পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Calcutta High Court : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলার হলফনামায় ত্রুটি, ফের জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court

2016 সালে রাজ্য সরকার প্রায় 16 হাজার চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করে ৷ যে পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 4 মে, 2019 ছিল নিয়োগপত্র দানের শেষ তারিখ। মামলাকারীদের অভিযোগ, এরপরেও একাধিক ব্যক্তি চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় নিযুক্ত হয়েছেন।

Error in the affidavit of the fourth class staff recruitment case, calcutta high court asks ssc to submit it again
চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলার হলফনামায় ত্রুটি । ফের সংশোধন করে আধঘন্টার মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির ।

By

Published : Nov 18, 2021, 2:56 PM IST

Updated : Nov 18, 2021, 3:16 PM IST

কলকাতা, 18 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলার হলফনামায় ত্রুটি । সংশোধন করে আধঘণ্টার মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক কেন্দ্রের সেক্রেটারিদের নাম উল্লেখ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বেলা 2টোর মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত 25 জনের বেতন বন্ধের নির্দেশও দিয়েছিলেন তিনি । সেই নির্দেশের ভিত্তিতেই আজ হাইকোর্টে হলফনামা জমা দেয় স্কুল সার্ভিস কমিশন । সেই হলফনামা ত্রুটিপূর্ণ বলে তা নস্যাৎ করে ফের আধঘণ্টার মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ প্রসঙ্গত, গ্রুপ-ডিতে বেনিয়ম নিয়োগের যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে কাল জানায় যে, তারা এমন কোনও নিয়োগপত্র দেয়নি ৷

আরও পড়ুন :Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের

প্রসঙ্গত, 2016 সালে রাজ্য সরকার প্রায় 16 হাজার চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করে ৷ যে পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 4 মে, 2019 ছিল নিয়োগপত্র প্রদানের শেষ তারিখ। কিন্তু মামলাকারীদের অভিযোগ, এরপরেও একাধিক ব্যক্তি চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় নিযুক্ত হয়েছেন। এইরকম 25 জনের নিয়োগপত্রের প্রয়োজনীয় কাগজপত্র মামলাকারীরা হাতে পেয়েছেন বলে দাবি। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি শোনার পর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বুধবার সকালে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে ডেকে পাঠিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন এই ধরনের আদৌ নিয়োগ করেছে কিনা তা জানার জন্য । তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে কাল জানায় যে, তারা এমন কোনও নিয়োগপত্র দেয়নি ৷

Last Updated : Nov 18, 2021, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details