মেষ : আপনি সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতাও কাজে প্রকাশ পাবে ৷ তার ফলে আপনি সফল হবেন। আপনি উচ্চাকাঙ্খী, কিন্তু খুব বেশি কাজ হাতে নেবেন না যা সামলানো অসম্ভব । আপনার দক্ষতায় বিশ্বাস রাখুন ৷ পরিশ্রম করুন ও দৈবে আস্থা রাখুন। আপনার তথ্য অনুসন্ধানের স্বভাব আপনার ও আপনার ভালবাসার মানুষের মধ্যে এক বুদ্ধিদীপ্ত সংযোগ স্থাপন করবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোয় মন বেশ আনন্দে থাকবে । আর্থিক বৃদ্ধির চেষ্টা করেবন আজ ৷ অপ্রত্যাশিত কিছু উপার্জনের আশা করবেন।
বৃষ : কেনাকাটা করার সময় ভেবে চিন্তে কেনাকাটা করুন ৷ অর্থ ব্যয় আটকানো আপনার জন্য বেশ কঠিন। আপনাকে কেউ দমিয়ে রাখতে পারে না তবে আজ যদি কেউ আপনাকে হুকুম করে তাহলে তার জন্য ভাল হবে না ৷ বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনি আজকে বিরাট অর্থ খরচ করবেন ৷ উদারচিত্তে খরচ করার থেকেও বেশি। বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় সমস্ত পদ্ধতি মেনে কাজ করবেন ৷ যাতে কর্মক্ষেত্রে সমস্যায় না পড়তে হয় ৷
মিথুন : আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে । সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে। সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে যা কিনা আপনার উন্নতিতে সাহায্য করে। আপনি নতুন বিষয় পড়তে পারেন । প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি আপনার জন্য একইরকম ভাল। সব মিলিয়ে আজ আপনি খুব ভাল মেজাজে থাকবেন।
কর্কট : আপনি যদি স্টকব্রোকার হন তাহলে আপনার মনে হতে পারে যে আপনার সময় খুব একটা ভাল যাচ্ছে না। নির্মাতাদের নতুন পণ্য বাজারে নিয়ে আসা পিছিয়ে দিতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আপনি যখন পণ্যটি বাজারে নিয়ে আসবেন, তখন তার ভক্তসংখ্যা বিশাল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত নন। আপনি এমন সব কাজে শক্তি ও সময় খরচ করবেন যা অবিলম্বে না করলেও চলে ৷ ফলে জরুরি কাজগুলি ক্ষতিগ্রস্থ হবে।
সিংহ : আপনার সহযোগী ও অমায়িক স্বভাব আজকে সকলকে প্রভাবিত করবে । আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন । আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে ৷ আজ আপনার উপার্জন বাড়তে পারে ৷ এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ আজকের দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । আজকে কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা পাবেন ।
কন্যা: বাধাবিপত্তির জন্য মনমরা হয়ে পড়বেন না ৷ কেননা এর জন্য আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন । কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভাল করে গুছিয়ে নিন ৷ জটিল সমস্যা সমাধানের জন্য আরও ভাল কৌশল খুঁজে বার করুন। বুদ্ধি, প্রতিভা ও আপনার কাছে আসা সুযোগ ব্যবহার কারলে আপনিও আজকে অবশ্যই অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন ।