পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 15th August কেমন কাটবে স্বাধীনতা দিবস, জানুন রাশিফলে - Etv Bharat Horoscope for 15th August

প্রতিটি নতুন দিন নতুন পাঠ শেখায় ৷ আগের দিনের ভুল শুধরে নিয়ে নতুন করে গড়ে তোলার সুযোগ দেয় ৷ এই সুযোগ ও সাফল্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 15th August) ৷

Etv Bharat Horoscope
রাশিফল

By

Published : Aug 15, 2022, 12:02 AM IST

মেষ

মেষ: প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির কারণে আপনি চিন্তিত থাকবেন । যাই হোক না কেন, এটা একটা সাময়িক ব্যাপার ৷ তাই এটাকে মনের মধ্যে বেশি জায়গা দেবেন না। যদি কোনও সমস্যা তৈরি হয় তবে সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন । আজ কাজের জায়গায় আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন । ফেলে রাখা কাজ খুব বিরক্তিকর হলেও আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে সময়ে কাজ নেওয়ার জন্য চাপ দেবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আজ খুব বেশি প্রত্যাশা না করাই ভালো ৷

বৃষ

বৃষ: একটা আত্মত্যাগমূলক আচরণ আপনাকে অবশ্যই সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে । আজ ভালোমন্দ মিশিয়ে কাটবে । আপনি নিজের প্রেম সম্পর্কে আধিপত্যপ্রবণ হবেন। কর্মক্ষেত্রে, দিনের প্রথমভাগে আপনি কাজের ফলাফল পেতে চাইবেন কোনও প্রচেষ্টা না করেই। আজ আপনি ভাগ্যনির্ভর হবেন। আজ আপনার বেশি পরিশ্রমের কাজ করতে ইচ্ছে করবে না এবং আপনি সেটা খোলাখুলি বলবেন।

মিথুন

মিথুন: প্রেমের জন্য আদর্শ সময় ৷ আপনার প্রিয় মানুষের সঙ্গে একটি মনোরম ভ্রমণ উপভোগ করতে পারেন। একটি আনন্দময় সন্ধ্যা আপনার সম্পর্ককে উজ্জীবিত করে তুলতে পারে । টাকাপয়সা লেনদেনও চিন্তার কারণ হতে পারে । দ্বিধাগ্রস্ত না হয়ে কাজের ব্যাপারে একজন শুভানুধ্যায়ীর পরামর্শ নিন । পেশাদারদের আত্মবিশ্বাসের মাত্রা কম হতে পারে । দিনের শুরুর দিকে সিদ্ধান্তহীনতা আপনাকে গ্রাস করতে পারে । যদিও, দিনের দ্বিতীয় ভাগে তা দূর হয়ে যেতে পারে ৷ কারণ আপনি নিজের উপর আস্থা রাখতে পারেন ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

কর্কট

কর্কট: সঙ্গীর সঙ্গে কোয়ালিটি সময় কাটালে সম্পর্ক ঘনিষ্ট হতে পারে। আপনি রান্নাবান্না ও নানারকম মজাদার রোম্যান্টিক কার্যকলাপে অংশ নিতে পারেন ৷ যা আপনার প্রিয়তমের প্রতি আপনার প্রেম ফিরিয়ে আনতে পারে। টাকাপয়সার দিক থেকে দিনটি বেশ সহায়ক হতে পারে । আপনি যে কাজেই ভাগ্য পরীক্ষা করতে যাবেন, সেখানেই কিছু লাভ করতে পারেন । কর্মক্ষেত্রে, আপনি নিজের সৃজনশীল চিন্তা-ভাবনা প্রয়োগ করার ভালো সময় ৷ একজন ভালো শ্রোতা হলে, সুষ্ঠু কাজের গতি বজায় রাখতে সাহায্য করবে ।

সিংহ

সিংহ:অবিবাহিতদের জন্য প্রেম-ভালবাসার ক্ষেত্রে এটি ভালো দিন নাও হতে পারে । তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বাড়তি প্রচেষ্টা থেকে বিরত থাকুন। তবে, বিবাহিত দম্পতিরা পুনরায় নিজেদের প্রেম জাগিয়ে তুলতে কিছু রোম্যান্টিক চিন্তা-ভাবনা করতে পারেন। শেয়ার বাজার থেকে লাভ হতে পারে ৷ আর্থিক দিক ঠিক থাকবে । পারিবারিক সম্পত্তিতে ভালো দাম পাওয়া যেতে পারে । কর্মক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তিদের সঙ্গে কথোপকথন আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করতে পারে। অসম্পূর্ণ প্রোজেক্টগুলি শেষ করতে নিজের সৃজনশীলতা কাজে লাগান।

কন্যা

কন্যা: আপনি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন । সঙ্গীর সঙ্গে রোমাঞ্চকর আনন্দের মুহূর্ত কাটাতে নতুন নতুন জায়গা ঘুরে দেখতে পারেন। অংশীদারি ব্যবসা করেন যাঁরা, তাঁদের জন্য খুব ভালো সময় আসতে পারে। কিন্তু জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অংশীদারকে যাতে দূরে সরিয়ে না দেন সে ব্যাপারে নিশ্চিত হোন । পারিবারিক ক্ষেত্রে, আজ ব্যস্তার মধ্যেই কাটবে ৷ তবে, কর্মজীবনে কোনও রকম সমস্যা আসার সম্ভাবনা নেই। আজ আপনি একজন ভালো শ্রোতা হয়ে উঠুন, কারণ আপনাকে হয়ত অন্যদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে একমত হতে হবে।

তুলা

তুলা: রোম্যান্টিক প্রকৃতির জন্য আপনি ও আপনার সঙ্গী একে অপরের আরও কাছে আসতে পারেন । আপনারা কিছু মিষ্টি-মধুর মুহূর্ত কাটাবেন আজ ৷ আর্থিক ক্ষেত্রে, কিছু অসামঞ্জস্য আপনাকে চিন্তায় ফেলতে পারে । সুতরাং, গুরুত্ব অনুসারে পরিকল্পনা করছেন কিনা খেয়াল রাখুন ৷ সেই অনুযায়ি খরচ করুন। কর্মক্ষেত্রে, আপনার সামনে অসাধারণ কিছু সুযোগ আসতে পারে যা আপনার নতুন নতুন দক্ষতা তুলে ধরতে সাহায্য করতে পারে । নিজের যথার্থ যোগ্যতা কাজে লাগাতে আপনি উৎসাহে পরিপূর্ণ হয়ে উঠতে পারেন ।

বৃশ্চিক

বৃশ্চিক: প্রেম জীবনে আপনার আধিপত্যপ্রবণ স্বভাব আপনাকে আজ সমস্যায় ফেলতে পারে । নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে ৷ ধৈর্য ধরতে হবে। যে নতুন প্রোজেক্টগুলো নিয়ে আপনি এখন কাজ করছেন সেগুলির জন্য সাফল্যও পেতে পারে। কর্মক্ষেত্রে আকর্ষণীয় দিন আজ ৷ সমস্ত কাজেই নিজের সৃজনশীলতার পরিচয় দেবেন। মিটিংয়ে সবার সঙ্গে সময় উপভোগ করতে হবে। নিজের উপস্থাপনার কাজে আপনি আত্মবিশ্বাসী থাকবেন।

ধনু

ধনু: আপনার প্রেমাস্পদর সঙ্গে সুন্দর মূহূর্ত কাটানো আজ আপনার জীবনের মূল লক্ষ্য হবে। সম্পর্কের ক্ষেত্র মজবুত হবে যদি আপনি সঙ্গীকে বিশ্বাস করেন। আপনি আদ্যন্ত একজন পেশাদার মানুষ যিনি কখনই নিজের এবং কাজের মধ্যে কোনও কিছু আসতে দেন না । আজ, সাংসারিক দায়িত্ব পালনে আপনাকে মনোযোগ দিতে হবে। আপনাকে বাস্তব জীবনে যুক্তিবাদী হতে হবে । উদ্বিগ্ন হয়ে কোনও কাজ না করাই ভালো।

মকর

মকর: আপনার প্রেমাস্পদর সঙ্গে আজ আপনি নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা নিয়ে আলোচনা করবেন । স্থায়িত্ব, প্রতিশ্রুতি এবং বাস্তববোধ এই তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ প্যারামিটার যেটা এখনকার আপনার বর্তমান সম্পর্কে বিশেষভাবে বিচার করা উচিত। যে প্রোজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করেছেন তার প্রথম পর্যায়ের কাজ আজকে শেষ করতে পারেন । খুব দ্রুত দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে চাইবেন । সমস্ত পর্যায়গুলি একবার ভালো করে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । সবকিছু পুর্ণমূল্যায়ন করে নেওয়ার জন্য আজকের দিনটি আদর্শ ৷ এটি আপনাকে সামনের দিকে অগ্রসর হতে পথনির্ধারণ করবে।

কুম্ভ

কুম্ভ: বিপর্যস্ত হয়ে পড়বেন না যদি আজকের দিনটি আপনার অপয়া মনে হয়। আপনি সব কাজ একবারে করতে চাইবেন এবং চারপাশের পরিবেশ সুবিধাজনক মনে হবে আপনার । খুব অল্প সময়ের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে আপনাকে এই পরিবেশের মধ্যে। ভালো দিকটি হলো, আপনি এই সমস্ত চ্যালেঞ্জের কাজগুলো সফলভাবে শেষ করবেন। আপনার শারীরিক অবস্থা ঠিক থাকবে। কাজের সিংহভাগ যেগুলো আজ আপনি হাতে নিয়েছেন সেগুলিকে গোড়া থেকে ধরতে হবে।

মীন

মীন: আপনার সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগের ফলে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য রাখতে সুবিধা হতে পারে। আপনার ভীষণ রোম্যান্টিক ও কল্পনাপ্রবণ দিক আপনাকে নিজের ভাব প্রকাশে সাহায্য করতে পারে। আর্থিক বিষয়ে বন্ধুদের সাহায্য করে সুনাম অর্জন করার এটিই সেরা সময়। কিন্তু লোকে যাতে আপনাকে ঠকাতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখুন। পেশাগত ক্ষেত্রে আপনি নতুন নতুন চিন্তা-ভাবনা উদ্ভাবন করতে পারেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ফলে সেগুলি কাজে লাগানো থেকে বিরত থাকতে পারেন। তবে, এই দ্বিধা খুব তাড়াতাড়ি দূর হয়ে যেতে পারে।

ABOUT THE AUTHOR

...view details