পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 17th Jan: মঙ্গলের ঊষা লগ্নে, কাজ শুরুর আগে জেনে নিন শুভক্ষণ - ETV Bharat Horoscope for 17th January

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 17th Jan) ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Jan 17, 2023, 12:02 AM IST

মেষ

মেষ: অতীতে আপনার জীবনসঙ্গীর সঙ্গে হওয়া কোনও সমস্যার সমাধান করতে হতে পারে । আপনার প্রিয়জনের সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করুন যাতে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ না থাকে । সমস্যা সমাধানের মানসিকতা, আপনার সম্পর্কে মাধুর্যতা ধরে রাখবে । আপনি হয়ত উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ করতে ও সম্পত্তি নিয়ে বিবাদ মেটাতে সক্ষম হবেন । পেশাদারি জীবনে, আপনার মেজাজের ওঠানামা সমস্যা তৈরি করতে পারে । দিনের দ্বিতীয়ার্ধ অফিসের রুটিন কাজের মধ্যেও ঢিমেতালে কাটতে পারে । সুযোগ পেলে নতুন কাজের দায়িত্ব নিতেই পারেন ৷

বৃষ

বৃষ: আপনার ও জীবনসঙ্গীর মধ্যে বোঝাপড়া আরও ভালো হয়ে ওঠার কারণে প্রেম জীবন আনন্দে ভরে উঠবে । একসঙ্গে ভালো সময় কাটাতে চাইবেন ৷ আজ চাপমুক্ত প্রেমের জীবন আপনার জন্য অপেক্ষা করছে । বাস্তববাদী মানসিকতা আপনার আর্থিক অবস্থার উন্নতিতেও সাহায্য করবে ৷ আপনি হয়ত শুধুমাত্র জরুরি জিনিসের জন্য অর্থ খরচ করতে চাইবেন ৷ কাজের জায়গায় আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিনটিকে অসাধারণ করে তুলবে । আপনি যে আপনার সংস্থার একজন মূল্যবান সম্পদ, সঠিক বিচার বিবেচনা করে কাজ করেন তা সকলের সামনে তুলে ধরবেন ৷

মিথুন

মিথুন: ভালোবাসা ও রোম্যন্সের জন্য একটি উপযুক্ত দিন । আপনার প্রেয়সীর সঙ্গে আপনার সম্পর্ক অসাধারণ হতে পারে । আপনার কাছের বন্ধুদের সান্নিধ্যে আনন্দময় সন্ধ্যা কাটাতে পারবেন । আর্থিক দিক থেকে গ্রহনক্ষত্র আপনার অনুকূলে নাও থাকতে পারে ৷ কাজেই ফাটকা জাতীয় কার্যকলাপ জড়িয়ে পড়বেন না । আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিতেই তৃপ্ত থাকতে শিখুন । কাজের জায়গায় আপনার যোগাযোগের ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । আপনি মিটিং ও আলোচনাসভা নিয়ে প্রবল ব্যস্ত থাকবেন । আপনার পেশাদারী মনোভাব প্রশংসিত হবে ।

কর্কট

কর্কট: প্রেম জীবনে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে । প্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখেতে নতুন কিছু করুন । দিনের পরের দিকে ফাটকা জাতীয় কাজকর্ম করলে তা ফলপ্রসূ হতে পারে । সংক্ষেপে বললে, আর্থিক দিক থেকেও আপনার ভালো যেতে পারে । কর্মক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না । এই সময়ে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সম্মুখীন হবেন, সেগুলি লিখে রাখতে ভুলবেন না । দিনটি ইতিবাচকভাবেই শেষ হবে ।

সিংহ

সিংহ: আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক রাখতে আপনার মেজাজ ঠান্ডা রাখতে হবে । যদিও আপনি তাঁদের মানসিক সমর্থন পাবেন । অবিবাহিত ব্যক্তিরা তাঁদের সম্পর্কগুলিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন । মুক্তহস্তে খরচ করা বন্ধ করার ফলে আপনি হয়ত ব্যয়ের ওপরে লাগাম টানতে পারবেন । কর্মক্ষেত্রে মাথার কথা শুনে চালানোর সময় এটা নয় ৷ আগ্রাসী মনোভাব এড়িয়ে চলুন, কেননা মেজাজ হারানো বিষয়বস্তুকে শুধুমাত্র আরও খারাপ করে দিতে পারে । মাথা ঠান্ডা রাখুন, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ।

কন্যা

কন্যা: কোনও সামাজিক জমায়েত আপনার সন্ধ্যাকে অপরিসীম খুশি ও আনন্দে ভরিয়ে তুলতে পারে । পুরনো কোনও বন্ধুর আকস্মিক ফোনকল আপনার মনকে স্মৃতিমেদুর করে তুলতে পারে । আপনার প্রিয়জনের সঙ্গে কিছু মজার মুহূর্ত কাটাতে পারেন । গভীর চিন্তাভাবনা করে কোনও বিষয়কে জটিল করে তোলার পরিবর্তে আজ আপনি সবকিছু সহজ করে তুলতে চাইবেন । আজ কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না । কর্মক্ষেত্রে মসৃণ অগ্রগতির ইঙ্গিত আছে । সঠিক তদারকির মাধ্যমে ছোট লেনদেন থেকেও বিশাল লাভ পাওয়া যেতে পারে । কাজের জায়গায় মানসিক চাপ জাতীয় কিছু চ্যালেঞ্জ সামলাতে হতে পারে ।

তুলা

তুলা: সম্পর্কের প্রতি আপনার অঙ্গীকারের কারণে আপনি সেই বিশেষ ব্যক্তির কাছে হৃদয় উজাড় করে দিতে চাইবেন । কোনও মূল্যবান উপহার দিয়ে আপনি হয়ত আপনার প্রিয়জনকে আপনার আনুগত্যের আশ্বাস দিতে পারেন । আর্থিক ক্ষেত্রে, আপনি সম্ভবত আপনার ব্যক্তিগত প্রয়োজন ও দরকারের দিকে বেশি মনোযোগ দেবেন । যদিও আপনি ব্যয়ের সীমার মধ্যে থেকেই খরচ করবেন । কাজের ক্ষেত্রে আপনি দ্বিধায় ভুগতে পারেন, কেননা আপনার সামনে অনেকগুলি বিকল্প খোলা থাকবে ।

বৃশ্চিক

বৃশ্চিক: ব্যক্তিগত ও পেশাদারী জীবনের মধ্যে ভারসাম্য নিয়ে আসা সবথেকে গুরুত্বপূর্ণ । জটিল পরিস্থিতি আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে ৷ কিন্তু আপনার প্রিয়জন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে । আর্থিক দিকে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হতে পারে ৷ ব্যর্থতা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যেতে হবে । অত্যধিক চিন্তা করলে কাঙ্খিত ফলের উলটো ফল পাবেন । কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সামলানোর সময় আপনাকে সতর্ক থাকতে হতে পারে । নিরাপদে থাকার জন্য ও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন ।

ধনু

ধনু: বিভিন্ন জায়গায় আপনার প্রেয়সীর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে ৷ কাজেই প্রেম জীবন সঠিকভাবে চলছে বলে মনে হবে । আপনার প্রণয়ীর সঙ্গে আরও দৃঢ় সংযোগ প্রতিষ্ঠিত হবে । আর্থিক ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে । আপনার বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি গ্রহনক্ষত্রও আপনার অনুকূলে থাকবে, যার ফলে আপনার কিছু লাভ হতে পারে । পেশাদারী জীবনেও অনুরূপ আশা রাখুন ৷ সহকর্মীদের সঙ্গে আনন্দ উপভোগ করার সময় পাবেন । সুযোগের হাতছানি আসতে পারে, কাজেই সজাগ থাকুন ।

মকর

মকর: প্রবল কর্মব্যস্ততার কারণে আপনার পরিবার বঞ্চিত বোধ করতে পারেন । অতি অবশ্যই কাজের মধ্যে থেকে সময় বার করুন ৷ যাতে পরিবার ও প্রণয়ীর সঙ্গে ভালো সময় কাটাতে পারেন । আর্থিক ক্ষেত্রে আপনি হয়ত ব্যবসার কাজ বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে চাইবেন । যদিও নিশ্চিত করুন যে মাত্রাতিরিক্ত খরচ করছেন না । ব্যক্তিগত জীবনের বদলে পেশাগত জীবনের দিকে মনো্যোগ দিন । যাই হোক, আপনি খুবই দক্ষতার সঙ্গে আপনার দৈনন্দিন কার্যকলাপগুলির পরিকল্পনা করবেন । নতুন কোনও প্রকল্প শুরু আপনার জন্য ভালো হতে পারে ।

কুম্ভ

কুম্ভ: আপনি হয়ত একা সময় কাটাবেন ৷ কাজেই প্রেম জীবন একঘেয়ে ও নীরস হয়ে উঠবে । আপনার সঙ্গীর মেজাজ ভালো নাও থাকতে পারে ৷ কাজেই এই দূরত্ব যাতে বর্তমান সম্পর্কে প্রভাব না ফেলে তা নিশ্চিত করুন । আপনার ইতিবাচক মনোভাব ও কৌশলগত দক্ষতা আর্থিক ক্ষেত্রে আপনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে । অফিসে প্রচুর কাজের চাপে আপনার শক্তি হয়ত নিঃশেষিত হয়ে যাবে । ক্লান্তির কারণে অফিসের নিয়মিত কাজ করার ক্ষমতা থাকবে না, তাই আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাইবেন । আজ হয়ত সেই সুযোগ পাবেন না ।

মীন

মীন: রোম্যান্টিক দিক থেকে আপনি হয়ত আনন্দের সর্ব্বোচ্চ শিখরে থাকবেন । প্রিয়জনের সঙ্গে কিছু আনন্দময় মুহূর্ত আপনার মেজাজ পালটে দেবে । একটি আনন্দঘন ও মধুর সম্পর্ক মুকুলিত হতে পারে । আর্থিকভাবে, কিছু বিদেশি যোগাযোগ আপনার আর্থিক অবস্থার উন্নতির সহায়ক প্রমাণিত হতে পারে । আপনার লাভ বাড়ানোর জন্য দিনের অন্য ভাগটিকে কাজে লাগান । কর্মজীবনে আপনি হয়ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন । আপনার অবস্থান উপভোগ করুন ও আপনার কাজকে ভালোবাসুন । অনিশ্চয়তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাস্তবাদী দৃষ্টিভঙ্গি অবলম্বন করলে সাহায্য হবে ।

ABOUT THE AUTHOR

...view details