বেগুসরাই, 4 জানুয়ারি: কুকুর কিন্তু মানুষ-খেকো ! হ্যাঁ, এমন 16টি কুকুরকে হত্যা করা হল ৷ ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে ৷ মানুষ-খেকো কুকুরগুলি 8 জন মহিলাকে মেরে ফেলেছে বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন 40 জন ৷ সোমবার থেকে 3জন জাতীয় স্তরের শুটার সেই কুকুরগুলিকে নিকেশ করার কাজে নামে বলে জানিয়েছেন সরকারি আধিকারিক ৷ এসডিএম-এর নির্দেশে এদিন বাচওয়ারা ব্লকে অভিযান চালায় শুটারদের দল ৷ সেখানে 8 জন মহিলা মারা গিয়েছেন কুকুরদের হামলায় ৷
দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার, 16টি কুকুরকে হত্যা করে জাতীয় শুটাররা ৷ তাঁদের সঙ্গ দেন গ্রামবাসীরা ৷ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা দিনের পর দিন ধরে অভিযোগ জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ৷ তারপর এই কুকুর হত্যা অভিযান ৷
আরও পড়ুন:দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !
স্থানীয় পঞ্চায়েতের সদস্য এসডিএমের কাছে বিষয়টি জানিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেন ৷ বাসিন্দা রনধীর কুমার ঈশ্বর জানিয়েছেন, মানুষ-খেকো কুকুরের আক্রমণের ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী ৷ এমনকী চাষিরা ক্ষেতে যাওয়া বন্ধ করে দিয়েছে ৷ এতে স্বভাবতই একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে খাবারের অভাব দেখা দিয়েছে গ্রামে ৷
তেঘরা এসডিও রাকেশ কুমার এবং বন ও পরিবেশ দফতরের নির্দেশ অনুযায়ী শক্তি সিং, রেহান খান এবং রাজারাম রাই এই কুকুর-হত্যায় নেমেছেন ৷ তাঁরা গুলি করে কুকুরগুলিকে মেরে ফেলছেন ৷ বাচওয়ারা কাদারাবাদ, আরবা, ভিকামচক এবং রানি পঞ্চায়েত এলাকায় এখনও এই অভিযান চলেছে ৷ এর আগে এরকম একটি অভিযানে 12টি কুকুরকে মেরে ফেলা হয়েছিল ৷