পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 20th July: আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন আপনার রাশিতে গ্রহের অবস্থান - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Jul 20, 2023, 12:02 AM IST

মেষ

মেষ: আজ আপনি নতুন কিছু হওয়ার প্রত্যাশা করতে পারেন । আপনাকে চিন্তা করতে বারণ করা হচ্ছে, কেননা আপনি শীঘ্রই ভালো পরিমাণ অর্থ পেতে চলেছেন । আজ রোম্যান্সের জন্য ভালো দিন । আপনি মানসিক ও শারীরিকভাবে বেশ চনমনে থাকবেন । আপনার কাজের উপর ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মক্ষেত্রে আপনি ভালো কাজ করতে পারবেন । আগে আপনি যেসব বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকতেন, এখন সেগুলি নিয়ে অনেক স্বস্তিতে থাকবেন ।

বৃষ

বৃষ: আজ আপনি সম্ভবত খুবই অধৈর্য ও অস্থির হয়ে পড়বেন । দিনের পরের দিকে সহকর্মী ও উপরওয়ালারা বেশি সাহায্য করবে ও সাড়া দেবে । আপনি আপনার প্রিয়তমের কাছে সারা দিনের বিরক্তির কথা উজাড় করে দিতে চাইবেন ।

মিথুন

মিথুন:আজ খুব ভালো দিন আপনার জন্য। অনেক যোগাযোগ হতে পারে আজ ৷ কর্মক্ষেত্রে আপনি সহজেই সব কাজ শেষ করে ফেলতে পারবেন । যদিও অন্যদের সন্তুষ্ট করার জন্য আপনাকে বেশি খাটতে হবে । পরের দিকে আপনি পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে আলাপ-আলোচনায় লিপ্ত হবেন । প্রত্যাশা বেশি থাকা এবং কাজ থেকে কোনও স্বীকৃতি না পাওয়ার কারণে আপনার মন ভেঙে যাবে । তাই কম প্রত্যাশা করাই ভালো ৷ কেননা সুখী থাকার সেটাই সেরা উপায় । আর্থিক বিষয় সামলানোর ধৈর্য আজ আপনার থাকবে না ।

কর্কট

কর্কট: আজ আপনি যাই করবেন তাতেই বেশ শক্তিশালী প্রভাব ফেলবেন । রোম্যান্টিক সময় কাটিয়ে আপনি আনন্দ পাবেন । আজ আপনি অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করবেন ৷ আজ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা গুরুত্বপূর্ণ কাজ সামলানোর জন্য আপনার নাম সুপারিশ করবেন ৷ তার ফলে পেশাগত ক্ষেত্রে আপনি বেশ আনন্দে থাকবেন । এটি খুবই ভালো সুযোগ ও আপনি তার সুবিধা নেবেন । আজ আপনি জীবনসঙ্গীর বুদ্ধিমত্তায় গর্বিত হবেন । স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি আপনার জন্য মাঝারি কাটবে ।

সিংহ

সিংহ:স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো ভাবে দিনটি শুরু না হলেও, দিনের দ্বিতীয় ভাগে নক্ষত্রের অবস্থানের পরিবর্তন আপনার দিনটিকে আরও ভালো করে তুলবে । দিনের দ্বিতীয়ার্ধে আপনার অনেক অভীষ্টপূরণ হবে । অবিবেচকের মতো খরচ না করে ভালো লেনদেনের খোঁজ করুন ।

কন্যা

কন্যা: যেহেতু আপনি পেশা নিয়েই আজ বেশি চিন্তিত থাকবেন, ফলে আপনার প্রেম জীবন হয়ত একটু কম গুরুত্ব পাবে । দিনের দ্বিতীয়ার্ধে সম্ভবত আপনার স্বাস্থ্য আপনাকে একটু ভোগাবে, কাজেই কোনওরকম লক্ষণ বা সাবধানবাণী উপেক্ষা করবেন না । আজ কোনওরকম ঝগড়া বা বিবাদে জড়িয়ে না পড়ার চেষ্টা করুন ৷ তাহলে আপনার উদ্যমের মাত্রা কমে যাবে । আজ মুখোমুখি বসে দরদাম করার জন্যও ভালো দিন নয় ।

তুলা

তুলা:আজ আপনি বাড়ি নতুন করে সাজাতে ও সংস্কার করতে চাইবেন । আপনি হয়ত শেয়ার বাজারে নিজের ভাগ্য পরীক্ষা করবেন এবং সেখান থেকে পর্যাপ্ত লাভের আশা করতে পারেন । প্রেমের ক্ষেত্রে সবই খুব ভালো চলবে । আজ ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে আপনি যে প্রশংসা পাবেন তা আপনার মনোবল বৃদ্ধি করবে । দিনের দ্বিতীয়ার্ধে আপনি বন্ধু বা সহকর্মীদের সঙ্গে কোনও পরিকল্পনা করতে পারেন । যদিও দিনটি মসৃণ ভাবে চালানোর জন্য আপনাকে কাজ ও বাড়ির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে ।

বৃশ্চিক

বৃশ্চিক: আপনি আজ সব জমে থাকা সমস্যার সমধান খুঁজে বার করতে চাইবেন । আপনার আশাবাদী মনোভাব ও সৃজনী দৃষ্টিভঙ্গি আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনবে । এই সময়ে আপনার সহকর্মী ও উপরওয়ালাদেরও সমর্থন পাবেন । দিনের প্রথম ভাগে আপনি কোনও কাজেই খুব বেশি আপত্তি করবেন না কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে আপনি কাজের ব্যাপারে একটু কম নমনীয় থাকবেন ।

ধনু

ধনু: আজ আপনি মাঝে মাঝেই একটু উতলা হয়ে পড়বেন ৷ আপনি সম্ভবত আপনার জীবনসঙ্গীর সঙ্গে বসে সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে পরেন । জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খোলার জন্য আজ ভালো দিন । যৌথভাবে সম্পত্তি কেনার কথাও ভাবতে পারেন । তাড়াহুড়ো না করে, এইধরনের সিদ্ধান্তগুলি নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করুন ।

মকর

মকর: আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না এবং সেই কারণে আপনি কোনওরকম অংশীদারী ব্যবসায় জড়াননি ৷ আজ দিনটি আলাদা। আজ আপনি কর্মক্ষেত্রে ব্যতিক্রমী ভাবে ভালো কাজ করবেন ৷ কাজের জায়গায় সকলের প্রশংসা পারেবন । আপনি ফল পাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন ৷ কিন্তু আজ দিনটি একটু বিশৃঙ্খলভাবে শুরু হবে । কাজের ক্ষেত্রে, অন্যদের বোঝানো এবং যুক্তিযুক্তভাবে কাজ করা সঠিক হবে ।

কুম্ভ

কুম্ভ: আপনি যদি কোনও আইনি সমস্যায় জড়িয়ে থাকেন, তবে আপনাকে আদালতের বাইরে তা মিটিয়ে নিতে বলা হচ্ছে । আপনি ধৈর্য ও অধ্যবসায়ের সাহায্যে সহজেই কঠিন সময় পেরিয়ে যাবেন । লোকজনের যদিও আপনাকে অনমনীয় ও উদ্ধত মনে হবে । আপনি ভালোবাসার মানুষকে নিয়ে উদ্বিগ্ন বোধ করবেন ৷ কেননা তিনি একটু উদাসীন থাকবেন । কাজ নিয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না। নিজের সহজাত বোধের ওপর বিশ্বাস রাখুন ।

মীন

মীন: আপনার আর্থিক লক্ষ্যগুলি বোঝার জন্য আজ ভালো দিন । আপনি অন্যদেরও তাদের পায়ের তলায় মাটি শক্ত করতে সাহায্য করবেন । দিনের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কেননা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে । দিন এগোনোর সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচগুলি আপনাকে বিব্রত করতে শুরু করবে । আবেগের বশে খরচ করবেন না, আরও বেশি হিসেবি হন ।

ABOUT THE AUTHOR

...view details