নয়াদিল্লি, 9 জুলাই : ফেসবুকের মতো সংস্থাকে সমন পাঠানো ও হাজিরা দিতে বাধ্য করানোর অধিকার রয়েছে দিল্লি বিধানসভার (Delhi Assembly)৷ ফেসবুকের আবেদন খারিজ করে দিয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ তবে আদালত এ কথাও জানিয়ে দিয়েছে যে বিধানসভায় জবাবদিহি করতে না-চাইলে তা করতেই পারে ফেসবুক (Facebook)৷ অর্থাৎ তারা যদি কোনও প্রশ্নের উত্তর দিতে না-চায়, তবে তা এড়িয়ে যেতে পারে ৷ শীর্ষ আদালত বলেছে, ভারতে 270 মিলিয়ন ইউজার রয়েছে ফেসবুকের ৷ কাজেই এই ক্ষমতা তাদের হাতে যারা তুলে দিয়েছে, তাদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে ফেসবুককে ৷
2020 সালের দিল্লি হিংসার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফেসবুককে সমন পাঠিয়েছিলেন দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন ফেসবুক ইন্ডিয়ার ম্য়ানেজিং ডিরেক্টর অজিত মোহন ৷ সেই পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ফেসবুকের মতো সংস্থাকে সমন পাঠানোর অধিকার রয়েছে দিল্লি বিধানসভার ৷ 188 পাতার নির্দেশে বিচারপতি এসকে কল, বিচারপতি দীনেশ মহেশ্বরী ও হৃষিকেশ রায়ের বেঞ্চ জানিয়েছে, ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম শক্তিক্ষেত্রে পরিণত হয়েছে ৷ তাদের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে ৷ সেই কারণেই মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে বলে মত শীর্ষ আদালতের ৷
আরও খবর :একটা ভুলও প্রাণঘাতী হতে পারে, কোভিড নিয়ে বেপরোয়া মনোভাবে উদ্বিগ্ন মোদি