পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইটিভি বাল্যভারত, বাংলা ভাষায় শুধুমাত্র ছোটদের একটি চ্যানেল - বাল্য ভারত

ইটিভি বাল্যভারত হায়দরাবাদ ভিত্তিক ইটিভি নেটওয়ার্কের অংশ । সেই ইটিভি নেটওয়ার্ক, যা উপগ্রহ ভিত্তিক প্রথম শ্রেণির একটি মিডিয়া সংস্থা । ইটিভি বাল্যভারত বাংলা ছাড়াও অহমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মরাঠি, মালয়ালাম, ইংরাজি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল এবং তেলুগু ভাষাতেও সম্প্রচারিত হবে ।

bal bharat
bal bharat

By

Published : Apr 27, 2021, 12:01 AM IST

Updated : Apr 27, 2021, 6:33 AM IST

বাংলা ভাষায় ইটিভি বাল্যভারত নামক ছোটদের চ্যানেলটি আত্মপ্রকাশ করতে চলেছে আজ 27 এপ্রিল, 2021 । এই টেলিভিশন চ্যানেলটি নিঃসন্দেহে আর পাঁচটা চ্যানেলের থেকে স্বতন্ত্র । মাতৃভাষার মাধ্যমে ছোটদের বিনোদনের জন্যে একটা নতুন দিগন্ত খুলে দিতে আত্মপ্রকাশ করতে চলেছে ইটিভি বাল্যভারত ।

চ্যানেলটি অন্যতম মাধ্যম হিসেবে ছোটদের মনোরঞ্জন করার জন্য উৎকৃষ্ট মানের রসদ দিয়ে একাধিক অনুষ্ঠান পরিবেশন করা হবে । সন্দেহ নেই, তরুণ দর্শকদেরও এই চ্যানেলটি হতাশ করবে না । ইটিভি বাল্যভারতে দেখা যাবে, অ্যানিমেটেড সিরিজ । এখানে যে কার্টুন অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে তা সকলের জন্যে মানানসই এবং বিনোদন মূলক । মনোরঞ্জনের একাধিক উপাদান থাকবে এখানে ।

স্বাস্থ্যকর অভিমন্যুর মতো কৌতুকপূর্ণ এবং কৌতুহল উদ্রেককারী অ্যানিমেটেড সিরিজ এখানে দেখানো হবে । এর ফলে শিশুদের মানসিক বিকাশ যেমন পরিপূর্ণভাবে হবে, তেমনই তারা অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারবে । শিশুমনের কৌতুহল উদ্রেক করতে এই চ্যানেলটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে ।

বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চ্যানেলের অ্যাডভেঞ্চার, অ্যাকশন, কমেডি এবং গল্পগুলিকে তৈরি করা হয়েছে । বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যকে সামনে রেখে এবং তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হবে ।

আরও পড়ুন : সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া পুরস্কার জিতল ইটিভি ভারত

ইটিভি বাল্যভারত হায়দরাবাদ ভিত্তিক ইটিভি নেটওয়ার্কের অংশ । সেই ইটিভি নেটওয়ার্ক, যা উপগ্রহ ভিত্তিক প্রথম শ্রেণির একটি মিডিয়া সংস্থা । ইটিভি বাল্যভারত বাংলা ছাড়াও অহমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মরাঠি, মালয়ালাম, ইংরাজি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল এবং তেলুগু ভাষাতেও সম্প্রচারিত হবে ।

Last Updated : Apr 27, 2021, 6:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details