বেঙ্গালুরু, 3 অক্টোবর:ভারতের মঙ্গলযানের ব্যাটারি নির্দিষ্ট সময়ের থেকে বেশি চলার পর তা ফুরিয়ে গিয়েছে ৷ সেই সঙ্গে তার চালিকা শক্তিও শেষ হয়ে গিয়েছে ৷ সবমিলিয়ে ভারতের প্রথম স্বদেশীয় উপগ্রহ অবশেষে তার দীর্ঘ অভিযানের ইনিংস শেষ করেছে বলে শোনা যাচ্ছে (End of Mangalyaan Mission) ৷
2013 সালের 5 নভেম্বর সাড়ে চারশো কোটি টাকা ব্যয়ে শুরু করা হয়েছিল 'মার্স অরবিটার মিশন' (Mars Orbiter Mission) ৷ যেখানে পিএসএলভি-সি25 মহাকাশযানে উপগ্রহটিকে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল ৷ আর প্রথম প্রচেষ্টাতেই 2014 সালের 24 সেপ্টেম্বর মঙ্গলগ্রহের কক্ষপথে সাফল্যের সঙ্গে ভারতীয় মঙ্গলযানকে প্রতিস্থাপন করেছিলেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক সূত্র জানিয়েছে, মঙ্গলযানে এখন আর কোনও জ্বালানি নেই ৷ ফলে ওই উপগ্রহের ব্যাটারিও ফুরিয়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবে তার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তবে, এ নিয়ে ইসরোর আধিকারিকদের তরফে কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷