পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 3rd October: অষ্টমীর সন্ধ্যায় রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করবেন কোন রাশির জাতক-জাতিকারা ? - রাশিফল

প্রতিটি নতুন দিন নতুন পাঠ শেখায় ৷ আগের দিনের ভুল শুধরে নিয়ে নতুন করে গড়ে তোলার সুযোগ দেয় ৷ এই সুযোগ ও সাফল্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 3rd October) ৷

Etv Bharat Horoscope
রাশিফল

By

Published : Oct 3, 2022, 12:07 AM IST

মেষ

মেষ: আজ আপনি নিজেকে প্রকৃত স্বাধীন মনে করবেন । আর সেই মানসিকতার সঙ্গে ছোটবেলায় যা যা করতে ভালোবাসতেন সেইসব এখন করতে চাইবেন । প্রিয়জনদের ভবিষ্যৎ পরিকল্পনা করার কথাও ভাবতে পারেন ।

বৃষ

বৃষ: আজ খুশি মনে দৈনন্দিন কাজ করে যাবেন । কাজের চাপ বেশি থাকবে । বিরতি নেওয়ার সময় খুব একটা পাবেন না । সৌভাগ্যের বিষয় হল, এই চাপের জন্য আপনার খুব একটা অসুবিধা বোধ হবে না, আর দিনের শুরুতে যতটা সতেজ ছিল, দিনের শেষে গিয়েও সেই অনুভূতি ধরে রাখতে পারবেন ।

মিথুন

মিথুন: আজ আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা লেনদেন এবং বিক্রির কাজে আপনার সঙ্গে টক্কর দিতে পারেন। আপনার সব লেনদেনের কাজে সতর্কতা ও সাবধানতা বজায় রাখতে হবে । প্রেমে প্রতিকূলতা আসতে পারে । আগের সম্পর্কে ব্যর্থ ব্যক্তিরা নতুন করে প্রেমে পড়তে পারেন ।

কর্কট

কর্কট: আজ আপনার কাজে আশা ও আদর্শের ছোঁয়া দেখতে পাওয়া যাবে । আপনার চিন্তাধারা উদার ও সংস্কারমুক্ত হওয়ায় ভিতরের সৌন্দর্য প্রকাশিত হবে ।

সিংহ

সিংহ: অফিসে আরও বেশি দায়িত্ব নিতে হবে আপনাকে । কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাকি দিকগুলি সম্পর্কে ভালো করে চিন্তা করুন । ব্যক্তিগত জীবনে, সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে ছোটোখাটো ঝগড়া এড়িয়ে চলুন । বিনোদন ও আমোদ-প্রমোদে অংশ নিতে পারেন ।

কন্যা

কন্যা: আজ কী করবেন তা আগে থেকে প্ল্যান করে রাখুন। তবে, শুধু কাগজে লিখে রাখলেই হবে না, প্রয়োজনীয়তা অনুযায়ী বাস্তবসম্মতভাবে লক্ষ্য স্থির করুন। সেইসঙ্গে, সবার আগে করার কাজগুলিকে তালিকার উপরে চিহ্নিত করে রাখুন।

তুলা

তুলা: আজ বন্ধুদের থেকে নিজের প্রেমিক-প্রেমিকার সঙ্গে বেশী সময় কাটাতে চাইবেন। মনের কথা বলার ও বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করার জন্য আজ ভালো দিন। এটা প্রেমিক-প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন আজ ৷

বৃশ্চিক

বৃশ্চিক: কী করবেন তা বুঝতে পারেবন না আজ । ব্যক্তিগত জীবন সম্পর্কিত কোনও বিশেষ সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করে চলেছেন। এই কারণে আপনার রোজের জীবনযাপন ব্যাহত হতে পারে ৷ কর্মক্ষেত্রে ও প্রিয়জনদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।

ধনু

ধনু: বিশৃঙ্খলা বিভ্রান্তির মধ্যে দিকনির্দেশ ও গন্তব্য ভুলে যাবেন না। আজ সারাদিন একটু বেশি ব্যস্ত থাকবেন ৷ আজ আনন্দময় এবং মনোরম দিন আপনার জন্য অপেক্ষা করছে। রোম্যান্স উচ্চতার শিখরে থাকবে। আপনার ব্যয়বহুল, অপব্যয়ী স্বভাবটি আজ সক্রিয় থাকবে। জিনিসপত্র কেনার আকাঙ্ক্ষা আপনার প্রবল থাকবে।

মকর

মকর: আজ নানাদিক থেকে আপনার অর্থ উপার্জন হলেও সঞ্চয় হবে না ৷ আপনার উপার্জনের হিসাব রাখুন। বুঝে ব্যয় করুন ৷ কর্মক্ষেত্রে পরিস্থিতি একটু কঠিন হলেও, আপনার সহজাত ও অর্জিত দক্ষতা এবং অতীতের অভিজ্ঞতার সাহায্যে আপনি সেই সমস্যাগুলি পার করে যাবেন। সম্পর্কের ক্ষেত্রে, আজ দিনটি বেশি দুর্ভাগ্যজনক। সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য এটি আদর্শ সময়।

কুম্ভ

কুম্ভ: আজকের দিনটি স্বাভাবিক ৷ কেননা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আজ সব থেকে ভালো বিষয় হলো আপনার দক্ষতা, যার সাহায্যে আপনি সাধারণ কাজও ভালোভাবে সামলান। নতুন লোকজনদের সঙ্গে সাক্ষাত হওয়ায় আপনি জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন। আজ সারাদিন আপনি সম্ভবত আর্থিক বিষয় নিয়ে চিন্তা করবেন। সৌভাগ্যক্রমে, আজকের দিনটি মুনাফা অর্জনের দিন। নানা উপায়ে আপনি লাভ করবেন।

মীন

মীন: শুরু ভালো হলেও, কাজ সম্পূর্ণ হবে না আজ ৷ এটা মাথায় রেখেই আপনি, কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সামলানোর জন্য আপনার সহকর্মীদের সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাইবেন ৷ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা, আপনাকে খুবই সাহায্য করবে। কাজেই আপনি শান্তিতে থাকবেন। আজ সম্ভবত আপনি, আপনার পেশাগত লক্ষ্যের দিকে খুব বেশি একাগ্র থাকবেন। ভালো স্বাস্থ্য এবং সম্পূর্ণ মনোযোগের কারণে দিনটি খুবই ভালো যাবে।

ABOUT THE AUTHOR

...view details