মেষ: বাড়ির প্রতি দায়িত্ব পালনে অবহেলা করলে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রিয় জনের সঙ্গে মত পার্থক্যের সম্ভাবনা আছে ৷ সময়ের আগে ঋণ পরিশোধের চেষ্টা করুন ৷ অফিসে কর্মব্যস্ত দিন কাটবে ৷ অতিরক্ত পরিশ্রমের ফলে আজ ক্লান্তি অনুভব করতে পারেন ৷
বৃষ: আজ ভাগ্য আপনাকে সব সময় সঙ্গ দেবে । শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাঙ্খিত সাফল্য আজ অর্জন করবেন ৷ কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে আজ । আপনার প্রতিরোধ ক্ষমতা এবং মেপে চলার স্বভাবে আপনি গর্বিত হবেন । আজ আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে । শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করলে বা কিছু স্টক বিক্রি করলে আজ লাভবান হবেন ৷
মিথুন: কাজের জায়গায় আপনি হয়তো কিছু পরিবর্তন আনতে চাইবেন ৷ সম্ভবত কোনও নতুন ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারেন । আজ ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখা চেষ্টা করবেন । পরিবার সংক্রান্ত কিছু সমস্যা সামলাতে আপনি একটু বেশি চিন্তা করবেন ৷ বাণিজ্যি ও সম্পত্তি ক্রয় ব্যয় ব্যবসাতেও বেশি মুনাফা আসবে আজ।
কর্কট: পরিকল্পনা করে দিন শুরু করুন । যদিও একটি বিরল দিন ৷ আজ সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে । আজ মতামত প্রকাশ না করা ভালো ৷ ভালোবাসার মানুষের সঙ্গেও কথাবার্তা হবে। সম্ভবত, আপনার মাথায় প্রচুর আইডিয়া আছে, আপনাকে সেগুলি প্রয়োগ করা শুরু করতে হবে। যদিও, আপনি হয়তো আর্থিক বিষয় নিয়ে দ্বিধায় থাকবেন ।
সিংহ: আজ আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য বেশি পরিশ্রম করতে হবে। যারা কাজকে গুরুত্ব দেন তারা সহজেই আজকের দিনটি পার করতে পারবেন । শুধুমাত্র কাজের জায়গাতেই নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে । সম্ভবত আপনার আর্থিক বিষয়ে অন্যদের অবদান থাকবে । পরিবারের আর্থিক শক্তি বাড়বে।
কন্যা: আপনার প্রিয়জনের সঙ্গে ,সম্পর্কের সমীকরণ দিনটিকে ভালোভাবে এগিয়ে রাখবে । অর্থনৈতিক ক্ষেত্র নিয়েও আপনি বাস্তববাদী, যৌক্তিক এবং বিশ্লেষণাত্মক। ভবিষ্যত সুনিশ্চিত করতে আর্থিক বিষয়ে নজর দিন ৷ সুসংগত পদ্ধতিতে কাজ করার জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগান । কোনও মতামত প্রকাশের আগে চিন্তভাবনা করুন ৷