মেষ: আপনার প্রেম জীবন সমস্যা মুক্ত থাকবে ৷ স্বাভাবিক জীবনযাপন হয়ত আপনার একঘেয়ে লাগবে । অর্থাগম ঘটবে না কিন্তু আপনার মাথায় আরও বেশি অর্থ উপার্জনের চিন্তা ঘুরবে ৷ কাজেই আপনি বিশাল কিছু পরিকল্পনা করতে পারেন । বিভ্রান্তি এড়াতে চাইলে চিন্তাগুলিকে সুসংগঠিত করুন । সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে । আজ নক্ষত্রের শক্তি আপনাকে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ।
বৃষ:আপনি উপকারী স্বভাবের হলেও আপনার আত্মকেন্দ্রিক পন্থা হয়ত আপনার ভালোবাসার ব্যক্তিটির পছন্দ হবে না । সম্পর্কের ক্ষেত্রে আপনাকে উদারমনা হতে হবে । আপনার জীবনসঙ্গীর প্রয়োজনগুলি আপনাকে বুঝতে হবে । আপনার স্বচ্ছন্দ স্বভাব সম্পর্ককে মসৃণ রাখবে । আপনি নিরাপত্তা পাওয়ার চেষ্টা করবেন । এর ফলে আর্থিক অনেক সুযোগ আপনি হারাবেন । সময় ঠিক করে সামলানো খুবই গুরুত্বপূর্ণ হবে । নমনীয় থাকার চেষ্টা করুন ।
মিথুন:আপনি সম্ভবত আপনার আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত থাকবেন । আরও উপার্জনের জন্য কী করতে হবে তা আপনি ঠিক করতে পারবেন না । অর্থ সঞ্চয়ের উপায় নিয়েও আপনি বিভ্রান্ত থাকবেন । সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি সবকিছু গুলিয়ে ফেলতে পারেন । যদিও কোনও গুরুতর সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না । আপনার হাতে যদিও অনেক কাজ থাকবে, তথ্য বিশ্লেষণ ও সংগ্রহের কাজে আপনি এগিয়ে থাকবেন । আপনি কাজের গতি শেষ অবধি বাড়াতে পারবেন ও আপনার কর্মক্ষমতা ভালো ফল এনে দেবে ।
কর্কট: প্রেমের ক্ষেত্রে অমায়িক হন ও মানিয়ে নিতে শিখুন । প্রিয়তমের সঙ্গে সাবলীল কথোপকথন আপনাকে আরও খুশি করে তুলবে । আপনি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন । ভুলভাল জিনিসের জন্য আপনাকে অনেক অর্থ খরচ করতে হতে পারে । ভালো রোজগারের থেকে টাকা খরচের সম্ভাবনা বেশি । হাস্যকর ব্যাপার এই যে খরচ করে আপনার ভালো লাগবে । মিটিং রুমে আপনি অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন । আপনি সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ।
সিংহ: সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য আপনি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চাইবেন । আবেগঘণ পুনর্মিলনের প্রতিশ্রুতি সর্বক্ষণই আপনার মনের গোপন কোণে ঘুরে বেড়াবে । আপনার হৃদয়ের আগুণে আপনার সঙ্গীর মনও প্রজ্জ্বলিত হয়ে উঠবে । আপনার এত লাভ হবে যে তা আপনি কর গুনে শেষ করতে পারবেন না । আপনার ভালো স্বভাবের জন্য সহকর্মীরাও আপনার প্রশংসা করবে । লোকের ওপর কর্তৃত্ব ফলাবেন না । লোকজন আপনার ওপর ভরসা করবে না ।
কন্যা: চাকরির জায়গায় অনেক কিছু হওয়ার ফলে আপনাকে হয়ত প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ বাতিল করতে হবে । চিন্তা করবেন না, প্রেমে ধৈর্য একটি বড় ব্যাপার । পেশাদারী বৃত্তের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক ও যোগাযোগ থাকলে তা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে । ব্যবসায়িক উদ্যোগে কাজ করা ও তার আর্থিক দিকটি প্রস্তুত করার জন্যও এটি ভালো সময় । অফিসে আপনার অসাধারণ সময় কাটবে ।