পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horoscope for 16 th july: কেমন কাটবে আজ, জানতে দেখুন রাশিফল - Etv Bharat Horoscope for 16th July

দীর্ঘদিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করবেন কেউ ৷ আবার আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে অনেকে হিমসিম খাবেন ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 16th July ) ৷

Horoscope for 16 th july
রাশিফল

By

Published : Jul 16, 2022, 12:02 AM IST

মেষ

মেষ : আজ সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাইবেন । কোয়ালিটি টাইম কাটানো দীর্ঘস্থায়ী সম্পর্ককে নিশ্চিত করে । উপার্জন বৃদ্ধি পেতে পারে । আর্থিক সমস্যা কেটে যাওয়ায় অর্থাগমের সম্ভাবনা আছে আজ । পেশাগত ক্ষেত্রে আপনার যেমন অন্যদের সাহায্য করতে চাইবেন ৷

বৃষ

বৃষ : আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করতে পারেন আজ । কাজের ক্ষেত্রে আপনি উপার্জন বৃদ্ধির দিকে মন দিন । টাকা পয়সার দিক থেকে অন্যের বদলে নিজের উপর নির্ভরশীল হওয়াই ভালো ৷ পেশাগত ক্ষেত্রেও আপনাকে হয়ত অনেক মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হতে পারে । খুব বেশি ডিজিটিল মাধ্যম ব্যবহারের ফলে সহজে ও দ্রুতভাবে যোগাযোগের ব্যাপারটি নিশ্চিত হতে পারে । যদিও আপনার নিজের জন্য বিশ্রামের সময় পাওয়া কঠিন হয়ে যেতে পারে।

মিথুন

মিথুন : আজ আপনি আপনার প্রিয়তমের মানসিক সমর্থন পাবেন । প্রেম জীবন ঘটনাবহুল হওয়ার সম্ভাবনা ৷ সৃজনশীল ও রোম্যান্টিক কার্যকলাপ আপনার মেজাজ প্রফুল্ল করে তুলতে পারে । আজ আরও বেশি অর্থাগমের সম্ভাবনা আছে। অফিসে আপনি আপনার সহকর্মীদের সাহায্য নিয়ে কঠিন কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন । কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে । অফিসে কর্মব্যস্ত দিন কাটানোর কারণে আপনি সন্ধ্যাবেলার দিকে পরিশ্রান্ত হয়ে পড়বেন।

কর্কট

কর্কট : আপনার সঙ্গী আজ হয়ত আপনাকে উপেক্ষা করবেন ৷ তাই আবেগকে নিয়ন্ত্রণে রাখুন । আর্থিক ক্ষেত্রে আপনার কাছের লোকজন, বিশেষত আপনার ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গী সাহায্যের জন্য এগিয়ে আসবে। পেশাগত দিকে প্রয়োজনীয় কাজকর্ম বিলম্ব হতে পারে ৷ কাজেই আজকের দিনে কোনও কাজের পরিকল্পনা করবেন না । আপনার ক্ষমতা ও সীমা অনুযায়ী কাজ হাতে নিন ৷ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন।

সিংহ

সিংহ : আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেওয়ার সময়। এর ফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে । অন্যদের সঙ্গে মানিয়ে নেওযার চেষ্টা করুন । কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন । পরচর্চায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ৷ কাজে মনোযোগ দিলে আরও ভালো ফল পাবেন ৷

কন্যা

কন্যা : আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু উপভোগ্য মুহূর্তে কাটাবেন । আপনার কাজের প্রতি দায়িত্বজ্ঞান প্রশংসা পাবে। হিসাব করে অর্থ খরচ করুন । এর ফলে আপনার সঞ্চয়ও হবে ৷ কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে । আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ তবে তাড়াহুড়ো করবেন না । কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে ।

তুলা

তুলা : আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন। আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন ৷ আপনার সৃজনশীল ক্ষমতা সামনে বেরিয়ে আসবে। যে সকল ব্যক্তিরা শেয়ার বাজার বা সম্পত্তি নিয়ে লেনদেন করেন তাঁরা আবার বিনিয়োগ করতে পারেন ৷ ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ৷ গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনি সহকর্মীদের মতামতগুলি বিবেচনা করবেন।

বৃশ্চিক

বৃশ্চিক : আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন । আপনার মন খারাপ হলে প্রিয়জনের সঙ্গে আরওল বেশি করে সময় কাটান । আর্থিক ভবিষ্যত সুনিশ্চিত করুন । জীবন থেকে সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে । আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে ব্যবহার করুন । গভীর চিন্তা থেকে বিরত থাকুন ৷ নাহলে আপনার কাজে তার প্রভাব পড়বে ।

ধনু

ধনু : প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজ ভাগ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে । প্রিয়তম মানুষটিকে খুশি করতে আপনার মাথায় বেশ কিছু রোম্যান্টিক চিন্তা-ভাবনা আসতে পারে। স্বল্প দূরত্বের ভ্রমণেরও সম্ভাবনা আছে । কর্মক্ষেত্রে হাল না ছাড়ার মনোভাব আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। ভালোভাবে প্রোজেক্ট শেষ করার জন্য আপনি ঊর্ধ্বতনদের কর্তৃপক্ষের কাছে প্রশংসিত হবেন । হাসিখুশি স্বভাবের জন্য ভবিষ্যতে আপনার আরও দায়িত্ব পেতে সুবিধা হতে পারে।

মকর

মকর : আজকের দিনে আবেগজনিত জটিলতা সামলানো কঠিন হয়ে উঠতে পারে ৷ মৃদুভাষী হওয়া ও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন । যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান থাকবে। অর্থ আপনার জীবনের বেশিটাই নির্ধারণ করে ৷ অর্থের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে । আর্থিক ক্ষেত্রে যেহেতু নক্ষত্র আপনার সহায় থাকবে ৷ এই সময় কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলুন । আপনার যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে। আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি যে বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন।

কুম্ভ

কুম্ভ : আজ সারাদিন আপনি আনন্দে থাকবেন ৷ যা কিনা আপনার প্রেমের জীবনকে আকর্ষণীয় করে তুলবে। টাকাপয়সা সঞ্চয়ের জন্য আপনি আর্থিক পরিকল্পনার করা শুরু করুন ৷ অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা ও আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন। পেশাগত দিকে নতুন কাজ শুরু করার জন্য আজ ভালো দিন। আপনার প্রতিভা, চিন্তাভাবনা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি পরিচালনা জাতীয় কাজগুলি সাফল্যের সঙ্গে সামলাতে পারবেন। সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।

মীন

মীন : আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে। মনের কথা খুলে বললে বিষয়গুলি সমাধান হয়ে যেতে পারে। আগামী দিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন ৷ কাজেই আর্থিক বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন। কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের পেছনে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হবে। কাজে মনোনিবেশ করুন কেননা ভুল করার সম্ভাবনা আছে । যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার জন্য আজ ভালো দিন।

ABOUT THE AUTHOR

...view details