পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 31st July: নতুন প্রকল্প শুরুর আগে শুভ সময় জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে - Etv Bharat Horoscope for 31st July

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 31st July) ৷

Etv Bharat Horoscope
রাশিফল

By

Published : Jul 31, 2022, 5:30 AM IST

মেষ

মেষ : আপনি নিজের কাজ ও সম্পর্ক নিয়ে সচতেন থাকবেন ৷ কর্মক্ষেত্রে অন্যদের নিজের দলে যোগ দেওয়ার জন্য প্রভাবিত করবেন । তবে, যেকোনও কাজ করার আগে আপনাকে সতর্ক হয়ে চিন্তাভাবনা করতে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কারণ অনেক সময় প্রত্যাশার বিপরীত ফল পাওয়া যায় ৷ এর দায় আপনাকেই বহন করতে হবে।

বৃষ

বৃষ : আজ একটু বেশি পারিবারিক সমস্য়ায় জড়িয়ে যাবেন । আপনার পরিণত মানসিকতা আপনাকে মানসিক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। আপনার কর্মশক্তি ও যেকোনও কাজে এগিয়ে যাওয়ার মানসিকতা কিছুটা হলেও আপনাকে সকলের থেকে আলাদা করবে ৷ ভালোবাসার মানুষের কাছে প্রেমের গভীর প্রকাশ সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাবে ৷

মিথুন

মিথুন : আজ আপনি দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন। সেইসঙ্গে, সারাদিন আনন্দ ও উৎসাহে কাটবে। বিকালে অপছন্দের মানুষদের এড়িয়ে যান। আপনার সহিষ্ণু ক্ষমতা প্রকাশ পাবে ৷

কর্কট

কর্কট : আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন। যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হন। বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন। আগে থাকতে সতর্ক হলে ক্ষতির সম্ভাবনা এড়াতে পারবেন ৷

সিংহ

সিংহ : নতুন প্রকল্প হাতে নেওয়া ও নতুন চুক্তি স্বাক্ষর করার জন্য আজ ভালো সময়। আপনার ব্যবসায়িক সামর্থ্যও এবার বাড়বে । প্রত্যাশা বাড়লে সেই চাপ নিতে হবে ৷ তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্য অর্জনের ক্ষমতা রাখেন।

কন্যা

কন্যা : ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন । দেশ অথবা বিদেশ থেকেও সুখবর পেতে পারেন। আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে । আজ আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তিমুক্ত থাকবে।

তুলা

তুলা : আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী। কাজের জায়গায় আপনি একটু বেশি সাবধান থাকবেন ৷ সেটা আপনার জন্য ভালো হবে। যদিও আজ কর্মক্ষেত্র নিয়ে চিন্তায় থাকবেন ৷

বৃশ্চিক

বৃশ্চিক : আজকের দিনটা প্রেমময় । তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে। তবে, প্রেমের সম্পর্কে গভীর আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশি শক্তিশালী হবে। দুঃখ না পেয়ে লুকিয়ে থাকা সমস্যা সৃষ্টিকারী বিষয় খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করুন ।

ধনু

ধনু : সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ এক লাভজনক ও ফলদায়ক দিন । দিনের শেষে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে লোনের অনুমোদন পেতে পারেন। সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন।

মকর

মকর : কাজের চাপ ক্রমশ বাড়ছে ৷ আর আপনার জন্য চাপ সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সময় পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারছেন না ৷ তবে এগুলির কোনটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বা আপনাকে ব্যর্থ করবে না। আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন, সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথ বেছে নেবেন।

কুম্ভ

কুম্ভ : আজ আপনি একটু হতাশ থাকবেন সবকিছু বিষয় নিয়ে ৷ তাই আপনি আধ্যাত্মিকতার রাস্তা অবলম্বন করবেন হতাশা থেকে রেহাই পেতে । সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার জন্যও আধ্যাত্মিক প্রয়াস লাগে। কঠিন সময় চ্যালেঞ্জ ও বাধার সন্মুখীন করলেও, মানসিক ধৈর্য জোগায় । ক্লান্ত লাগলে বিশ্রাম নিন ৷ সমস্যার দিকে খেয়াল রাখুন ও সেগুলির থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদিও এটি করতে গিয়ে বেশি চাপ নেবেন না ৷ তার প্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে।

মীন

মীন : আজ যে কাজেই হাত দেবেন সেটাই সফল হবে । আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এটি ভালো সময়। স্বল্পমেয়াদী আর্থিক লাভ ছাড়াও আপনি হয়ত এমন সব কার্যকলাপে লিপ্ত হবেন, যা আপনাকে অলীক কিছু পুরষ্কার এনে দেবে, যেমন সুনাম। কাজের চাপ থাকবে আজ ৷ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন, তাতে আপনারই ভালো হবে ৷

ABOUT THE AUTHOR

...view details