পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anantnag Encounter: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ সেনার কর্নেল-মেজর, প্রাণ গেল পুলিশ আধিকারিকেরও; শোকপ্রকাশ মমতার - জম্মু ও কাশ্মীর

Encounter breaks out in Anantnag: বুধবার সকাল থেকে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ৷ ওই ঘটনায় পুলিশ ও সেনার বেশ তিনজন আহত হন ৷ পরে কর্নেল ও মেজরের মৃত্যু হয় ৷ অন্যদিকে মঙ্গল ও বুধবার রাজৌরিতেও এনকাউন্টার হয় ৷ সেখানে দুই জঙ্গির মৃত্যু হয় ৷

Anantnag Encounter
Anantnag Encounter

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 4:33 PM IST

Updated : Sep 13, 2023, 11:01 PM IST

শ্রীনগর, 13 সেপ্টেম্বর: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে অনন্তনাগে একটি এনকাউন্টারে এক মেজর-সহ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নেতৃত্বে থাকা ভারতীয় সেনার এক কর্নেল শহিদ হয়েছেন বুধবার । ওই অফিসার 19 রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ড করছিলেন বলে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৷ কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনাকের পাশাপাশি শহিদ হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হুমায়ুন ভাট ৷

জানা গিয়েছে, মঙ্গলবার জঙ্গিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের গাদোলে এলাকায় ৷ বেশি রাতে অভিযান স্থগিত করা হয় ৷ বুধবার সকালে আবার অভিযান শুরু হয় ৷ সেই অভিযানের সময়ই জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন ওই কর্নেল ৷

এক সেনা আধিকারিক বলেন, "পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুসন্ধান অভিযান শুরু করে ৷ বাহিনীর যৌথ দলটি সন্দেহভাজন স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জঙ্গিরা তাদের উপর গুলি চালায় ৷ পালটা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে ৷ সেই থেকেই এই এনকাউন্টারের শুরু ৷’’

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতেও এনকাউন্টার হয় মঙ্গলবার ৷ সেই এনকাউন্টারে দু’জন জঙ্গির মৃত্যু হয় ৷ মঙ্গলবারই সন্দেহভাজন এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয় ৷ বুধবারও এনকাউন্টার চলতে থাকে ৷ সেই এনকাউন্টারে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ এই এনকাউন্টারে শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক ও সেনার কুকুর কেন্ট ৷ এছাড়া নিরাপত্তা বাহিনীর তিনজন গুলিবিদ্ধ হয়ে জখম হন ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের জম্মু জোনের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং জানান, রাজৌরির আবহাওয়া এখন ভালো নয় ৷ তার পরও প্রায় 75 কিলোমিটার এলাকা কর্ডন করে রাতভর তল্লাশি চালানো হয় ৷ সকালের পরও চলে তল্লাশি অভিযান ৷ সোমবারও ওই এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী ৷ কিন্তু রাতের অন্ধকারে দু’জন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে যায় ৷ এই পরিস্থিতি স্থানীয় মানুষ আতঙ্কিত ৷ তাঁরা ওই এলাকায় স্থায়ী নিরাপত্তা শিবির তৈরির দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন:'বাবা তুমি ফিরে এসো, আর কিছু চাই না', কফিনের সামনে শহিদ কন্যার বুকফাটা কান্না

Last Updated : Sep 13, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details