মেষ : আজ আপনি স্বাধীনতার স্বাদ পাবেন ৷ আপনি আজ অন্য মেজাজে থাকবেন ৷ আপনি সেইসব কাজ করতে চাইবেন, যা আপনি ছোটবেলা করতে ভালোবাসেন। মনের মানুষের দেখা পেতে পারেন ৷ আপনি যদি ইতিমধ্যে কোনও এরকম সম্পর্কে থেকে থাকেন সেটিও আজ বেশ ভালো চলবে ৷ আজ আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিদের দেখা পাবেন ৷
বৃষ : আপনার চরিত্রের প্রতিযোগী দিকটি আজ একটু কম জায়গা পাবে ৷ কেননা আপনি বেশি আরাম ও স্বস্তির জীবনযাত্রার দিকে ঝুঁকবেন। ইঁদুর দৌড়ে খুবই ক্লান্ত হয়ে গিয়েছেন ৷ আপনি ভিড় এবং এক ঘেয়ে রুটিনের থেকে থেকে বেরতে চাইবেন । জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার আজ ভালো সময় । তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় ৷
মিথুন : ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালোভাবে ভাবনা-চিন্তা করা দরকার। সমস্যা সমাধান করতে নিজের পরিচিত মহলের পরিচিতি ব্যবহার করুন । আজকে আপনাকে নানা ধরনের মানুষদের সঙ্গে কথা বলতে হতে পারে। কাজের ক্ষেত্রে অন্যদের সঙ্গে কাজ করার সময় আপনার রসবোধের ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে।
কর্কট : আজকের দিনটি আপনার জন্য অনন্য এবং শুভ হবে। নতুন বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে। মাথার মধ্যে কোনও জটিলতাকে বেশি জায়গা দেবেন না । ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে যেকোনও রকম মতানৈক্য থেকে দূরে থাকতে হবে । কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যা তৈরি হতে পারে । আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।
সিংহ : আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন। আজ জটিল কাজে হাত দিলেও আপনি সপল হবেন ৷ আপনি অন্যদেরকে অনুপ্রাণিত করবেন আজ । সম্পর্কের ক্ষেত্রে জীবন উজ্জ্বল থাকবে। সুতরাং, কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের শুভ দিন।
কন্যা : প্রিয়তমের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন ৷ আপনার কাজের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস প্রকাশ পাবে ৷ যা ভালোবাসার মানুষ উপলব্ধি করতে পারবে ৷ আর্থিক ক্ষেত্রে আজকে আপনাকে কোনও বাস্তব পদক্ষেপ নেওয়ার বদলে কুশলী পরিকল্পনা করতে বলা হচ্ছে, কেননা নক্ষত্রের অবস্থান কাজের অনুকূলে নেই । আপনি হয়ত বাজারের পরিস্থিতি নিয়ে গবেষণাও করবেন । আজকে আপনি বিভিন্ন চিন্তায় মগ্ন থাকবেন ৷ পরিস্থিতি আপনাকে বাস্তববাদী করে তুলবে ৷