পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 13th April: নীলষষ্ঠীতে রাশি অনুয়ায়ী জেনে নিন কেমন কাটবে আজ

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Apr 13, 2023, 1:01 AM IST

মেষ

মেষ: আপনি প্রিয়তমের সঙ্গে অনেকটা ভালো সময় কাটাতে না পারলেও, যেটুকু সময় একসঙ্গে কাটাবেন তাই আপনাকে চনমনে করে তুলবে । সঙ্গীর জন্য চিন্তা হলেও, তা ক্ষণস্থায়ী । সব মিলিয়ে আজ আপনার ভাগ্য খুবই ভালো যাবে । উপার্জন বাড়ানোর নতুন রাস্তা আপনি খুঁজে বার করতে পারবেন । তার জন্য প্রয়োজনীয় তথ্য আপনি জোগাড় করতে পারবেন । নক্ষত্রেরা আপনাকে পেশার ক্ষেত্রে সমর্থন জোগাবে ।

বৃষ

বৃষ: ব্যক্তিগত জীবনে যা যা ঘটছে তা নিয়ে আপনি হয়ত খুশি থাকবেন না । মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আছে । ধৈর্য সহকারে সমস্যা নিয়ে আলোচনা করা ও অবিলম্বে তা মিটমাট করে ফেলা আদর্শ । আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন, সম্পর্কও মসৃণভাবে এগোবে । আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে । আজ আপনার মেজাজ লোকজনের কাছে রহস্যময় মনে হবে । যার কারণে অফিসে অযাচিত আলোচনা শুরু হবে ।

মিথুন

মিথুন: প্রেমের ক্ষেত্রে কোনওরকম সমস্যা নেই । আপনার পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে আপনি মসৃণ জীবন যাপন করবেন । যদিও দায়িত্ব নেওয়ার ব্যাপারটি আপনাকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে । দিনের প্রথম ভাগে আর্থিক বিষয়গুলি গড়পড়তা চলবে । আর্থিক ক্ষেত্রে কোনও না কোনও পতন ঘটবে ৷ ব্যবসায়িক অংশীদাররাও আর্থিক লেনদেনের দিকে সতর্ক নজর রাখুন । লোকজনের ঈর্ষা আপনার উদ্যমের ওপরে প্রভাব ফেলবে ।

কর্কট

কর্কট: আজ আপনি প্রবল উৎসাহী ও উদ্যমী থাকবেন । কাজের জায়গায় সাধারণ জ্ঞানের থেকে আবেগ বেশি গুরুত্ব পাবে । পরিস্থিত আরও ভালো হবে । আপনি যে ঋণ নিয়েছেন তা পরিশোধ করার কথা ভাবতে পারেন । ধীরে ধীরে আপনি আপনার রোজকার একঘেয়ে কাজ উপভোগ করতে শিখবেন । স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি গড়পড়তা যাবে । কিন্তু বাইরে কোথাও না খাওয়ার চেষ্টা করুন, কেননা হজমের সমস্যা হতে পারে । সামান্য গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ।

সিংহ

সিংহ: ব্যবসায়িক সফর করার জন্য এটি একটি শুভ সময় । ধর্মীয় ও শিক্ষার সাধনা যথেষ্ট পুরষ্কৃত হবে । দিনের পরের দিকে কিছু সমস্যা সমাধান করার জন্য আপনি মনোযোগ সঠিক দিকে চালনা করবেন । আজ আপনাকে প্রচুর মানসিক পরিশ্রম করতে হবে । এরকম সম্ভাবনা আছে যে আপনার প্রিয়তম কিছু ব্যাপারে আপনার সঙ্গে একমত হবেন না, কাজেই আপনাকে মানিয়ে নিতে হবে । সমঝোতাই খুশির মূল চাবিকাঠি ।

কন্যা

কন্যা: সহকর্মীদের সাহায্য করার ফলে আপনি প্রচুর সুনাম কুড়োবেন । ওপরওয়ালারা আপনার কাজে প্রচণ্ড খুশি হবেন । বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তা হবে । ভালোবাসার মানুষের সান্নিধ্য উপভোগ করুন । ব্যক্তিগত ক্ষেত্রে একটি শান্ত ও অসাধারণ দিন কাটবে । মোটের ওপর, আপনি কাজের ক্ষেত্রেও অনেক বেশি সুশৃঙ্খল ভাবে এগোবেন । যদিও অর্থ উপার্জনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে বারণ করা হচ্ছে । স্বাস্থ্যের ক্ষেত্রেও কোনও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না ।

তুলা

তুলা: আমরা সবাই সেই সব গল্পের মতো, যার শেষে একটা মোচড় আছে, তাই না ? ধৈর্য ধরে থাকুন, পেশার ক্ষেত্রে আপনি হয়ত সেরকমই একটি আঁকাবাঁকা রাস্তা ধরে চলেছেন । আপনার জন্য সবকিছুরই উত্তর হলো কঠোর পরিশ্রম । কিন্তু প্রত্যয় ও আত্মবিশ্বাসকেও কিছুটা জায়গা ছাড়ুন । আপনি সম্ভবত বন্ধুদের ও আপনার পছন্দের মানুষের সান্নিধ্যে আজ দিনটি শেষ করবেন ।

বৃশ্চিক

বৃশ্চিক: পেশার দিক থেকে যেসব ধাঁধাঁগুলি আপনাকে এতদিন বিপদে ফেলছিল, সেগুলির উত্তর পাবেন । পেশা নিয়ে আপনার যে বিভ্রান্তি, তা নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করুন ৷ সাহায্য করতে পারলে তিনি খুশিই হবেন । আপনাকে মনখোলা ও নমনীয় হতে হবে । আপনি যে শুধু উদ্বেগ কাটিয়ে উঠতে পারবেন তাই নয়, আপনার রোম্যান্টিক সম্পর্কও মজবুত হবে । স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালোই। কর্মক্ষেত্রে যদিও আপনাকে কিছু ওঠানামার সম্মুখীন হতে হবে ।

ধনু

ধনু: আপনি আজ সুখের সাগরে ভাসবেন ঠিক যেন বাতাসে প্রেম ভেসে বেড়াচ্ছে । আপনি আপনার প্রিয়তমর সঙ্গে একটি দারুণ সান্ধ্যসময় অতিবাহিত করবেন । দিনের শুরুতে, অপ্রয়োজনীয়ভাবে আপনি টাকা ওড়াবেন উত্তেজনার বশবর্তী হয়ে । আপনি এমন কিছু কিনতে মনস্থ করবেন যেটা আপনার মনে হচ্ছে পরে আর পাওয়া যাবে না । আজ আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবেন । আপনার আত্মবিশ্বাসের মাত্রা থাকবে উচ্চপর্যায়ে ।

মকর

মকর: দিনের শুরুতে আপনি এমন কিছু জিনিস কেনার জন্য টাকা খরচ করবেন যেটার সম্পর্কে আপনি ভেবেছিলেন বিনা পয়সাতেই হয়ে যাবে । কিন্তু আপনি পরে উপলব্ধি করবেন যে বিষয়টা যতটা সহজ ভাবে ভেবেছিলেন ততটাও সহজ নয় । দিনের শুরুর সময়টা দ্বিতীয় ভাগের তুলনায় অতটা ভালো হবে না । দিনের দ্বিতীয়ার্দ্ধ থেকে অনেক ভালো ফলাফল পাবেন ।

কুম্ভ

কুম্ভ: আপনার অতি ব্যস্ত প্রাত্যহিক কর্মপ্রক্রিয়ার কারণে আপনার প্রিয় কাছের মানুষটি একাকী অনুভব করবে । যাইহোক, যেহেতু আপনারা দু’জনেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরস্পরের অংশীদার হয়ে থাকেন, তাই আপনি আপনার ভালোবাসার মানুষকে সেটা বোঝাতে সক্ষম হবেন । যেটি স্মরণীয়ভাবে উল্লেখযোগ্য হবে, তা হলো আপনি দিনের শুরুতে নানাবিধ কাজকর্ম করার উদ্যম পাবেন, কিন্তু দিনের মাঝামাঝি সময়ে এসে আপনার উদ্যমে ভাটা পড়তে পারে । এইভাবে, আপনার পক্ষে সবথেকে ভালো হবে, যদি আপনি ব্যায়াম প্রভৃতির মাধ্যমে নিজের শারীরিক সক্ষমতা বজায় রাখেন ৷

মীন

মীন: আপনার অর্থনৈতিক পরিস্থিতির বিচারে, আপনি আজ কয়েক কোটি টাকা উপার্জন করতে পারবেন । সব ধরণের অর্থনৈতিক সাফল্যেই যে আপনি উল্লসিত হবেন এমন নয় কারণ, আপনার নিকট এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানসিক শান্তি, সৃষ্টিশীল কাজ এবং উন্নতি । আপনার উদ্যম এবং উৎসাহ কাজে লাগিয়ে, আপনি আপনার কর্মভার লাঘব করতে পারবেন । আপনি আপনার কাজের গুণগত মানোন্নয়নের ক্ষেত্রেও সচেষ্ট হবেন । আপনার কাজের মূল্যায়ন করে আপনাকে প্রচুর সমাদর করা হবে, যাতে আপনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত বোধ করবেন ।

ABOUT THE AUTHOR

...view details