পুলওয়ামা, 2 এপ্রিল : জঙ্গি হামলার ঘটনায় আবারও অশান্ত উপত্য়কা । জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরায় গুলির লড়াই ৷ আজ সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি ৷ ওই জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।
এক পুলিশ আধিকারিকের দাবি, আগে থেকেই এলাকায় জঙ্গিদের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল ৷ সেই অনুযায়ী তল্লাশি শুরু হয় ৷ জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে শুরু হয় এনকাউন্টার ৷ খতম করা হয় তিন জঙ্গিকে।