পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 28th November: সপ্তাহের শুরুতেই ব্যবসায়িক ক্ষেত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান জানতে দেখুন রাশিফল - মেষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 28th Nov) ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Nov 28, 2022, 12:01 AM IST

মেষ

মেষ: আপনি হয়তো আজ কিছু মানুষের সঙ্গে দেখা করবেন যারা ভবিষ্যতে আপনার জন্য সম্পদ বলে প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে নিখুঁতভাবে প্রয়োগ করেন। নতুন কাজের জন্য নতুন চিন্তা ভাবনা করবেন ৷ আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। আপনার সমস্ত চিন্তা-উদ্বেগ সরিয়ে রাখা ভালো।

বৃষ

বৃষ: আজ জট ছাড়ানোর দিন। অন্য কারোর দোষ আপনার উপর পড়তে পারে। বিকেলের দিকে সমস্তকিছু হয়তো হতাশাপূর্ণ হতে পারে ৷ আপনার আত্মবিশ্বাসের স্তর কমে আসতে পারে। আপনার দুর্বলতাগুলি কাটিয়ে তুলুন ৷ যদি আপনার বোন আপনার থেকে দূরে থাকে, তাহলে ফোনে তাঁর সঙ্গে কথা বলুন। একসঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করুন।

মিথুন

মিথুন: আজ আপনি অন্যদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে পারবেন। প্রিয়জনকে নিজের উপস্থিতি ও উপহার দুইয়ের মাধ্যমেই খুশি করবেন। প্রিয়জনকে ভালো উপরহার দিতে আপনাকে বেশ চিন্তা ভাবনা করতে হবে ৷

কর্কট

কর্কট : আজ দিনটা বিশেষ দিন নয়। আপনি দৈনন্দিন কাজকর্ম করবেন আর তার মাধ্যমেই পার্থিব তৃপ্তি খুঁজে পাবেন। অ্যাডভেঞ্চার, উত্তেজনাহীন জীবন মানেই কর্মহীন হওয়া নয়। সন্ধ্যের মধ্যে আপনি বুঝে যাবেন যে আগামিকাল আজকের মত একঘেয়ে হবে না।

সিংহ

সিংহ: আজ সমস্ত কাজ আপনি সাহসের সঙ্গে করতে পারবেন। যার ফলে, শেষ কয়েক মাসের পরিশ্রমের পুরস্কার আপনি পাবেন। আজ কাজগুলি সম্পূর্ণ করার জন্য একটি পরিকল্পনা সূচি তৈরি করুন। বেশী চাপ নিয়ে কাজ করবেন না, স্বাস্থ্যের সমস্যায় ভুগতে পারেন।

কন্যা

কন্যা: আজ আর একঘেয়ে দৈনন্দিন কাজ করতে ইচ্ছে করবে না। তবে তিলকে তাল করে ফেলবেন না। কোনওকিছুই আপনার কাজের উৎসাহকে কমাতে পারবে না। অন্যদের মন জিতে নেওয়ার জন্য আপনি নতুন সাফল্য অর্জন করবেন।

তুলা

তুলা: ব্যক্তিগত জীবন ও সামাজিক ক্ষেত্রেও আপনি বড় পরিবর্তন দেখতে পাবেন। সকলেই আজ আপনার কাজের ও আপনার প্রশংসা করবেন। চারুকলার দিকে ঝোঁক বাড়বে তুলা রাশির জাতক-জাতিকাদের।

বৃশ্চিক

বৃশ্চিক: আজ নক্ষত্ররা আপনার অনুকূলে থাকবে ৷ আপনি উর্ধ্বতন, অধস্তন প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করেন। এর ফলে কাজের জায়গায় সঙ্গতি বজায় থাকবে ৷

ধনু

ধনু: আপনার ভিতরের প্রতিভা আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে শান্তি রাখার জন্য আপনি নিজস্ব কৌশল প্রয়োগ করবেন। আজ আপনি বিচক্ষণ ও সন্তুষ্ট বোধ করবেন ৷ তাই চারপাশে প্রেমের বাণী প্রচার করবেন। সব মিলিয়ে, দিনটা শান্তিতেই কাটবে।

মকর

মকর: আপনার ব্যতিক্রমী বুদ্ধিজীবী ক্ষমতা কেবল আপনাকে, আপনার নিকটতম বন্ধু এবং সহকর্মীদেরও সহায়তা করবে ৷ আপনি না চাইলেও সমস্যায় পড়তে পারেন আজ ৷

কুম্ভ

কুম্ভ: আপনি নিজের জন্য একটি উপযুক্ত স্থান তৈরি করতে পেরেছেন। আজ আপনি হয়তো আপনার অতীতের কাজের বাস্তব সুবিধা দেখতে পাবেন। যদিও, ব্যবসায়িক প্রতিযোগীরা হয়তো আজ আপনার বিপক্ষে যেতে পারেন ৷ আপনার স্বাস্থ্যও আপনাকে ভোগাতে পারে ৷ যদিও, আপনি হাসি মুখে সঠিকভাবে সমস্তকিছু গ্রহণ করবেন।

মীন

মীন: আপনার হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রোজেক্ট প্রায় শেষ হতে চলেছ ৷ তাই মন বেশ খুশি থাকবে। আপনি নতুন নতুন কৌশল প্রয়োগ করবেন এবং চাইবেন সবকিছু পরিকল্পনামাফিক চলুক। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন।

ABOUT THE AUTHOR

...view details