পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 10th June: শনিবারের বারবেলাতে শুভযোগ কোন রাশির, জানুন রাশিফলে - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Jun 10, 2023, 6:20 AM IST

মেষ

মেষ: আজ আপনি গভীর মহাজাগতিক সংযোগ অনুভব করবেন । আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকবে আপনার উপর । আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের প্রতি আপনার ভালোবাসা আজ আরও গভীর হবে ৷ তাদের জন্য আপনি প্রচুর অর্থ খরচ করবেন । স্বাস্থ্য ভালো থাকার কারণে, সবমিলিয়ে আপনি আজকের দিনটি উপভোগ করতে পারবেন । যদি কোনও পুরোনো ঋণ থেকে থাকে, তাহলে তা পরিশোধ করার জন্য আজ সঠিক দিন । কোনও বন্ধুকে আর্থিক ভাবে সাহায্য করার জন্য আজকের দিনটি ভালো ।

বৃষ

বৃষ: দিনের বেশিরভাগ সময়টাই, উদ্বেগের কারণে আপনার স্নায়ু বিহ্বল থাকবে। কর্মক্ষেত্রে, দিনের পরের দিকে, আপনি সাফল্য পাবেন । আপনার প্রয়াস, বিশাল লাভের মাধ্যমে বৈধতা পাবে । আপনাকে পেশাগত ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে শিখতে হবে ৷ কেননা আপনার সঙ্গীর সময় ও মনোযোগ প্রয়োজন হবে । আজ আপনি উৎকর্ষতার দিকে ছুটবেন ।

মিথুন

মিথুন: আজ আপনি ধর্মীয় পাঠ ও আচার অনুষ্ঠানের দিকে ঝুঁকবেন । আপনি সম্ভবত কোনও ধর্মীয় স্থানে যাবেন ৷ সেখানে কিছুটা সময় কাটাবেন ৷ এরফলে আপনি মানসিক শান্তি পাবেন । কিন্তু, তাও আপনাকে আপনার দায়িত্বগুলি পালন করতে হবে । আপনার প্রিয়তমের সঙ্গে কাটানো সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে । আজ দিনটিতে আপনি পেশাগত কারণে খুবই ব্যস্ত থাকবেন । নানা সময়ে, বিভিন্ন মিটিং ও লেনদেনের জন্য, আপনাকে সমানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে ।

কর্কট

কর্কট: আজ আপনি যে কাজে হাত দেবেন, তাতেই মনপ্রাণ ঢেলে দেবেন । কিন্তু হয়তো অবিলম্বে ফল পাবেন না । কিন্তু সেই কারণে হতাশ বা উদ্বিগ্ন বোধ করার কোনও কারণ নেই । আজ না হোক কাল, এর যোগ্য পুরস্কার অবশ্যই পাবেন । আজ একটি মনোরম দিন, কাজেই-এর সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । দিনের কোনও একটি সময়ে, আপনার চাকরি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন । কিন্তু খুব দ্রুতই সেই অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারবেন ।

সিংহ

সিংহ: আজ সারদিনই কিছু না কিছু ঘটবে । কর্মব্যস্ত সকাল এবং আরও উদ্বেল সন্ধ্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে । কাজেই, অবসর আজ আপনার কাছে বিলাসিতা । ধৈর্য্য ধরে সবকিছু সামলানো দরকার ৷ আপনাকে এটা মেনে নিতে হবে যে, একের থেকে দুই ভালো ।

কন্যা

কন্যা: জীবনকে আরও ভালোভাবে বোঝার জন্য জীবনের সফরে আকস্মিক মোড় আসা খুবই গুরুত্বপূর্ণ । আজ সারাদিন ধরে উৎকর্ষতার গুঞ্জনধ্বনি শুনতে পাবেন । আজ সবথেকে বেশি প্রাধান্য পাবে আর্থিক বিষয় ৷ আজ দিনটি, স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণ ইতিবাচক বা নেতিবাচক কোনটাই নয় । আজ দিনটি আপনাকে কাজ করতে অনুপ্রাণিত করবে । কর্মক্ষেত্রে গবেষণা এবং উন্নয়ন আপনার মনোযোগ আকর্ষণ করবে । একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে ভালো ফল পাবেন ।

তুলা

তুলা: ভালো খবর! আজ আপনি বহির্মুখী মেজাজে থাকবেন । নিকট বন্ধু, আত্মীয়, পরিবার, আজ আপনি সবার সঙ্গে সময় কাটাতে চাইবেন । ভালো খবর? আপনার রোম্যান্টিক উতকর্ষতা আজ উচ্চতার শিখরে থাকবে ৷ কেননা কল্পনাশক্তি আজ ডানা পাবে ও সৃজনশীলতা অপ্রতিরোধ্য হবে । সব মিলিয়ে, আপনার জন্য ইতিবাচক ও ফলদায়ক দিন । বুদ্ধিমানের মতো টাকা বাজারে ঘোরানোর জন্য আজ খুবই ভালো দিন ।

বৃশ্চিক

বৃশ্চিক: আজ দুটি জিনিস আপনার পরিচয় দেবে ৷ বাকপটুতা এবং কমনীয়তা । মধুর বাক্য ও প্রশংসা হয়তো আপনাকে অনেকটা রাস্তা চলতে সাহায্য করবে ৷ কিন্তু সেই কারণে আত্মতুষ্টিতে ভুগবেন না । কখনো কখনো, অন্য লোকে যা শুনতে চায় তা বলার থেকে, সঠিক কথা বললে অনেক বেশি উপকার হয় । পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর বাসনায় আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন । আপনার প্রিয়জনদের পাশে থাকতে আপনি খুবই পছন্দ করেন ।

ধনু

ধনু: কর্মক্ষেত্রে ভালো খবর প্রত্যাশা করুন ৷ বিশেষত মোটা মাইনে বা অফিসের জায়গা বৃদ্ধি সংক্রান্ত । হিসাবরক্ষক ও ফ্র্যাঞ্চাইজিদের আজ অনেক কাজ করতে হবে । আজ আপনি কাজ করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন । এর ফলে আপনার সময় ও শক্তি দুইই বাঁচবে । স্বাস্থ্যের দিক থেকে সব মিলিয়ে আজ একটি ভালো দিন । আজকে আপনি বেশ উৎপাদনশীল হবেন ।

মকর

মকর: আপনার সব পরিশ্রম এবং পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আপনি খুবই হতাশ বোধ করবেন । অন্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হবে ৷ কখনো কখনো এই মতানৈক্যগুলি উত্তপ্ত বিতর্কে পরিণত হতে পারে । আপনাকে প্রিয়তমের সঙ্গে মৃদুভাষী হতে হবে ৷ কিছু কিছু ক্ষেত্রে সমঝোতা করতে হতে পারে । আজ আবেগজনিত জটিলতা সামলানো আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে । আজকের দিনটি প্রবল উদ্যম এবং ব্যস্ত সময়সূচিতে ভরা থাকবে ।

কুম্ভ

কুম্ভ: আজ আপনার হাতে অনেক কাজ থাকবে এবং এই বিশৃঙ্খলা কী করে সামলাবেন তা আপনি বুঝতেই পারবেন না । আপনার দুটি সেরা গুণ, ধৈর্য এবং সাংগঠনিক দক্ষতা, আপনাকে এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে । কর্মক্ষেত্রে আপনি সফলভাবে কাজ গুছিয়ে নেবেন ৷ পরে সন্ধ্যাবেলা আনন্দ উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হবেন। আপনি নতুন কিছুতে ডুবে যেতে সক্ষম হবেন ।

মীন

মীন: আজকের সম্ভবত মিশ্র ভাগ্য। কর্মব্যস্ত সকাল ও ইতিবাচকভাবে উদ্বেল সন্ধ্যা আপনাকে বিভ্রান্ত করে তুলবে ৷ আবার অন্যদিকে প্রিয়তমের সঙ্গে উপাদেয় সান্ধ্যভোজ আপনাকে প্রবল আনন্দ দেবে । জীবনসঙ্গীর সঙ্গে ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে । মানসিক চাপ বেড়ে যেতে পারে । মন খুলে কথা বললে অবশ্যই সমস্যার সমাধান হবে । নিজেকে বুঝুন ও সামনে ভালো দিন আসতে চলেছে, সেই আশায় থাকুন।

ABOUT THE AUTHOR

...view details