মোরেনা (মধ্যপ্রদেশ), 1 ফেব্রুয়ারি: ভেঙে পড়া যুদ্ধবিমান মিরাজ 2000 (Mirage 2000) এর একটি ইঞ্জিনের খোঁজ মিলল ৷ মঙ্গলবার মধ্যপ্রদেশের মোরেনার জাজিপুরা গ্রামের কাছে জঙ্গলের মধ্যে ওই ইঞ্জিন পাওয়া গিয়েছে ৷ ওই জঙ্গলের মধ্যে একটি 500 ফুট গভীর খাদ রয়েছে ৷ সেখান থেকেই ওই ইঞ্জিন পাওয়া গিয়েছিল ।
গত 28 জানুয়ারি দুর্ঘটনাটি ঘটে ৷ অনুশীলনের সময় বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান মিরাজ 2000 ও সুখোই 30 (Sukhoi 30) এর মধ্যে সংঘর্ষ হয় মাঝ আকাশেই ৷ দু’টি যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর মধ্যপ্রদেশের মোরেনায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । মিরাজ 2000 মোরেনার জঙ্গলে পড়লেও সুখোই 30 পাহাড়গড় থেকে প্রায় 90 কিলোমিটার দূরে ভরতপুরের পিংগাউড়া গ্রামে ভেঙে পড়েছিল । ভেঙে পড়ার আগুন ধরে যায় দু’টি যুদ্ধবিমানেই ৷ দুই যুদ্ধবিমানের ইঞ্জিনের খোঁজে এর পর থেকেই তল্লাশি শুরু করে ভারতীয় বায়ুসেনার (IAF) একটি দল ৷
বায়ুসেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 500 ফুট দূরে ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ পাওয়া গিয়েছে । বায়ুসেনার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিন্তু বিমানের ধ্বংসাবশেষ 500 ফুট গভীর খাদে পড়েছিল । খাদ থেকে ইঞ্জিনটি বের করতে ওই দলকে গাছ কাটতে হয়েছিল । বিমানের ধ্বংসাবশেষ জাজিপুরা গ্রামের জঙ্গল থেকে পাহাড়গঞ্জে নিয়ে যাওয়ার জন্য তিনটি ট্রাক ব্যবহার করা হয়েছে ৷