুরু করার দিন আজ ৷ আপনার দিন কেমন যাবে ? জানুন রাশিফলে - Horoscope for 8 June

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ আবার কেউ কঠোর পরিশ্রম করে পর্যাপ্ত ফল পাবেন না ৷ কী রয়েছে আপনার ভাগে্য তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 8th June) ৷

ETV Bharat Horoscope for 8th June
আপনার দিন কেমন যাবে ? জানুন রাশিফলে

By

Published : Jun 8, 2022, 12:01 AM IST

মেষ

মেষ : সম্পর্ক ও কাজ নিয়ে আপনার উত্তেজনা হবে । কর্মক্ষেত্রে আপনি লোকজনকে নিজের দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন । যদিও আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে ৷ কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে এগনো উচিত ৷ কেননা উল্টো ফল হতে পারে ৷ তার সব দায়িত্ব নিতে হতে পারে আপনাকেই । প্রেম জীবনে হতাশার কারণে আপনার মেজাজ হয়ত একটু নিস্প্রভ থাকবে । অবিবাহিত ব্যক্তিদের আদর্শ সঙ্গী খুঁজে পেতে সমস্যা হবে ।

বৃষ

বৃষ : আপনার সঙ্গীর সঙ্গে কথোপকথনের সময় বুঝে কথা বলুন। আনুগত্য, স্নেহ এবং প্রতিশ্রুতি আপনাকে প্রিয়জনের সমর্থন এনে দেবে। আর্থিক দিকে, বকেয়া পাওনা আদায় করার সম্ভাবনা প্রায় নেই। যদিও দিনের শেষের দিকে আপনি কিছু আর্থিক লাভ করতে পারেন। পেশাগতভাবে আপনাকে অতিরিক্ত ঠাণ্ডা থাকতে হবে কারণ কাজের অতিরিক্ত চাপ থাকতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে পরিস্তিত উন্নতি হতে পারে।

মিথুন

মিথুন : আপনার প্রণয়ীর প্রশংসা করার সময় উদার হন। তার সঙ্গে সময় কাটানো আপনাদের দু’জনের মধ্যে একটি ভাল বোঝাপড়া তৈরি করতে পারে। আপনি আর্থিক দিকে আজ বেশ হিসাবী। অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা সফল হতে পারে কারণ আপনি নিজের পরিকল্পনাটিকে বাস্তবায়িত করবেন। দুর্দান্ত কথা এবং লিখিত ভাষার দক্ষতা সারাদিন ধরে সর্বোত্তম ব্যবহার করা যেতে পারে। নেটওয়ার্কিং এবং ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক স্থাপন দিনের বেলা চলতে পারে। আপনি আজ সভা, সেমিনার এবং কর্মশালায় যোগ দিতে পারেন।

কর্কট

কর্কট : আপনি সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করবেন । সতর্ক হয়ে পা ফেলুন । দালাল ও ফড়েদের সম্পর্কে সতর্ক থাকুন ৷ যাতে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারেন । সতর্কতা অবলম্বন করা সবসময়েই ভাল ভাবনা । দিনের প্রথম ভাগে কোনও আর্থিক লাভ আপনার মুখে হাসি ফোটাবে । আজকে আপনার উদ্যমের জোরে আপনি বহু কাজ করতে পারবেন । আপনি কিছু অনন্য ধারণা ও পদ্ধতি খুঁজে বার করবেন, যা আপনার উৎপাদনক্ষমতা বাড়াবে ।

সিংহ

সিংহ : নতুন কাজ শুরু করা ও নতুন চুক্তিতে সই করার এটিই সঠিক সময় । আপনার ব্যবসায়িক ক্ষমতাও বৃদ্ধি পাবে । বর্ধিত প্রত্যাশার চাপের মধ্যে আপনাকে কাজ করতে হবে ৷ কিন্তু আপনার মতো সাফল্যের কাহিনি যাদের, তাদের থেকে লোকের এরকম প্রত্যাশা থাকাই স্বাভাবিক । বিশেষ এক মানুষের সঙ্গে রোম্যান্টিক সাক্ষাতের সৌভাগ্য হবে ৷ তখন আপনার আশাবাদী, উৎসাহী ও প্রাণশক্তিতে ভরপুর হয়ে উঠবে মন ।

কন্যা

কন্যা : অনেক দূর থেকেও আপনার জন্য ভাল খবর ভেসে আসবে । আপনার দৃষ্টিভঙ্গিতে আজ কোনও বিভ্রান্তি থাকবে না । আপনার দৈনন্দিন উপার্জনের থেকে আপনার ব্যয় বেশি হতে পারে । দামি বা বিলাসবহুল জিনিস কেনার আকাঙ্ক্ষা প্রবল থাকবে । কাজের প্রতি একনিষ্ঠ থাকলেও আপনি প্রফুল্লই থাকবেন । কিছু গুরুত্বপূর্ণ মিটিং-এ যোগ দেওয়ার সম্ভাবনা আছে । লোকজনকে প্রভাবিত করার ব্যাপারে আপনার রসবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

তুলা

তুলা : আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজকে আপনার স্বভাবেরই আর এক নাম । কাজেই, যেখানেই যাবেন এটিকে সঙ্গে নিয়ে যাবেন । কাজের ক্ষেত্রে আপনি অত্যধিক সতর্ক থাকবেন ৷ কিন্তু তাতে আপনি নিজেই সুরক্ষিত থাকবেন । আজকে সেইরকম দিন, যখন আপনি নিজের পেশার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে থাকতে পারছেন না । দিনের প্রথম দিকে আপনার ভাল অর্থ লাভ হবে । নানা সূত্র থেকে আপনি মুনাফা করবেন ও আর্থিক অবস্থান নিয়ে আপনি খুশিই থাকবেন ।

বৃশ্চিক

বৃশ্চিক : কর্মক্ষেত্রে পরিস্থিতি হয়ত আগের থেকে ভাল হবে । কিন্তু প্রেমের ক্ষেত্রে, ঠান্ডা যুক্তি উষ্ণ আবেগের থেকে বেশি জায়গা পাবে । আপনার আশপাশের লোকজন আপনার আনন্দের কারণ হবেন । স্বাস্থ্যের দিক থেকে গড়পড়তা দিন কাটবে । আপনি পেশা বা ব্যবসার দিকে বেশি মনোনিবেশ করতে পারবেন , যা নিরাপদ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে । মিটিং ও অন্যান্য কার্যকলাপে আপনার বেশি পরিশ্রম হবে ।

ধনু

ধনু : সকল পুঁজিপতি ও উদ্যোক্তাদের জন্য উৎপাদনশীল এবং লাভজনক দিন আসতে চলেছে । দিনের পরের দিকে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হতে পারে । সন্ধ্যার দিকে আপনি প্রিয়তমের সঙ্গে ভাল সময় কাটাবেন । লম্বা কর্মব্যস্ত দিনের শেষে আপনি হয়ত ক্লান্ত হয়ে পড়বেন । আপনার অতীতের বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে । কাজ জমা দেওয়ার তারিখ এগিয়ে এসেছে ৷ কাজেই আজ আপনি শেষ মুহূর্তের সম্ভাব্য পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকবেন ।

মকর

মকর : কাজের চাপ বাড়ছে ও সেই বোঝা সামলানো আপনার জন্য দুরূহ হয়ে পড়বে । কাজ জমা দেওয়ার তারিখ এগিয়ে আসছে ও অনেক কাজ বাকি । কিন্তু কোনও কিছুই আপনার মন ভেঙে দিতে পারবে না বা আপনার উৎসাহে জল ঢালতে পারবে না । আজকে আপনি ব্যবসায়িক অংশীদারী নিয়ে চিন্তিত থাকবেন । যদি আপনি এরকম কিছু শুরু করার কথা ভাবেন , তাহলে সেটি আর্থিক দিক থেকে লাভজনক হবে না, কাজেই কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করবেন না ।

কুম্ভ

কুম্ভ : আপনার প্রিয়জনের প্রাপ্য ভালবাসা এবং মনোযোগ দিন। তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে নিয়ে যাওয়া এবং সমস্যাগুলি নিয়ে আলোচনা করা সম্পর্কের পক্ষে ভাল হতে পারে। কাছের এবং প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে, আপনি আপনার ব্যবসার অংশীদার বা জীবন সঙ্গীর সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করতে পারেন। সিনিয়ররা হঠাৎ করে অনেক আশা করতে পারেন যা কাজের জায়গায় মানসিক চাপের সৃষ্টি করতে পারে।

মীন

মীন : আপনার প্রিয়জনের সান্নিধ্যে শান্তি এবং আরাম চাওয়ার দিন। আপনি দুর্দান্ত কিছু শিখে সন্ধ্যাটি কাটাতে চান বা সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে চাইতে পারেন। ভ্রমণ এবং আরামে জীবনযাপন করার প্রবল ইচ্ছা থাকতে পারে তবে অযাচিত বিলাসবহুল জীবনযাত্রার জন্য ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। প্রযুক্তিগত সমস্যাগুলি নিয়ে কাজ করার সময় আপনি নার্ভাস হয়ে যেতে পারেন, যার ফলে তীব্র মানসিক চাপ বাড়তে পারে। তবে দিনের পরের অংশে আপনার সমস্যাগুলি সহজ হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details