শ্রীনগর, 24 অগস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চলছে জঙ্গি দমন অপারেশন ৷ মঙ্গলবার সোপোরে (Sopore) বারামুল্লা জেলায় (Baramulla district) একজন জঙ্গিকে খতম করে পুলিশ ৷ গতকাল থেকে এনকাউন্টার শুরু হয়েছে ৷ এখনও গোলাগুলি চলছে দু'পক্ষের মধ্যে, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা কোথায় রয়েছে, সেই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পিথশির (Pethseer) অঞ্চলটি ঘিরে ফেলে অপারেশন শুরু করে পুলিশ ৷