মেষ: সম্পর্ক ও কাজ নিয়ে আপনার উত্তেজনা থাকবে । কর্মক্ষেত্রে আপনি লোকজনকে নিজের দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন । যদিও আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে ৷ কোনও কাজ করার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নিন ৷ কেননা উলটো ফল হতে পারে ও আপনাকেই সব দায়িত্ব নিতে হতে পারে । প্রেম জীবনে হতাশার কারণে আপনার মেজাজ হয়ত একটু নিস্প্রভ থাকবে । অবিবাহিত ব্যক্তিদের আদর্শ সঙ্গী খুঁজে পেতে সমস্যা হবে ।
বৃষ: আজ আপনার পারিবারিক সমস্যা থাকতে পারে । তবে আপনার স্বভাব ও পরিপক্ক বুদ্ধি আবেগজনিত সমস্যাগুলি সামলাতে আপনাকে সাহায্য করবে । আপনার ক্ষমতা ও আত্মবিশ্বাস হয়ত অপ্রত্যাশিত ফলের জন্য আংশিক দায়ী থাকবে । দিনের প্রথম ভাগে, বাড়ি ও পরিবারের জন্য খরচ হওয়ার ইঙ্গিত আছে । আপনি চান আপনার বাড়ি যেন সুন্দর দেখায় ৷ তাই সেই জন্য আপনি অর্থ ব্যয় করবেন । কর্মক্ষেত্রে, কোন কাজটি করবেন তা নিয়ে একটু দ্বিধায় ভুগবেন ।
মিথুন: আজ আপনি দীর্ঘস্থায়ী একটি রোম্যান্টিক সম্পর্ক শুরু করবেন । এছাড়াও আজ সারাদিন আপনি প্রচণ্ড আনন্দিত ও অনুপ্রাণিত থাকবেন । যারা আপনার মনে প্রবল বিরক্তি তৈরি করে , সন্ধ্যেবেলা আপনি খুব সহজেই তাদের সঙ্গে সংঘাত এড়াতে সক্ষম হবেন । ধৈর্যে পরীক্ষা করার এটিই সঠিক উপায় । আজ আপনি উৎসাহব্যঞ্জক নানা বিষয় নিয়ে আগ্রহ দেখাবেন ও তার ফলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং আপনার একটি কৃতিত্ব অর্জনের অনুভূতি হবে ।
কর্কট: আপনি সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করবেন । সতর্ক হয়ে পা ফেলুন । দালাল ও ফড়েদের থেকে সতর্ক থাকুন ৷ যাতে বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারেন । সতর্কতা অবলম্বন করা সবসময়েই ভালো ভাবনা । দিনের প্রথম ভাগে কোনও আর্থিক লাভ আপনার মুখে হাসি ফোটাবে । আজকে আপনার উদ্যমের জোরে আপনি বহু কাজ করতে পারবেন । আপনি কিছু অনন্য ধারণা ও পদ্ধতি খুঁজে বার করবেন, যা আপনার উৎপাদনক্ষমতা বাড়াবে ।
সিংহ: নতুন কাজ শুরু করা ও নতুন চুক্তিতে সই করারল জন্য এটিই সঠিক সময় । আপনার ব্যবসায়িক ক্ষমতাও বৃদ্ধি পাবে । বর্ধিত প্রত্যাশার চাপের মধ্যে আপনাকে কাজ করতে হবে ৷ কিন্তু আপনার মতো সাফল্যের কাহিনি যাদের, তাদের থেকে লোকের এরকম প্রত্যাশা থাকাই স্বাভাবিক । বিশেষ এক মানুষের সঙ্গে রোম্যান্টিক সাক্ষাতের সৌভাগ্য হবে ৷ তখন আপনার আশাবাদী, উৎসাহী ও প্রাণশক্তিতে ভরপুর হয়ে উঠবে মন ।
কন্যা: অনেক দূর থেকেও আপনার জন্য ভালো খবর ভেসে আসবে । আপনার দৃষ্টিভঙ্গিতে আজ কোনও বিভ্রান্তি থাকবে না । দৈনন্দিন উপার্জনের থেকে আপনার ব্যয় বেশি হতে পারে । দামি বা বিলাসবহুল জিনিস কেনার আকাঙ্ক্ষা প্রবল থাকবে । কাজের প্রতি একনিষ্ঠ থাকলেও আপনি প্রফুল্লই থাকবেন । কিছু গুরুত্বপূর্ণ মিটিং-এর সম্ভাবনা আছে । লোকজনকে প্রভাবিত করার ব্যাপারে আপনার রসবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।