পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SpiceJet Smoke Incident: ইঞ্জিনের তেল লিক করেই স্পাইসজেটের বিমানে ধোঁয়া, জানাল ডিজিসিএ - ডিজিসিএ

ইঞ্জিনের তেল লিক হয়ে বিমানের এয়ার কন্ডিশনিং সিস্টেমে ঢুকে পড়েছিল ৷ তার জন্যই কেবিনে ধোঁয়ায় (SpiceJet Smoke Incident) ভরে যায় ৷ 12 অক্টোবর স্পাইসজেট (SpiceJet) বিমানের কেবিনে ধোঁয়া বেরনোর ঘটনার প্রাথমিক তদন্তের পর এ কথা জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)৷

engine-oil-leak-led-to-smoke-in-spice-jet-cabin-full-emergency-landing-dgca-preliminary-probe
ইঞ্জিনের তেল লিক করেই স্পাইসজেটের বিমানে ধোঁয়া, জানাল ডিজিসিএ

By

Published : Oct 17, 2022, 5:13 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: ইঞ্জিনের তেল লিক হয়ে ঢুকে পড়েছিল বিমানের এয়ার কন্ডিশনিং সিস্টেমে ৷ তার ফলেই কেবিনে ধোঁয়া (SpiceJet Smoke Incident) দেখা গিয়েছিল ৷ 12 অক্টোবর স্পাইসজেট (SpiceJet) বিমানের কেবিনে ধোঁয়া বেরনোর ঘটনার প্রাথমিক তদন্তের পর এ কথা জানাল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)৷

গোয়া থেকে হায়দরাবাদগামী স্পাইসজেটের বিমান SG 3735 সে দিন হায়দরাবাদে জরুরি অবতরণ করেছিল ৷ কেবিনে ধোঁয়া ভরে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ৷ জরুরি ভিত্তিতে বিমান থেকে বেরনোর পথ ধরে নিরাপদে বের করা হয় সব যাত্রীকে ৷ সেই ঘটনার তদন্তের পর এক সপ্তাহের মধ্যে স্পাইসজেটের 14টি বিমানের মোট 28টি ইঞ্জিনকেই পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ বলা হয়েছে, "ইঞ্জিনের তেলের নমুনা সংগ্রহ করে তা প্র্যাট অ্যান্ড হুইটনি কানায় পাঠানো হবে এটা দেখার জন্য যে, তাতে ধাতু বা কার্বনের কণা রয়েছে কি না ৷"

এরকমই আরও একটি ঘটনা কিছুদিন আগেই ঘটেছে বলে জানিয়েছে ডিজিসিএ (DGCA)৷ এই ঘটনার আরও তদন্ত হবে বলে জানিয়ে বিমান নিয়ন্ত্রক সংস্থা স্পাইসজেটকে বেশ কিছু ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ৷ ডিজিসিএ বলেছে, "ইঞ্জিন তেলের নমুনাগুলি বর্তমানে 30 দিনের পরিবর্তে প্রতি 15 দিনে পর্যায়ক্রমে পরীক্ষা করা হবে এবং তাতে ধাতু ও কার্বন কণার উপস্থিতি নিশ্চিত করতে PW 150A তেল বিশ্লেষণ প্রযুক্তির জন্য প্র্যাট অ্যান্ড হুইটনি কানাডায় পাঠানো হবে ৷"

আরও পড়ুন:বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

উল্লেখ্য, একের পর এক নানা বিপত্তির জেরে আগেই স্পাইসজেটের হাতে নোটিশ ধরিয়েছিল ডিজিসিএ । তাদের 50 শতাংশ বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় জুন মাসে । এরই মাঝে আবার ঘটে যায় নয়া বিপত্তি ৷ বিমানের কেবিনে ধোঁয়ায় ভরে যাওয়ায় আতঙ্কে হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details