বাংলা ভাষায় ইটিভি বাল্যভারত নামক ছোটদের চ্যানেলটি আত্মপ্রকাশ করতে চলেছে আজ 27 এপ্রিল, 2021 । এই টেলিভিশন চ্যানেলটি নিঃসন্দেহে আর পাঁচটা চ্যানেলের থেকে স্বতন্ত্র । মাতৃভাষার মাধ্যমে ছোটদের বিনোদনের জন্যে একটা নতুন দিগন্ত খুলে দিতে আত্মপ্রকাশ করতে চলেছে ইটিভি বাল্যভারত ।
চ্যানেলটি অন্যতম মাধ্যম হিসেবে ছোটদের মনোরঞ্জন করার জন্য উৎকৃষ্ট মানের রসদ দিয়ে একাধিক অনুষ্ঠান পরিবেশন করা হবে । সন্দেহ নেই, তরুণ দর্শকদেরও এই চ্যানেলটি হতাশ করবে না । ইটিভি বাল্যভারতে দেখা যাবে, অ্যানিমেটেড সিরিজ । এখানে যে কার্টুন অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে তা সকলের জন্যে মানানসই এবং বিনোদন মূলক । মনোরঞ্জনের একাধিক উপাদান থাকবে এখানে ।
স্বাস্থ্যকর অভিমন্যুর মতো কৌতুকপূর্ণ এবং কৌতুহল উদ্রেককারী অ্যানিমেটেড সিরিজ এখানে দেখানো হবে । এর ফলে শিশুদের মানসিক বিকাশ যেমন পরিপূর্ণভাবে হবে, তেমনই তারা অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারবে । শিশুমনের কৌতুহল উদ্রেক করতে এই চ্যানেলটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে ।