পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jammu and Kashmir Encounter : প্রধানমন্ত্রী সফরের আগে জঙ্গি হানায় উত্তপ্ত উপত্যকা - সুনজওয়ানে সিআইএসএফের বাসকে নিশানা করল জঙ্গিরা

প্রধানমন্ত্রী মোদি উপত্যকায় আসবেন 24 এপ্রিল ৷ কড়া নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে ৷ এর মধ্যেই বারামুল্লায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে রাতভর এনকাউন্টার এবং সুনজওয়ানে সিআইএসএফের বাসকে নিশানা করল জঙ্গিরা (Jammu and Kashmir Encounter) ৷

Jammu Sunjwan Militant Encounter
জম্মুর সুনজওয়ানে জঙ্গি এনকাউন্টার

By

Published : Apr 22, 2022, 9:52 AM IST

Updated : Apr 22, 2022, 3:07 PM IST

জম্মু, 22 এপ্রিল :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার ঠিক দু'দিন আগে জম্মুর বারামুল্লা এবং সুনজওয়ানে দু'টি আলাদা ঘটনায় উত্তপ্ত উপত্যকা ৷ একদিকে বারামুল্লায় রাতভর এনকাউন্টারে খতম চার জঙ্গি ৷ অন্য দিকে জম্মুর সুনজওয়ান এলাকায় জঙ্গি আক্রমণে প্রাণ হারালেন এক নিরাপত্তাকর্মী, জখম 9 জন ৷ এই ঘটনায় মারা গিয়েছে দুই জঙ্গি (Encounter breaks out in Jammu Sunjwan) ৷

24 এপ্রিল 'পঞ্চায়েত রাজ দিবস' উপলক্ষ্যে সম্বা জেলার পল্লি গ্রাম পঞ্চায়েতে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ তাই মোদি সফরের আগে স্বাভাবিক ভাবেই জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, বারামুল্লার এনকাউন্টারে মোট 4 জন জঙ্গি মারা গিয়েছে ৷ এখনও গুলিযুদ্ধ চলছে ৷

আরও পড়ুন : Militant killed during encounter: ভূস্বর্গে তীব্র গুলির লড়াই, মৃত জঙ্গি

অন্যদিকে জম্মু শহরতলির সুনজওয়ানে সেনাবাহিনীর চাড্ডা ক্যাম্পের কাছে সিআইএসএফ-এর (Central Industrial Security Force, CISF) বাসকে নিশানা করেছিল জঙ্গিরা ৷ বাসে 15 জন সিআইএসএফ কর্মী ছিলেন ৷ শুক্রবার ভোর 4.25 মিনিটে জঙ্গিরা আক্রমণ করলে পালটা জবাব দেন জওয়ানরা ৷ গুলিযুদ্ধ শুরু হয় দু'পক্ষের মধ্যে ৷ আধাসামরিক বাহিনীর এক উচ্চাধিকারিক (Assistant Sub Inspector, ASI) জানান, জঙ্গিরা বাসটিকে লক্ষ্য করে গুলি, গ্রেনেড ছুড়তে থাকে ৷ এতে এসআই এসপি পাতিল মারা গিয়েছেন ৷

এর আগে 2018-র ফেব্রুয়ারিতে জম্মুর সুনজওয়ান সামরিক স্টেশনে (Sunjwan Military station) আক্রমণ চালিয়েছিল তিন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed, JeM) জঙ্গি ৷ সেবার 6 জন জওয়ান এবং এক নাগরিক মারা গিয়েছিলেন ৷

মোদি আসার আগে এই অঞ্চলের সরকারি, বেসরকারি সব স্কুলগুলিও বন্ধ রাখা হয়েছে ৷ এমনকি বন্ধ মোবাইলের ইন্টারনেট পরিষেবাও ৷

Last Updated : Apr 22, 2022, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details