পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

75 Years of Independence ভারতকে বাসযোগ্য রাখতে পরিবেশ রক্ষার লড়াই লড়ছেন যাঁরা - পরিবেশ যোদ্ধা

ভারতের পরিবেশ রক্ষার লড়াইয়ে সামিল হয়েছেন অসংখ্য মানুষ ৷ এই দেশ, এই পৃথিবী যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বাসযোগ্য থাকে, তা নিশ্চিত করছেন এঁরাই (Environmental Warriors) ৷ স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে (75 Years of Independence) এমনই কয়েকজনের কথা তুলে ধরছে ইটিভি ভারত ৷

Environmental Warriors of India during 75 Years of Independence
75 Years of Independence ভারতকে বাসযোগ্য রাখতে পরিবেশ রক্ষার লড়াই লড়ছেন যাঁরা

By

Published : Aug 13, 2022, 4:52 PM IST

কলকাতা, 13 অগস্ট:উষ্ণায়ন (Global Warming) ও জলবায়ুর পরিবর্তন (Climate Change)! বিশ্বজুড়ে এই দু'টি শব্দই ঘুম কেড়েছে পরিবেশবিদদের ৷ বদলে যাওয়া প্রকৃতিতে নষ্ট হচ্ছে ভারসাম্য ৷ ভেঙে পড়ছে স্বাভাবিক বাস্তুতন্ত্র ৷ যার কবলে পড়তে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি জীবকে ৷ নগরায়ন ও সভ্যতার বিকাশের নামে লাগাতার ধ্বংস করা হচ্ছে জল, জঙ্গল ৷ ব্যতিক্রম নয় ভারতও ৷ এই ধ্বংসলীলা থেকে দেশ ও দেশবাসীকে বাঁচাতে লড়াই জারি রেখেছেন একদল 'যোদ্ধা' (Environmental Warriors) ! পরিবেশ দূষণ রুখতে নিরন্তর কাজ করে চলেছেন তাঁরা ৷ স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে (75 Years of Independence) এমনই কয়েকজনের কথা তুলে ধরার চেষ্টা করল ইটিভি ভারত ৷

এঁদের মধ্যে অন্যতম হলেন বাঙালি পরিবেশকর্মী সুভাষ দত্ত (Subhas Dutta) ৷ গত প্রায় তিন দশক ধরে আইনি পথে পরিবেশ বাঁচানোর লড়াই লড়ে চলেছেন সুভাষ ৷ তিনি একজন পেশাদার চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্ট ৷ 1995 সাল থেকে পরিবেশ সংক্রান্ত নানা ইস্যুতে একের পর এক জনস্বার্থ মামলা রুজু করেছেন সুভাষ ৷ যদিও পরিবেশকর্মী হিসাবে তাঁর পথ চলা শুরু হয়েছিল 1977 সালে ৷ সেই সময় বৃক্ষ রোপণ কর্মসূচির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি ৷ উল্লেখ্য, 2004 সালে কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইব্যুনালে সুভাষ যে মামলা রুজু করেছিলেন, তার প্রেক্ষিতেই 'পশ্চিমবঙ্গ বৃক্ষ (জঙ্গল বহির্ভূত এলাকায় সুরক্ষা ও সংরক্ষণ) আইন, 2006' কার্যকর করা হয় ৷

আরও পড়ুন:75 Years of Independence সৌরভ ধোনি থেকে দেব কঙ্গনা সোশাল মিডিয়ার ডিপি তেরঙায় বদলালেন যাঁরা

'চিপকো' আন্দোলনের (Chipko Movement) উল্লেখ না করলে ভারতের পরিবেশরক্ষার লড়াই অসমাপ্ত থেকে যায় ৷ যাঁর নেতৃত্বে এই গণআন্দোলন শুরু হয়েছিল, তাঁর নাম সুন্দরলাল বহুগুণা (Sunderlal Bahuguna) ৷ গত শতাব্দীর সাতের দশকে এই সুন্দরলালই হিমালয়ের বনভূমি নিয়ে জনসচেতনতা গড়ে তুলেছিলেন ৷ আমজনতাকে তিনি বোঝাতে পেরেছিলেন, হিমালয়কে বাঁচাতে হলে এখানকার স্বাভাবিক বনভূমি রক্ষা করা ছাড়া কোনও উপায় নেই ৷ পরবর্তীতে (1980 থেকে 2004 সাল পর্যন্ত) তেহরি বাঁধবিরোধী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল ৷ ভারতে পরিবেশ রক্ষার লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম পথিকৃত ৷

সুন্দরলাল বহুগুণা ৷

ভারতের প্রসিদ্ধ পরিবেশকর্মীদের মধ্যে অন্যতম ছিলেন অনুপম মিশ্র (Anupam Mishra) ৷ গান্ধিবাদী ভাবধারায় বিশ্বাসী অনুপম ছিলেন একজন পেশাদার সাংবাদিক ৷ পরিবেশ সম্পর্কে তিনি যে শুধুমাত্র দেশবাসীকে সচতেন করতে সক্ষম হয়েছিলেন, তাই নয় ৷ সেইসঙ্গে, এই বিষয়গুলির দিকে সরকারের দৃষ্টি আকর্ষণও করেছিলেন তিনি ৷ বস্তুত, এমন একটি সময় তিনি এই কাজ করেছিলেন, যখন ভারতে সরকারিস্তরে পরিবেশ রক্ষা সংক্রান্ত কোনও বিভাগই ছিল না ! তাঁর কাজের প্রধান জায়গা ছিল ক্ষরাপ্রবণ আলওয়ার ৷ সেখানে জল সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেন তিনি ৷ যা সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল ৷

অনুপম মিশ্র ৷

এক্ষেত্রে আরও একজনের নাম উল্লেখ করতেই হয় ৷ তিনি হলেন সেন্টার ফর সায়েন্স অ্য়ান্ড এনভারোমেন্টের ডিরেক্টর জেনারেল সুনিতা নারায়ণ (Sunita Narayan) ৷ একইসঙ্গে, পরিবেশ সংক্রান্ত একটি পত্রিকার সম্পাদক পদেও রয়েছেন তিনি ৷ বৃষ্টির জল সংরক্ষণ করে যাতে তাকে ভবিষ্যতে ব্যবহার করা যায়, তারই বন্দোবস্ত করেছেন সুনিতা ৷ এই কাজে বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদেরও সংযুক্ত করেছেন তিনি ৷ গড়ে তুলেছেন সচেতনতা ৷ এছাড়া, বাঘ সংরক্ষণ নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুনিতার ৷

সুনিতা নারায়ণ ৷

এঁদের বাইরেও এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা প্রতিনিয়ত ভারতের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পরিশ্রম করে চলেছেন ৷ সেই দলে বলিউডের অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে রয়েছেন সমাজের নানা ক্ষেত্রে সফল পেশাদাররা ৷ কেউ আবার পেশা ছেড়ে পুরো দমে পরিবেশকর্মী হিসাবেই কাজ করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details