কলকাতা, 18 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলার হলফনামায় ত্রুটি । সংশোধন করে আধঘণ্টার মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কেন্দ্রের সেক্রেটারিদের নাম উল্লেখ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বেলা 2টোর মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত 25 জনের বেতন বন্ধের নির্দেশও দিয়েছিলেন তিনি । সেই নির্দেশের ভিত্তিতেই আজ হাইকোর্টে হলফনামা জমা দেয় স্কুল সার্ভিস কমিশন । সেই হলফনামা ত্রুটিপূর্ণ বলে তা নস্যাৎ করে ফের আধঘণ্টার মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ প্রসঙ্গত, গ্রুপ-ডিতে বেনিয়ম নিয়োগের যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে কাল জানায় যে, তারা এমন কোনও নিয়োগপত্র দেয়নি ৷