পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 22nd April: অক্ষয় তৃতীয়ায় শুভযোগ কোন রাশির, জানতে পড়ুন ইটিভি ভারতের রাশিফল - ETV Bharat Horoscope for 22nd April

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Apr 22, 2023, 12:02 AM IST

মেষ

মেষ: আজ হয়তো আপনি অনিশ্চিত পরিস্থিতিতে পড়বেন । আপনার মনে হবে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ও স্রোতের বিপরীতে সাঁতরাতে চাইবেন ৷ যা কিনা আপনার প্রতিকূলে যাবে । আজ মনে হবে কোনও কিছুই ঠিক করে হচ্ছে না । এরকম সময়ে একটু বিরতি নিলে চাপ কমতে পারে । দিনের পরের দিকে আপনার জীবনে আনন্দ আসবে । অস্থিরতা অনেকটাই কমে যাবে ও আপনি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন ।

বৃষ

বৃষ: আজ আপনি বেশি বাস্তববাদী হবেন । সঙ্গতি ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি কূটনৈতিক হতে হবে । যেসব বাধার কারণে আপনি আটকে ছিলেন ৷ আজ সেগুলিকে অতিক্রম করে যাওয়ার আদর্শ দিন । কোনও কিছুতেই সমঝোতা করবেন না । রূপচর্চার জন্য মোটা টাকা খরচ হতে পারে । কিন্তু অত্যধিক খরচ করে ফেলবেন না । আপনি ‘সেরা ডিল’ খুঁজে বার করবেন ৷ কোনও কিছু কেনার আগে প্রচুর দরাদরি করবেন ।

মিথুন

মিথুন: আপনার নিজের ভালোর জন্য হলেও আপনি অন্যের অনুভূতি যাতে আঘাত না পায় সেই দিকে লক্ষ্য রেখে সারা দিন কাটাবেন । এটি চরিত্রের সঙ্গে পুরোপুরি খাপ খায় না তা নয়, কিন্তু অস্বাভাবিক তো বটেই । দিনের বেশির ভাগ সময়টা আপনি পরিবার থেকে দূরে থাকবেন ৷ আপনার ‘শক্তির সঠিক প্রয়োগ’ অনুশীলন করা উচিত । আপনার সেই সব কাজ করা উচিত যেখান থেকে ফল পাওয়া যাবে ।

কর্কট

কর্কট: আপনার কর্মব্যস্ত স্বভাবের কারণে আপনি বেশি কাজ হাতে নিয়ে ফেলবেন ৷ এত কাজের চাপ থাকবে আপনার বলিষ্ঠ কাঁধও ঝুঁকে যাবে ৷ চাপ কম নিন ও না বলতে শিখুন । তাছাড়াও এটি একটি সাময়িক পর্যায় ৷ আপনি মাথা ঠান্ডা রাখলে কেউ আপনাকে হারাতে পারবে না । আজ আপনি চাপ-মুক্ত থাকবেন ও মানসিক শান্তি উপভোগ করবেন । বেশ হাসি-খুশি থাকবেন ৷

সিংহ

সিংহ: নিজের ক্ষমতাতে আজ বিস্মিত হবেন । প্রতিকূল কার্যকলাপের অভাব ও বন্ধুত্বপূর্ণ আচরণের সঠিক মিশ্রণ, সব পরিস্থিতিতেই আপনাকে মনোযোগের কেন্দ্রবিন্দু করে তুলবে । এই দিনটি আপনার নমনীয় স্বভাব, নরমপন্থী মতামত ও পরিপূর্ণ বক্তব্যকে সামনে নিয়ে আসবে ৷ মাঝরাত্রি পর্যন্ত সৃজনশীলতা হৃদয় দখল করে রাখবে । প্রিয়তমকে আপনি খুব বেশি সময় দিতে পারবেন না ।

কন্যা

কন্যা: বাচ্চারা শ্রেণিকক্ষে ও তার বাইরেও প্রশংসা পাবে ৷ যুক্তি ও ও ন্যায়বিচারের ক্ষমতাও উন্নত হবে । আজ যাই ঘটুক না কেন, মাথা ঠান্ডা রেখে এই আনন্দের সময় উপভোগ করুন । আজ আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে । আপনার পরিকল্পনাও সঠিক ভাবে কাজে পরিণত হবে । ভাগ্য আপনার সহায় থাকবে । যে কাজ করতে ভালোবাসেন তা করে নিজেকে উদ্দীপ্ত করার এটিই সেরা সময় ।

তুলা

তুলা: নতুন কাজ শুরু করার জন্য আজ খুবই ভালো দিন । আপনার আকর্ষণীয়তা দিয়ে আপনি সবার মন জয় করে নেবেন । আপনার বাড়ি ও তার শৈল্পিক অন্দরসজ্জা লোককে মুগ্ধ করবে । ইতিবাচকতার সদ্ব্যবহার করুন । আজ আপনি প্রকৃত প্রেমের কথা প্রকাশ করবেন । ভালোবাসার মানুষের কাছে অনুভূতির কথা খুলে বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায় । ক্লান্তিকর কাজ এড়িয়ে চলুন ও উদ্যমের মাত্রা ধরে রাখুন । মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ । এখন বিরতি নিয়ে আরাম ও উপভোগ করার সময় ।

বৃশ্চিক

বৃশ্চিক: আপনি দূরদর্শী ও সফল ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে আজ আপনি কাজ করবেন । যদিও তাৎক্ষণিক ফল প্রত্যাশা করা ঠিক হবে না । জীবনে শক্তিশালী পরিবর্তন নিয়ে আসার জন্য ধৈর্য ধরে থাকতে হবে । অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলবে ৷ আপনার রসিকতাবোধ ভালোবাসার মানুষের কাছাকাছি আসতে আপনাকে সাহায্য করবে ।

ধনু

ধনু: আজ চিন্তার মেঘ আপনাকে বিষণ্ণ করে রাখবে । সেই মেঘ কাটানোর চেষ্টা করুন ও এমন সিদ্ধান্ত নিন যা আপনার সমস্যার সমাধান করবে । আপনি যদি চান যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক, তাহলে তাতে একটু বিলম্ব হতে পারে । যদিও দিনের শেষে লাভ আপনারই হবে । দ্রুততার সঙ্গে কাজ করুন ৷ নিজের সাধ্যের বাইরে গিয়ে কাজ করবেন না । আর্থিক বিষয়ে আপনি বাস্তববাদী থাকবেন ৷ না ভেবেচিন্তে খরচ করার প্রলোভনে পা দেবেন না ৷

মকর

মকর: শিক্ষার্থীদের জন্য ভালো খবর ৷ এতদিন বিদেশে পড়তে যাওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন, তাদের জন্য আজ শুভ দিন । কোনও কাজকে অগ্রাধিকার দিতে হবে তা বুজে নিন ৷ এক এক করে সেগুলি সম্পন্ন করুন ৷ কেননা পরিকল্পিত পদক্ষেপই আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষার কাছাকাছি নিয়ে আসতে পারে । জীবনকে আকর্ষণীয় করে তোলার জন্য ফিটফাট হয়ে উঠুন । শেয়ার বাজারে লেনদেন করা থেকে বিরত থাকা ভালো ৷ এই সময়ে আপনার দক্ষতাগুলিকে শানিয়ে নিতে পারেন ।

কুম্ভ

কুম্ভ: আজ দিনটি উৎপাদনশীল হলেও, ক্লান্তিকর ৷ কোনও সম্পত্তির খোঁজ করার জন্য ভালো দিন । যদি বর্তমান বাড়ি নিয়ে আপনি খুশি থাকেন, তাহলে নতুন গাড়ির কথা ভাবুন । অফিসে ব্যস্ততার সম্ভাবনা আছে । সমস্যার সমাধান করেই আপনার দিনের প্রথম ভাগ নষ্ট হবে । সন্ধ্যাবেলা ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুগম্ভীর বিষয়ে আলোচনা থাকায় সন্ধ্যাবেলা আপনার প্রবল ব্যস্ততায় কাটবে ।

মীন

মীন: সম্পর্কের ক্ষেত্রে সমঝোতাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি তাতে পারদর্শী । হৃদয় জেতার জন্য তর্কে হারার গুরুত্ব আপনি জানেন ৷ অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে তা আপনি করেন । এই বিষয়ে সবাই আপনাকে অনুকরণ করতে চায় । আজ আপনার হৃদয়ের থেকে মাথা বেশি জায়গা নেবে ৷ যা কিনা আপনার স্বাভাবিক চরিত্র নয় । আপনি সুস্থ ও সবল থাকলেও মানসিক ভাবে ক্লান্ত বোধ করতে পারেন । তার ফলে কাজে আপনি কম মনোনিবেশ করতে পারবেন ।

ABOUT THE AUTHOR

...view details