মেষ: দিনের শুরুতে আপনার চাপ বেশি থাকবে । জটিল পরিস্থিতি সামলানোর সময় আপনাকে উদ্বেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে । রসবোধ হারিয়ে ফেলবেন না ৷ কেননা এটিই হয়ত আপনার মেজাজ ভালো রাখতে সাহায্য করবে । দিনের প্রথমার্ধে, আর্থিক পরিস্থিতি নিয়ে আপনার নানারকম চিন্তা হবে । শুধু যে আপনি আর্থিক স্থায়িত্ব নিয়ে চিন্তা করবেন তাই নয়, যে ঋণগুলি নিতে হবে তা নিয়েও ভাববেন ।
বৃষ: বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আজ একটু তেতো হয়ে উঠবে । স্বাস্থ্যের দিক থেকেও আজ দিনটি আপনার ভালো যাবে না । প্রথমার্ধ খুবই ব্যস্ত কাটবে৷ আপনার সব শক্তি হয়ত নিঃশেষিত হয়ে যাবে । আজ আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে ৷ কেননা আপনার লোকসান হওয়ার সম্ভাবনা আছে । দিনটি ভীতিজনক হলেও আপনাকে ঠান্ডা মাথায় এটি পার করতে হবে ।
মিথুন: এটা সম্ভব যে, বর্তমানে যে সব সমস্যা আপনাকে ভোগাচ্ছে, তার অনেকগুলিরই কারণ আপনার আবেগপ্রবণ স্বভাব । কাজেই কোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর সময় নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখুন । আজ আপনি পারিবারিক বিষয়ের দিকে মন দেবেন ৷ পরিবারের সঙ্গে সময় কাটাবেন । সব মিলিয়ে একটি প্রগতিশীল দিন । যদিও মনে হচ্ছে যে আজ আপনার উদ্যমে একটু ভাটা পড়তে পারে । কোনওরকম বিতর্কে না জড়ানোই ভালো ৷ কেননা আজকের দিনটি আপনার অনুকূলে না থাকায় আপনি হয়ত তর্কে জিততে পারবেন না ।
কর্কট: নতুন প্রকল্প বা জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য আজ খুবই ভালো দিন । আজকে সারাদিন কাজের জন্য আপনি এত ব্যস্ত থাকবেন যে আপনি হয়ত প্রেমের জন্য সময়ই বার করতে পারবেন না । দিনের দ্বিতীয়ার্ধে আপনাকে নিস্ফল কাজের জন্য শক্তি খরচ না করে প্রাথমিক লক্ষ্য পূরণের দিকে মনোনিবেশ করতে বলা হচ্ছে । অতীতে যদি আপনি কাউকে আর্থিকভাবে সাহায্য করে থাকেন, তাহলে সেই ব্যক্তি আজ এগিয়ে এসে আপনাকে সাহায্য করবেন ।
সিংহ: আজ আপনার অনেক বৈষম্য ও অসমতা মেনে নেওয়ার ক্ষমতা থাকবে । তার ফলে দিনের পরের দিকে সীমাহীন সাহায্য ও বিষ্ময়কর জিনিসের জন্য প্রস্তুত থাকুন । প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার থেকে অনেক শান্ত কথা আশা করবেন ৷ এমনকী আপনি যদি তার সব প্রত্যাশা পূরণও করেন, আর্থিক দিক থেকে দিনের প্রথমার্ধ গড়পড়তা । আজ আপনি সম্ভবত কিছু মিটিং ও আলোচনায় অংশ নেবেন ।
কন্যা: সমস্যা আসতে চলেছে ৷ আপনাকে সেই আসন্ন অন্ধকারাচ্ছন্ন সময় নিয়ে সতর্ক থাকতে হবে । বাকি ও জমে থাকা কাজ শেষ করার জন্য পরিশ্রম করুন । আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে অতিগোপন কোনও কথা ভাগ করে নেবেন । এছাড়াও আপনি হয়ত স্বাস্থ্য সচেতন থাকবেন ও খাদ্যাভ্যাসের ওপর নিয়ন্ত্রণ রাখবেন । দিনের দ্বিতীয় ভাগে সাংসারিক দায়িত্ব নিয়ে আপনি এতটাই ব্যস্ত থাকবেন যে আর্থিক বিষয়ে চিন্তা করার সময় পাবেন না ।