পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 10th April: প্রেমের চিন্তা প্রাধান্য পাবে কর্কট রাশির, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে - বৃষ

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল

By

Published : Apr 10, 2023, 12:01 AM IST

Updated : Apr 10, 2023, 7:31 AM IST

মেষ

মেষ: আপনি নিজের মধ্যে আবেগের এক অন্যদিক খুঁজে পাবেন । যে বিষয়গুলি নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হচ্ছিল, সন্ধ্যাবেলার মধ্যে সেগুলির মিটমাট হয়ে যাবে । আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার জন্য গড়পড়তা কাটবে । যেহেতু যথেষ্ট পরিমাণে অর্থাগম হবে না, আপনার কোনও ঝুঁকি না নেওয়াই ভালো । আপনাকে সময়সূচি মেনে চলতে হবে ৷ অত্যধিক পরিশ্রম না করাই ভালো, কেননা অসুস্থ হয়ে পড়তে পারেন ।

বৃষ

বৃষ: ভালোবাসার মানুষের থেকে আপনার প্রত্যাশা অনেক বেশি হলেও প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি গড়পড়তা যাবে । সতর্ক থাকুন যাতে আপনার কথায় আপনার প্রেমস্পদ দুঃখ না পান । অহংকারের কারণে আপনাদের সাবলীল সম্পর্ক প্রভাবিত না হয় । আজ বিশাল কোনও খরচের ইঙ্গিত নেই ৷ আপনি সম্ভবত সারা দিন ধরেই আপনার আর্থিক শক্তি নিয়ে চিন্তায় থাকবেন । অংশীদারী ব্যবসায় যুক্ত থাকলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে ।

মিথুন

মিথুন: বিলাসিতা কমানোর চেষ্টা করুন ৷ আপনার কেনার প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখুন । ইলেকট্রনিক যন্ত্রপাতি ও যোগাযোগের সরঞ্জামের প্রতি আপনার ভালোবাসা আপনার পকেট চাপ ফেলবে । দুর্ভাগ্যক্রমে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার সমস্যা হবে । যখন মনে হবে যে দিনের কাজ শেষ করে ফেলেছেন, আরও কাজ জমতে থাকবে । কাজগুলিকে পরিকল্পনা করে সাজিয়ে নিলে লক্ষ্যে পৌঁছতে এবং সময়ের মধ্যে কাজ শেষ হবে সহজেই । কাজ আটকে গেলে যুক্তি দিয়ে ভাবুন ।

কর্কট

কর্কট: আজ সারাদিন আপনার মাথায় প্রেমের চিন্তাই প্রাধান্য পাবে । প্রিয়তমের আশ্বাস আপনার হৃদয় গলিয়ে দেবে । আর্থিক ক্ষেত্রেও আজ ভালো দিন । আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন ৷ সেইজন্য নিজেকে প্রমাণ করতে উঠে পড়ে লাগবেন । গবেষকদের জন্য আজ শুভ দিন । আপনি সম্ভবত ধৈর্যশীল থাকবেন ও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন । সবকিছু যে সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন ।

সিংহ

সিংহ: আপনি হয়ত সম্পর্কে ছন্দ খুঁজে পাবেন না । আপনার সঙ্গী আপনাকে বাড়ির কাজের দায়িত্ব নিতে বলবেন ৷ আপনি সাংসারিক দায়িত্ব নিয়ে খুশি হবেন না । তুছ বিষয় যা আপনার সম্পর্ককে তিক্ত করে তোলে, সেরকম বিষয় এড়িয়ে চলুন । গ্রহের অবস্থান অনুকূলে নেই, কাজেই ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা ঠিক হবে না ৷ কিন্তু আপনি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন । সম্পত্তির লেনদেন নিয়ে কাজ করার জন্য আজ ভালো দিন, কেননা নক্ষত্রগুলি সেদিক থাকা আপনার অনুকূলে আছে ।

কন্যা

কন্যা: আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে ছিদ্রগুলি আজ আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন । তার ফলে আপনার আর্থিক পরিকল্পনার প্রবল উন্নতি হবে । আজ আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন । সব মিলিয়ে আজ দিনটি ভালোই কাটবে । আজ আপনি প্রচুর আগ্রহ নিয়ে কাজ করবেন, ফলে কাজগুলি দ্রুত সম্পন্ন হবে । আজ হয়ত আপনি কিছু গোপন ব্যবসায়িক পন্থা শিখবেন । অফিসে ঝুটঝামেলাহীন কাটায় বাড়িতে সন্ধ্যাটিও উপভোগ্য হবে ।

তুলা

তুলা: আজ আপনার প্রিয়তমের চোখে আপনি আরও মোহময়ী হয়ে উঠবেন । কাজেই আপনার সঙ্গীর ছোট ছোট ত্রুটিগুলি উপেক্ষা করুন ৷ গ্রহের অবস্থান উন্নত হলে আপনার কষ্টার্জিত অর্থ কিছুদিনের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে । এখন আপনাকে এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে । গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার সম্ভাবনা আছে ৷ আপনার ওপরওয়ালারা হয়ত চাইবেন যে আপনি সামনে থাকুন ।

বৃশ্চিক

বৃশ্চিক: সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা আছে । আর্থিক বিষয়ের আজ আপনি আপনার মূল চরিত্র অনুযায়ীই কাজ করবেন । আপনি আজ আপনার সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে একাধিক সিদ্ধান্ত নেবেন, যুক্তির ওপরে নয় । কাজের ক্ষেত্রে আপনি আপনার একনিষ্ঠতা ও শৃঙ্খলাবোধের সাহায্যে ধীরে কিন্তু স্থিরভাবে অগ্রসর হবেন । আপনি দায়িত্ব কাঁধে নেবেন এবং দক্ষতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার জন্য সব শক্তি ঢেলে দেবেন ।

ধনু

ধনু: প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধানের চেষ্টা করলেও কোনও কাজ হবে না ৷ কেননা আপনার সঙ্গী আপনার কথা শোনার মেজাজেই থাকবেন না । আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ৷ আপনার ভালোবাসার কথা প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে । যেহেতু আর্থিক দিক থেকে আজ দিনটি ভালো যাবে বলে মনে হচ্ছে না, কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করার জন্য খুব বেশি চেষ্টা করবেন না । এটি আপনার জন্য কাজ করবে না । কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নত করার জন্য আপনি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিত পরামর্শ দিতে পারেন ।

মকর

মকর: আপনার প্রিয়তম রোম্যান্টিক মেজাজে থাকবেন ৷ রোম্যান্সের দিক থেকে আজ দিনটি অসাধারণ কাটবে । আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ৷ সম্পর্ক যাতে মসৃণ ভাবে যায় তা নিশ্চিত করবেন । আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷ তাহলেই সেগুলি আর্থিক দিক থেকে আপনার জন্য লাভজনক থাকবে।

কুম্ভ

কুম্ভ: আপনি প্রিয়তমের জন্য কিছু সময় বার করার চেষ্টা করবেন । আপনাকে পারিবারিক সমস্যার দিকেও মন দিতে হবে। 'বেশি কাজ মানে বেশি পয়সা' - এই মন্ত্র আজ আপনার অনুকূলে কাজ করবে, কেননা নক্ষত্রদের আশীর্বাদ আজ আপনার ওপরে বর্ষিত হচ্ছে । নক্ষত্রেরা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব ফেলবে । আজকের দিনে আপনি কত ভালো চাপ সামলাতে পারেন তার পরীক্ষা হবে। পেশা সংক্রান্ত বিষয় আপনার কাছে প্রাধান্য পাবে।

মীন

মীন: অর্থ আহরণ ও সঞ্চয় দুইই গুরুত্ব পাবে, কাজেই আর্থিক বিষয় নিয়ে আজ আপনি উদ্যমী থাকবেন। এই বিষয়গুলি আপনার অনুকূলে কাজ করবে ও তা আপনার কাজ বা ব্যবসায়ে প্রত্যয় যোগ করবে। চটজলদি টাকা রোজগারের আশায় আপনি ফাটকা বাজারে নামতে চাইবেন। আপনার পরিশ্রমের আপনি ভালো পুরস্কার পাবেন। আপনি সহকর্মীদের প্রশংসা পেতে পারেন ও ভবিষ্যতে আপনার সততার পুরস্কার পাবেন।

Last Updated : Apr 10, 2023, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details