পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 24th Jan: বুদ্ধীদিপ্ত কথায় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করতে পারবেন কি ? জানুন রাশিফলে - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 24th Jan ) ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Jan 24, 2023, 12:02 AM IST

মেষ

মেষ: সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাওয়ায় সঙ্গীকে খোশামোদ করবেন । কোয়ালিটি টাইম কাটানো দীর্ঘস্থায়ী সম্পর্ককে নিশ্চিত করে । আর্থিক ক্ষেত্রে আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে । আর্থিক সমস্যা কেটে যাওয়ায় টাকা-পয়সার দিক থেকে আপনি বেশ ভালো অবস্থানে থাকতে পারেন । পেশাগত ক্ষেত্রে আপনার যেমন অন্যদের সাহায্য করতে ইচ্ছা হবে, ঠিক সেরকমই অন্যদের কাছ থেকে উপদেশ নিতেও ইচ্ছা হতে পারে । তবে, লাভ অর্জন করাই আপনার কাছে প্রাথমিক গুরুত্ব ।

বৃষ

বৃষ: আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করতে পারেন । একটি হালকা মেসেজ আপনার মানসিক চাপ ও উদ্বেগ কাটাতে সাহায্য করতে পারে । কাজের ক্ষেত্রে উপার্জনের উৎসগুলির ব্যাপারে মন দিতে পারেন । এর ফলে, টাকাপয়সার দিক থেকে আপনি অন্যের বদলে নিজের উপরে বেশি নির্ভর করতে পারবেন । পেশাগত ক্ষেত্রে আপনাকে হয়ত অনেক মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হতে পারে । খুব বেশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে সহজে ও দ্রুতভাবে যোগাযোগের ব্যাপারটি নিশ্চিত করতে পারবেন । যদিও, কর্মব্যস্ততার কারণে বিশ্রামের সময় পাওয়া কঠিন ৷

মিথুন

মিথুন: আপনার সঙ্গীর আচার-আচরণ সম্পর্কে সিদ্ধান্তহীন না- হলে আপনার ব্যক্তিগত জীবন মোটিমুটি ভালোই থাকবে । আপনার প্রিয়জনদের সাহায্যে আপনি পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি মানসিক চাপও সামলে উঠতে পারেন । আর্থিক বিষয়ে বিচার-বিবেচনামূলক সিদ্ধান্ত গ্রহণ করলে আপনাকে ভবিষ্যতে ভালো ফল পেতে সুবিধা হবে । সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন । গ্রাহকদের সঙ্গে বৈঠক চলাকালীন বিরক্তি দূরে সরিয়ে রাখুন ৷ নিজের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে শিখুন ।

কর্কট

কর্কট: বিবাহিত দম্পতিরা নিজেদের অনুভূতি ভাগ করে নিলে তাঁদের প্রেমের বন্ধন দৃঢ় হতে পারে । যাঁরা প্রেমের সম্পর্কে যাবেন বলে ভাবছেন তাঁরা কোনও সম্পর্কে প্রবেশ করার আগে একটু সময় নিয়ে চিন্তা করুন । আপনি হয়ত উপলব্ধি করবেন যে আপনার কাছের মানুষ ছাড়া আর্থিক দিক দিয়ে আপনাকে সাহায্য করার আর কেউ নেই । পেশাগত ক্ষেত্রে আপনার চাহিদামতো সবকিছু না হতে পারে, তাই আপনাকে হয়ত আরও গুরুত্বের সঙ্গে বিষয়গুলি পর্যালোচনা করতে হবে । সঠিক সময়ে প্রোজেক্ট শেষ করার জন্য আপনাকে বন্ধুদের সহায্য নিয়ে কাজ করতে হবে ।

সিংহ

সিংহ: প্রেমের সম্পর্ক আপনাকে সুখী করবে । আপনার প্রিয়তমের সহায়তায় সম্পর্কের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন । যাঁরা ব্যবসা করছেন, তাঁরা পার্টনারশিপের ভালো প্রস্তাব পেতে পারেন । ব্যবসাক্ষেত্রে নতুন কোনও চুক্তি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে । কর্মক্ষেত্রে উৎসাহ বা শক্তির মাত্রা কম হওয়ায় আপনি সুযোগ হারাতে পারেন । ঊর্ধ্বতনদের সাহায্য প্রত্যাশা করে করে আপনার সব উৎসাহ ফুরিয়ে যেতে পারে । কাজেই, নিজের কর্মক্ষমতা বাড়ানোর কলাকৌশল আপনার শিখে নেওয়া জরুরি হতে পারে ।

কন্য়া

কন্যা: আপনার সঙ্গী আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তায় আগ্রহ না দেখানোয় আপনার প্রেমের সম্পর্ক একঘেয়ে ও বৈচিত্রহীন হয়ে যেতে পারে । সুখী সম্পর্কের জন্য কী কী করা যেতে পারে তার উপায় খুঁজুন । আর্থিক বিষয় খুব ভালোভাবে সামলানোর দরকার ৷ কারণ খরচের সীমা আজ ছাড়িয়ে যেতে পারে । সঞ্চয়ের দিকে লক্ষ্য রাখতে কেবলমাত্র আপনার প্রয়োজনীয় জিনিসের প্রতিই গুরুত্ব দিন । পেশাদার মানুষজনের প্রতিদিনের কাজকর্মের দিকে খেয়াল রাখার ব্যাপারটি কঠিন বলে মনে হতে পারে । এই ব্যাপারে আপনি কোনও সহকর্মীর সাহায্য নিতে পারেন । অন্যদের দৃষ্টিভঙ্গী থেকে কোনও বিষয় বুঝতে হলে তাঁদের সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করুন ৷ খোলাখুলি আলোচনা করুন ।

তুলা

তুলা: প্রিয়জনদের সঙ্গে আপনি চমৎকার সময় কাটাতে পারেন । মানিয়ে চলা শিখতে পারলে তবেই প্রিয়জনদের গর্বিত করার প্রয়াস সার্থক হতে পারবে । আর্থিক দিক দিয়ে আপনার ভালো অবস্থানে থাকার সম্ভাবনা আছে । ভালো দাম পেলেও লগ্নী বিক্রি করা থেকে বিরত থাকুন । আপনার যেহেতু বিস্তারিত জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে আগ্রহ আছে তাই পেশাগত ক্ষেত্রটি স্থিতিশীল হতে পারে । আপনি সব জায়গায় নিজের ইতিবাচক ভাবমূর্তি বিস্তার করতে পারেন বলে আপনি সবসময় হাসিখুশি থাকতে পারেন ।

বৃশ্চিক

বৃশ্চিক: একটি দারুণ উদ্দীপনাময় দিন কাটাতে পারবেন ৷ কারণ আপনার প্রিয়তম মানুষ আপনার ও আপনার পরিজনদের সুখবর দিতে পারেন । আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক সহায়তা পেতে পারেন । ঘরে-বাইরে দু’জায়গাতেই কাজের চাপ খুব বেড়ে যাওয়ায় আপনি হয়ত আর্থিক দিকে লক্ষ্য রাখতে পারবেন না । নতুন নতুন উদ্ভাবনী চিন্তা-ভাবনা থাকা সত্বেও উদ্যমের মাত্রা কম হওয়ায়, হয়ত সেগুলিকে কাজে লাগাতে পারবেন না । যাই হোক, পরিকল্পনার দিকে জোর দিয়ে আপনার টিমকে কাজের জন্য তৈরি করাতে পারেন ।

ধনু

ধনু: আপনি ও আপনার সঙ্গী একে অপরের ব্যাপারে নতুন নতুন জিনিস আবিষ্কার করায় আপনাদের সম্পর্কের বন্ধন দৃঢ় হতে পারে । আপনারা হাসিখুশি ও উদ্যমী থাকায় একে অপরের আরও কাছাকাছি আসতে পারেন । ভ্রমণের সম্ভাবনা আছে আছে । আপনি কিছু ভালো গ্রাহক পেতে পারেন, যদিও তার জন্য আপনার পকেটে চাপ পড়তে পারে । জরুরি কাজকর্মের জন্য আপনি হয়ত কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন । দিনের শেষে আপনি হয়ত ক্লান্ত হয়ে পড়বেন । সারাদিনের ধকল কাটাতে বই সেরা উপায় হয়ে উঠতে পারে ।

মকর

মকর: প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটাতে পারেন । সঙ্গীর সান্নিধ্যে কাটানো সুন্দর মুহূর্তগুলি উপভোগ করার কারণে উদ্বেগ বা মানসিক চাপ কোনওভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না । আপনার দায়িত্ববোধ আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার পথ তৈরি করে দিতে পারে । বর্তমানের আর্থিক লেনদেন ভবিষ্যতে ভালো ফল আনতে পারে । তবে, অতীতের লগ্নীগুলি আপনাকে নতুন কাজ পেতে সাহায্য করতে পারে । দলবদ্ধভাবে কাজ করলে প্রকল্পগুলি সফলভাবে শেষ হওয়ার সম্ভাবনা আছে । আপনার বুদ্ধির মাধ্যমে আপনি নিজের সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন ।

কুম্ভ

কুম্ভ: নিজের যত্ন নেওয়া বা গ্রুমিং সঙ্গীর ভালোবাসা জিতে নিতে সাহায্য করতে পারে । তবে, নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শিখুন । আপনার ক্ষেত্রে আর্থিক পরিকল্পনার ব্যাপারে বিনিয়োগ মূল গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে । কীভাবে আপনার সঞ্চয় বিনিয়োগ করবেন তা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন । কর্মক্ষেত্রে নিজেকে ভালো দেখাতে চাওয়ার পাশাপাশি যেসব কাজে যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রয়োজন, সেসব ক্ষেত্রেও নিজের সেরাটি দেওয়ার চেষ্টা করতে পারেন । কাজের ক্ষেত্রে সময় বেশি লাগলেও আপনি একটি সুষ্ঠু কাজের গতি বজায় রাখতে সক্ষম হতে পারেন ।

মীন

মীন: আপনি ক্ষমাশীল চরিত্রের হলে আপনার সম্পর্কের ক্ষেত্রে সাহায্য হতে পারে । শান্তিপূর্ণভাবে ঘরোয়া সমস্যার সমাধান করতে পারবেন । বেড়াতে যাওয়ার পরিকল্পনার করার জন্য এটি হয়ত বেশ ভালো সময় । খরচের ব্যাপারে চিন্তা করার আপনার কোনও কারণই নেই ৷ কারণ আর্থিক দিক থেকে ভালো অবস্থানে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে । কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ ভালো কাজে সময় বেশি লাগে । তবে, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details