নয়াদিল্লি, 17 অক্টোবর: ইঞ্জিনের তেল লিক হয়ে ঢুকে পড়েছিল বিমানের এয়ার কন্ডিশনিং সিস্টেমে ৷ তার ফলেই কেবিনে ধোঁয়া (SpiceJet Smoke Incident) দেখা গিয়েছিল ৷ 12 অক্টোবর স্পাইসজেট (SpiceJet) বিমানের কেবিনে ধোঁয়া বেরনোর ঘটনার প্রাথমিক তদন্তের পর এ কথা জানাল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)৷
গোয়া থেকে হায়দরাবাদগামী স্পাইসজেটের বিমান SG 3735 সে দিন হায়দরাবাদে জরুরি অবতরণ করেছিল ৷ কেবিনে ধোঁয়া ভরে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ৷ জরুরি ভিত্তিতে বিমান থেকে বেরনোর পথ ধরে নিরাপদে বের করা হয় সব যাত্রীকে ৷ সেই ঘটনার তদন্তের পর এক সপ্তাহের মধ্যে স্পাইসজেটের 14টি বিমানের মোট 28টি ইঞ্জিনকেই পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ বলা হয়েছে, "ইঞ্জিনের তেলের নমুনা সংগ্রহ করে তা প্র্যাট অ্যান্ড হুইটনি কানায় পাঠানো হবে এটা দেখার জন্য যে, তাতে ধাতু বা কার্বনের কণা রয়েছে কি না ৷"