মেষ: ব্যক্তিগত ক্ষেত্রে আজ বিশেষ কিছু ঘটবে না ৷ দিনটি বৈচিত্রহীন যাবে । আপনি যদি প্রিয়তমকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তা আপনি পূরণ করতে পারবেন। আজ চাকরি পরিবর্তনের পরিকল্পনা করলে তা সফল হবে ৷ নতুন চাকরির বেতন পূর্বের তুলনায় বেশি হবে ৷ বর্তমান চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা আছে।
বৃষ: কোনও উদ্বেগ ছাড়াই প্রেমের জীবন ভালো কাটবে । আপনার প্রিয়জনের সঙ্গে আপনার আনন্দময় সময় কাটতে পারে । আজ অর্থনৈতিক উন্নতির জন্য কোনও দোকান বা সংস্থা কেনা বা ভাড়া দেওয়ার কথা ভাবতে পারেন । তবে, নতুন কোনও উদ্যোগ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । কাজের জায়গায় আপনার দিন এগোনোর সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হবে ৷ নিজের প্রচেষ্টায় সফল হবেন।
মিথুন: ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে চাইবেন ৷ আর্থিক ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করুন ৷ প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি অর্থ ব্যয় করবেন । কাজের জায়গায় এখনই ইচ্ছাগুলিকে ডানা মেলতে দেওয়ার সময়। স্বপ্নগুলি সীমাবদ্ধ করে রাখবেন না ৷ সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় ধরে রাখুন।
কর্কট: ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানে মন দিন । ভালোবাসার মানুষের সঙ্গে সমস্যা দেখা দিলে কথা বলে তা সমাধান করা ভালো ৷ ব্যক্তিগত জীবনের সমস্যা প্রেম জীবনেও প্রভাব ফেলবে। ভালো মন্দ মিশিয়ে আজ দিন কাটবে ৷
সিংহ: গ্রহ-নক্ষত্র আপনার অনুকুলে আছে ৷ আর্থিক লাভ প্রত্যাশা করতে পারেন । আর্থিক অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন । নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন । কাজের মাধ্যমে সকলকে উপদেশ দিতে চাইবেন। কিছু বলার আগে সতর্ক থাকুন ৷ আপনার উপদেশ ভালোভাবে অনেকে গ্রহণ নাও করতে পারে । আজ আপনি মানসিক চাপে থাকবেন ৷
কন্যা: আজ খরচ কম হবে ৷ গ্রহের অবস্থান শুভ না হওয়ায় শারিরীক ও মানসিক উভয় দিক থেকে চাপে থাকবেন ৷ প্রতিদিনের জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিলেও যে আপনার ভালো হবে তা বলা যায় না ৷ পরাজয়ের পরেই সাফল্যে পাবেন ৷