মেষ: আপনার মন আজ খুব ফুরফুরে থাকবে ৷ শুধু কাছের লোক নয়, অচেনা মানুষদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ৷ আসন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আপনি প্রস্তুত ৷ কর্মক্ষেত্রে কাজ নিয়ে গবেষণা করবেন ৷ সঠিক উপায়ে কাজ সম্পন্ন করার জন্য সমাধান খুঁজে বের করবেন ৷ ভাবনাচিন্তা করার ক্ষমতা, কল্পনাশক্তি ও বোঝার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে সাহায্য করবে ৷
বৃষ: পণ্য বা শেয়ার বাজার সংক্রান্ত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । ফাটকা জাতীয় লেনদেন এড়িয়ে চলুন আজ । কর্মক্ষেত্রে আপনি একটু হলেও কম প্রাধান্য পাবেন ৷ পেশাগত দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে ৷ আপনি কোন কাজকে গুরুত্ব দিচ্ছেন তা প্রমাণ করতে হতে পারে কর্মকর্তাদের কাছে ৷ তাতে ব্যর্থ হলে কর্মকর্তাদের কাছে আপনাকে নিয়ে ভুল ধারণা তৈরি হতে পারে ৷
মিথুন: আজ দিনটি আর্থিক দিক থেকে মোটামুটি ভালো কাটবে । অর্থের পিছনে ছোটার প্রয়োজন নেই ৷ টাকা-পয়সার চিন্তা না করে কাজের প্রতি মনোনিবেশ করুন ৷ কাজের সূত্রে আজ বিভিন্ন জায়গার বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে পারে । বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাতের ফলে আপনার জ্ঞান ও পরিচালন দক্ষতা সমৃদ্ধ হবে।
কর্কট: আজ আপনার মনের মানুষের সঙ্গে সময়টা বেশ ভালোই কাটবে ৷ ভালোবাসার মানুষ আনন্দিত ও সন্তুষ্ট হবেন ৷ আপনার মনের মানুষের চাওয়া পাওয়াগুলির দিকে নজর দিন ৷ স্থায়ী আমানত কিংবা সরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আজ শুভদিন ৷ এক্ষেত্রে ভবিষ্যতে ভালো লভ্যাংশ মিলতে পারে ৷ সব মিলিয়ে আজ আপনার বেশ ভালোই কাটবে ৷
সিংহ: কর্মক্ষেত্রে কাজ সম্পন্ন করে দ্রুত বাড়ি ফিরে জীবনসঙ্গী ও পরিবারের সঙ্গে সময় কাটাবেন ৷ দিনের শেষে প্রিয়তমের সঙ্গে আকর্ষণীয় নৈশভোজের সম্ভাবনা প্রবল ৷ ঘনিষ্ঠদের সঙ্গে কেনাকাটা করার সুযোগ রয়েছে ৷ বিলাসবহুল জীবনযাপনের জন্য আর্থিক সঞ্চয়ের দিকে আপনি মনোযোগী হবেন ৷ আপনার উদার মনোভাব প্রকাশ পাবে ৷ প্রয়োজনে কাছের মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে ৷
কন্যা: আজ প্রিয়তমের জন্য আর্থিক ব্যয় হবে ৷ তবে ব্যয়টা আয় বুঝে করা ভালো ৷ না হলে পকেটে টান পড়তে পারে ৷ বিনয়ী ও নম্র হওয়ার চেষ্টা করুন ৷ লোকজনের সঙ্গে মতামত ও দায়িত্ব ভাগ করে নিন ৷ জরুরি কিছু কেনার হলে জমানো তহবিল ব্যবহার করুন, ক্রেডিট কার্ড নয় ৷ আজ আপনার স্বাস্থ্য ভালো নাও যেতে পারে, যার জন্য আপনার টাকা খরচ হওয়ার সম্ভাবনা প্রবল ৷ গুরুত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে আজ আপনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন ৷ কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হতে পারে ৷