নয়াদিল্লি, 26 অক্টোবর: 'ক্যাশ ফর কোয়েরি' অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল লোকসভার এথিক্স কমিটি ৷ আগামী 31 অক্টোবর এথিক্স কমিটির সামনে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে হবে তৃণমূল সাংসদকে ৷ বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির একদফা বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরে কমিটির প্রধান বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারও জানান, তারা তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছ থেকেও সহায়তা চাইবেন। একই সঙ্গে, এথিক্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, 31 অক্টোবর প্যানেলের সামনে হাজির হতে বলা হয়েছে মহুয়া মৈত্রকেও ৷
অন্যদিকে, এদিন অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দোহরায়কে তলব করেছিল এথিক্স কমিটি ৷ দু'জনেরই বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার বলেন, "দু'জনকে তলব করা হয়েছিল ৷ আইনজীবী এবং নিশিকান্ত দুবে ৷ তাদের কথা মনোযোগ দিয়ে শোনা হয়েছে। এর পরে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহুয়া মৈত্রকে 31 অক্টোবর ডাকা হবে। তিনি এসে তাঁর বক্তব্য রাখবেন ৷ কমিটি সিদ্ধান্ত নিয়েছে আইটি মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককেও চিঠি পাঠানো হবে ৷”
আজ এর আগে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েরি'র অভিযোগে মৌখিক প্রমাণ জমা দিতে। এদিন জবানবন্দির জন্য তিনি সংসদে পৌঁছে জানান, তিনি কমিটির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন ৷ যখনই কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে তখনই তিনি উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন দুবে। এদিন নিশিকান্ত দুবে বলেন, "কমিটি আমাকে যে তথ্য দিতে বলবে আমি সেই সব তথ্য দেব। যখনই কমিটি আমাকে হাজির হতে বলবে আমি তাদের সামনে হাজির হব। আমি সমস্ত নথিও জমা দেব ৷ নথি সবই সত্য ৷"
প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া 'ক্যাশ ফর কোয়েরি'র অভিযোগগুলিকে মোকাবেলা করার জন্য এদিন লোকসভার এথিক্স কমিটির প্রথম বৈঠক ছিল ৷ লোকসভার এথিক্স কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার ৷ কমিটিতে রয়েছেন বিষ্ণু দত্ত শর্মা, সুমেদানন্দ সরস্বতী, অপরাজিতা সারঙ্গী, রাজদীপ রায়, সুনিতা দুগ্গাল, সুভাষ ভামরে, ভি বৈথিলিঙ্গম, এন উত্তম কুমার রেড্ডি এবং কংগ্রেসের প্রনীত কৌর ৷ এছাড়াও রয়েছেন বালাশ্বরী বল্লভনেনি (ওয়াইএসআরসিপি), হেমন্ত গডসে (শিবসেনা), গিরিধারী যাদব (জেডি-ইউ), পি আর নটরাজন (সিপিএম), এবং কুনওয়ার দানিশ আলি (বিএসপি)। বিজেপি সাংসদ এর আগে 'ক্যাশ ফর কোয়েরি' কেলেঙ্কারিতে মহুয়া মৈত্রের জড়িত থাকার অভিযোগ করে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন। তিনি আরও দাবি করেছেন, তাঁর কাছে আইনজীবী জয় অনন্ত দেহরায়ের দেওয়া অভিযোগের প্রমাণ রয়েছে।