পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 7th May: মনের মানুষের সঙ্গে সময় কাটিয়ে মন ফুরফুরে থাকবে কাদের ? জানুন রাশিফলে - বৃষ

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : May 7, 2023, 12:02 AM IST

মেষ

মেষ: আজ আপনি রোম্যান্সেই মগ্ন থাকবেন । আর্থিক সাফল্য শান্তি এনে দেবে ৷ শান্তি থেকে সাফল্য পাবেন । আপনাকে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে ৷ সেগুলিই কিনুন, যা আপনার সত্যিই প্রয়োজন আছে । এরফলে আপনি কিছু অনিশ্চিত প্রকল্পে টাকা বিনিয়োগ থেকে রক্ষা পাবেন ৷ আজ আপনি বাকি থাকা কাজ নিয়ে চিন্তায় থাকবেন ৷ নিজের থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন । কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য চাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।

বৃষ

বৃষ: আজ আপনার ভাগ্য ভালো নাও যেতে পারে । প্রিয়তমের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন । আর্থিক পরিস্থিতির কীভাবে উন্নতি হবে, সেই চিন্তাতেই মগ্ন থাকবেন । অংশীদারী ব্যবসায় থাকলে আপনার আর্থিক অবস্থা ভালো হবে । আজ কাজের বিষয়ে আপনি একটু একগুঁয়ে থাকবেন । এরফলে সহকর্মীদের সঙ্গে সংঘাতের সম্ভাবনা আছে ।

মিথুন

মিথুন: আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের দিকেই থাকবে ৷ সেই কারণে আপনি হয়ত প্রেম জীবনকে উপেক্ষা করবেন । সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের সঠিক সদ্ব্যবহার করা জরুরি । কাজেই আপনাকে পরামর্শ গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিটমাট করে ফেলুন ও মধুর সম্পর্ক বজায় রাখুন । সুখস্বাচ্ছন্দ্যের জন্য অর্থ খরচ করা ও না ভেবেচিন্তে জিনিস কেনা কমান ।

কর্কট

কর্কট: সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য স্বর্গীয় সময় আসতে চলেছে । যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের খোঁজে আছেন তাদের জন্যও এটি ভালো সময় । বিপরীত লিঙ্গের যে মানুষটির থেকে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন, তারজন্য আপনি প্রচুর অর্থ খরচ করবেন । আবেগ ও বাস্তববাদিতা নিয়ে আজ আপনি দোটানায় পড়বেন । সহকর্মীদের সাহায্যে আপনি আপনার প্রাথমিক দায়িত্বগুলি সামলাতে পারবেন ।

সিংহ

সিংহ: আপনার জন্য একটি শুভ ও অনুকূল দিন অপেক্ষা করছে । কর্মক্ষেত্রে আপনি সব কাজ আজ শেষ করতে পারবেন । বাড়িতে আপনার দরকারি কিছু পরিবর্তন আনতে পারবেন । বাড়ির জন্য নতুন জিনিস কিনতে পারবেন । আর্থিক লাভের সম্ভাবনা আছে । উপার্জিত অর্থ ও খরচ করা অর্থের ব্যাপারে বিশদে ভাবার ব্যাপারে হয়ত আপনি আগ্রহী হবেন না । তার মানে এই নয় যে আর্থিক বিষয়ে আপনার মনোভাব ঢিমে তালে চলবে ৷ আপনি বেশি ব্যস্ত থাকবেন ।

কন্যা

কন্যা: আজ প্রিয়তমের সঙ্গে অকপট কথোপকথন হবে । অনেক দিন ধরে যে কাজ বাকি রেখেছিলেন, তা শেষ করার জন্য পরিশ্রম করুন । স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷ আজ খুব একটা খারাপ কিছু হবে না । আজ পর্যন্ত যা সঞ্চয় করতে পেরেছেন তাই নিয়েই আপনি খুশি থাকবেন ৷ ভবিষ্যতের জন্য সম্ভাব্য সঞ্চয়ও বেশ আশাব্যঞ্জক । এর ফলে আপনার জীবনে আনন্দ বাড়বে । অফিসে আজ আপনি বেশ সরব থাকবেন ।

তুলা

তুলা: অন্যের সঙ্গে কথা বলার সময়েই আপনার সেরাটা বেরিয়ে আসে ৷ আপনার মধুর ভাষ্য অনেককেই মুগ্ধ করবে । আলাপ-আলোচনা, মিটিং ও লোকজনের সঙ্গে কথা বলে কাজ করানোতেই আজ দিনটি অতিবাহিত হবে । কর্মক্ষেত্রে আপনাকে হয়ত কোনও অনুসন্ধানের কাজে লাগানো হবে । সব মিলিয়ে স্বাস্থ্যের দিক থেকে একটি ভালো দিন আজ । কোনও দিক থেকে আর্থিক গরমিলও হবে না ।

বৃশ্চিক

বৃশ্চিক: আজ একটি আদর্শ দিন । পেশার ক্ষেত্রে আপনি কিছু চ্যালেঞ্জিং কার্যকলাপ খুঁজে পাবেন । কাজ বা পড়াশোনাতে যেকোনও ক্ষেত্রেই বাধার সম্মুখীন হলেও, অনায়াসেই তা পার করে যাওয়ার ক্ষমতা আপনার আছে । আপনি সম্ভবত একটু স্বাস্থ্য সচেতন ও সক্রিয় হয়ে উঠবেন । এর ফলে আপনি আর্থিক দিক থেকে অদূর ও সুদূর ভবিষ্যত নিয়ে একটু চিন্তিত হয়ে পড়বেন ৷ কিন্তু চিন্তা করবেন না, দিনের দ্বিতীয় ভাগে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে ।

ধনু

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ক্ষেত্রে আপনার ভূমিকা বেশ জরুরি হবে । যদিও কর্মক্ষেত্রে চূড়ান্ত ফল আপনার আশানুরূপ নাও হতে পারে । কিন্তু প্রিয়তমের সঙ্গে মনোরম সন্ধ্যা কাটিয়ে মন খারাপের কালো ছায়া সরে যাবে ৷ আপনার মেজাজ ভালো হয়ে যাবে । দিনের প্রথম ভাগে আপনার পকেট অর্থে ভরে উঠবে ৷ কিন্তু দ্বিতীয় ভাগটি একটু মুশকিলের, বিশেষত আপনার মত অপব্যয়ী লোকের জন্য ।

মকর

মকর: আপনি আজ বেশ প্রাণবন্ত থাকবেন এবং প্রায় সব কিছুই করতে চাইবেন । ব্যবসার সুযোগ আপনার নজর কাড়বে ৷ আপনি সেই ভাবনাগুলি নিয়ে এগোতে চাইবেন । ভাগ্য আপনার সহায়, কাজেই সেই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন । সামাজিক ভাবে আপনি ব্যস্ত থাকবেন, কেননা আপনার প্রচুর লোকের সঙ্গে সাক্ষাৎ হবে ৷ আপনার রসবোধ ও বুদ্ধি দিয়ে আপনি তাঁদের মুগ্ধ করবেন । আপনার প্রিয়তমের হয়ত নিজেকে একটু উপেক্ষিত মনে হচ্ছে, তাকে একটু সময় দিতে হবে ।

কুম্ভ

কুম্ভ: সাধারণত আপনিই কাজ ভাগ করে দেন ও সিদ্ধান্তগুলি নেন ৷ কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম হবে । আপনার প্রচুর কাজের চাপ থাকবে ৷ যাই হোক, হতাশ হবেন না, কেননা পরিশ্রমের ভালোই ফল পাবেন । আপনার একনিষ্ঠতা ও কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যেরাও তাদের সেরাটা দিতে চাইবে । আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও যৌক্তিক ক্ষমতার কারণে আপনি উৎকর্ষতা লাভ করবেন ।

মীন

মীন: আপনি শত্রুদের হারাতে ও নিজের ক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হবেন । বিব্রত বোধ করলে লং-ড্রাইভে যান অথবা হেঁটে আসুন ৷ কেননা এতে আপনার মন ভালো হয় । আপনি নিজের দক্ষতা বাড়াতে ও ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবেন । সাংসারিক ক্ষেত্রে পরিকল্পনা করা ও জিনিসপত্র গোছানো আপনাকে বিরক্ত করে । আজ আপনার মেজাজও ওঠানামা করবে ।

ABOUT THE AUTHOR

...view details