পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 1st August: সপ্তাহের প্রথম দিন কেমন যাবে জানতে পড়ুন ইটিভি ভারত রাশিফল - ইটিভি ভারত রাশিফল

কর্ম, চেষ্টা ও গ্রহ-নক্ষত্রের শুভ যোগ উন্নতিতে সাহায্য করে ৷ জীবনের শুভক্ষণ জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল (Etv Bharat Horoscope for 1st August) ৷

Etv Bharat Horoscope
রাশিফল

By

Published : Aug 1, 2022, 12:01 AM IST

মেষ

মেষ : জীবনসঙ্গীকে একটি রোম্যান্টিক ডেটে নিয়ে যাওয়ার জন্য আজ অসাধারণ দিন । তবে আপনাকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ৷ ব্যবসায় বিনিয়োগের জন্য আজ ভালো দিন ৷ শেয়ার বাজারে বিনিয়োগের আগে সাবধান হন ৷ কাজের জায়গায় হঠকারী এবং আবেগপ্রবণ হবেন না । কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন ৷

বৃষ

বৃষ : প্রিয়জনের সমর্থনের জন্য উন্মুখ হয়ে আছেন ৷ তাই আবেগজনিত ব্যাপারে হঠকারী সিদ্ধান্ত নেবেন না ৷ তবে আপনার সঙ্গীর সহায়তায় সমস্যার সমাধান হয়ে যাবে । আর্থিকভাবে, কোনও বড় সমস্যা আজ পড়ার সম্ভাবনা নেই ৷ প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য আজ ভালো দিন । প্রযুক্তিগত বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলে কর্মক্ষেত্রে কোনও সমস্যা হবে না ।

মিথুন

মিথুন : কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যেই কাটবে ৷ আজ ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করবেন ৷ ভালোবাসার মানুষের কাছে আবেগ প্রকাশ করলে রোম্যান্টিকভাবে সময় কাটবে ৷ অর্থনৈতিক দিক থেকে আজ দিনটি মাঝারি ৷ বিপদ এড়াতে টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে আজ কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো । নিজের পদের অহংকার করবেন না ৷ অধস্তন কর্মীদের সঙ্গে ভালো আচরণ করুন ।

কর্কট

কর্কট : প্রেমকে জাগিয়ে তুলুন । আপনার আর্থিক লাভ হতে পারে ৷ ভাগ্য আপনার সহায় তাই আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে । কাজের প্রতি মনোনিবেশ করুন ৷ কর্মক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান ব্যবহার করুন ৷ সতীর্থদের সঙ্গে মিলে মিশে কাজ করুন ৷ আপনার ভালো হবে ৷

সিংহ

সিংহ : অহং বোধ দূরে সরিয়ে রেখে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটান । আনুগত্য এবং বিশ্বস্ততার মাধ্যমে আপনার প্রিয়জনের সমর্থন পাবেন । আর্থিক ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে বড় বিনিয়োগের আগে সতর্ক হন । কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা দেখানোর দিন আজ । আপনার ভালো কাজ সহকর্মীদের মধ্যে হিংসা তৈরি করতে পারে । কাজেই সতর্ক থাকুন ৷ বুঝেশুনে কথা বলুন ৷

কন্যা

কন্যা : গ্রহ-নক্ষত্রের অবস্থান খুব একটা ভালো নয় ৷ অর্থ সাশ্রয়ের চেষ্টা করলেও খুব একটা লাভ হবে না ৷ আজ আয়ের থেকে ব্যয় বেশি হবে ৷ শুধুমাত্র কাজের জায়গাতেই নয়, ব্যক্তিগত জীবনেও আপনাকে একজন যোদ্ধার মনোভাব দেখাতে হতে পারে । গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বুঝেশুনে নিন ৷

তুলা

তুলা : কিছু আকর্ষণীয় ভাবের আদানপ্রদান আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলতে পারে । নতুন উদ্যোগ শুরু করার জন্য ভালো সময় । আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করতে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য চেষ্টা করার ভালো সময় । কাজের জায়গায় আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জুগিয়ে কথা বলাই ভালো । আত্মবিশ্বাসী থাকুন ৷ কারণ আজ কাজের চাপ সামলাতে আপনার প্রয়োজন মনোযোগ, উপস্থিত বুদ্ধি, এবং নিষ্ঠা ।

বৃশ্চিক

বৃশ্চিক : প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় কাজের বিষয়গুলি দূরে রাখুন । আপনার প্রণয়ীর কাছ থেকে আবেগপূর্ণ সমর্থন প্রেমের বন্ধনকে আরও দৃঢ় করবে । অতিরিক্ত উপার্জনের জন্য চাকরিজাবীরা নতুন ব্যবসাও শুরুর পরিকল্পনা করতে পারেন । কর্মক্ষেত্রে বেশি চাপ নিয়ে কাজ করলে সমস্যা তৈরি হতে পারে ৷

ধনু

ধনু : প্রিয়জনের সঙ্গে দূরের কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ । আপনার অর্থ উপার্জনের ইচ্ছা এতটাই প্রবল যে আপনি ঝুঁকি নিতে পিছপা হবেন না আজ । অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করা দরকার ৷ পেশাগত ক্ষেত্রে ঝুঁকি নিলেও ইতিবাচক ফল পাবেন ৷ নতুন জিনিস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আরও পথ খুঁজে পাবেন ।

মকর

মকর : কর্মক্ষেত্রে একটি ক্লান্তিকর দিন আজ ৷ আপনার সঙ্গী আপনার যত্ন নেবেন ৷ প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে । যথাযথ পরিকল্পনা এবং কৌশল আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে পারে ।

কুম্ভ

কুম্ভ : আজ আপনার মেজাজ ফুরফুরে থাকবে ৷ প্রিয়তমকে বাড়ি সাজাতে ও সাংসারিক কাজে সাহায্য করলে ভালোবাসা আরও গভীর হবে ৷ এর ফলে আপনার প্রেমের সম্পর্ক পুনরুজ্জীবিত হয়ে উঠবে ৷ আর্থিক দিক থেকেও আজ দিনটি শুভ ৷ আয় বুঝে ব্যয় করুন ৷ তাতে দিনটি স্বচ্ছল কাটবে ৷ কর্মক্ষেত্রে সহকর্মী ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হবেন ৷

মীন

মীন : দৈনন্দিন কাজকর্মের জন্য আপনি আগ্রহ নাও দেখাতে পারেন ৷ মনের মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চাইবেন ৷ আজ ভালোবাসার মানুষকে নিয়ে রেস্তোরাঁয় যেতে পারেন ৷ আপনাদের প্রেমের সম্পর্ক দৃঢ় করতে একান্তে সময় কাটান ৷ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক ব্যয়ের জন্য দৈনিক ব্যয়ের হার বৃদ্ধি পাবে ৷ আয় বুঝে ব্যয় করুন ৷

ABOUT THE AUTHOR

...view details