পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Crashed Mirage 2000 Engine Found: মোরেনার জঙ্গলে 500 ফুট গভীর খাদে মিলল ভেঙে পড়া মিরাজ 2000 যুদ্ধবিমানের ইঞ্জিন - ভারতীয় বায়ুসেনা

গত 28 জানুয়ারি অনুশীলনের সময় মাঝ আকাশে দু’টি যুদ্ধবিমান মিরাজ 2000 ও সুখোই 30 এর সংঘর্ষ হয় (Mid Air Collision between Two Fighter Jet) ৷ তার জেরে দু’টি বিমানই ভেঙে পড়ে ৷ মঙ্গলবার বায়ুসেনার একটি দল মিরাজ 2000 এর ইঞ্জিনের সন্ধান পেয়েছে ৷

Crashed Mirage 2000 Engine Found:
Crashed Mirage 2000 Engine Found:

By

Published : Feb 1, 2023, 12:17 PM IST

মোরেনা (মধ্যপ্রদেশ), 1 ফেব্রুয়ারি: ভেঙে পড়া যুদ্ধবিমান মিরাজ 2000 (Mirage 2000) এর একটি ইঞ্জিনের খোঁজ মিলল ৷ মঙ্গলবার মধ্যপ্রদেশের মোরেনার জাজিপুরা গ্রামের কাছে জঙ্গলের মধ্যে ওই ইঞ্জিন পাওয়া গিয়েছে ৷ ওই জঙ্গলের মধ্যে একটি 500 ফুট গভীর খাদ রয়েছে ৷ সেখান থেকেই ওই ইঞ্জিন পাওয়া গিয়েছিল ।

গত 28 জানুয়ারি দুর্ঘটনাটি ঘটে ৷ অনুশীলনের সময় বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান মিরাজ 2000 ও সুখোই 30 (Sukhoi 30) এর মধ্যে সংঘর্ষ হয় মাঝ আকাশেই ৷ দু’টি যুদ্ধবিমানই গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর মধ্যপ্রদেশের মোরেনায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । মিরাজ 2000 মোরেনার জঙ্গলে পড়লেও সুখোই 30 পাহাড়গড় থেকে প্রায় 90 কিলোমিটার দূরে ভরতপুরের পিংগাউড়া গ্রামে ভেঙে পড়েছিল । ভেঙে পড়ার আগুন ধরে যায় দু’টি যুদ্ধবিমানেই ৷ দুই যুদ্ধবিমানের ইঞ্জিনের খোঁজে এর পর থেকেই তল্লাশি শুরু করে ভারতীয় বায়ুসেনার (IAF) একটি দল ৷

বায়ুসেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 500 ফুট দূরে ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ পাওয়া গিয়েছে । বায়ুসেনার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিন্তু বিমানের ধ্বংসাবশেষ 500 ফুট গভীর খাদে পড়েছিল । খাদ থেকে ইঞ্জিনটি বের করতে ওই দলকে গাছ কাটতে হয়েছিল । বিমানের ধ্বংসাবশেষ জাজিপুরা গ্রামের জঙ্গল থেকে পাহাড়গঞ্জে নিয়ে যাওয়ার জন্য তিনটি ট্রাক ব্যবহার করা হয়েছে ৷

সেদিন মিরাজ 2000 এ তিনজন পাইলট ছিলেন ৷ তাঁদের মধ্যে একজন নিহত হন ৷ তাঁর নাম উইং কমান্ডার হনুমন্ত রাও সারথি ৷ তিনি কর্ণাটকের (Karnataka) বেলাগাভির বাসিন্দা । এদিকে কীভাবে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি ৷ এই নিয়ে বায়ুসেনার তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ ইঞ্জিন বিকল হয়ে যাওয়া নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, আপাতত সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷

এর আগে মধ্যপ্রদেশে আরও একটি মিরাজ 2000 যুদ্ধবিমান ভেঙে পড়েছিল ৷ সেই ঘটনা ঘটেছিল বছর দেড়েক আগে ৷ সেবারও প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটেছিল ৷ অন্যদিকে গত শনিবার যেদিন মধ্যপ্রদেশে মিরাজ ও সুখোই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল, সেদিন রাজস্থানে বায়ুসেনার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে ৷ সেই ঘটনাটি ঘটেছিল রাজস্থানের ভরতপুরে ৷ ওই বিমানটি উত্তরপ্রদেশের আগরার বায়ুসেনা ঘাঁটি থেকে উড়েছিল ৷ তবে সেদিন প্রশাসনের তরফে দাবি করা হয় যে ভেঙে পড়া বিমানটি বায়ুসেনার নয়৷ সেটি একটি চার্টাড বিমান ৷

আরও পড়ুন:মোরেনার পাহাড়গড় জঙ্গলে ভেঙে পড়ল মিরাজ 2000 ও সুখোই 30 যুদ্ধবিমান

ABOUT THE AUTHOR

...view details