বিজাপুর, 3 এপ্রিল :মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ানের ৷ জখম হয়েছেন আরও কয়েকজন জওয়ান ৷ শনিবার ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ৷
ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ সেই সময়েই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনীও ৷ ঘটনাটি ঘটে বিজাপুরের তারেম এলাকায় ৷ তখনই গুলির লড়াই প্রাণ হারান পাঁচ জওয়ান ৷
পুলিশ সূত্রে খবর, এদিন মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ ৷ তাদের কাছে ওই এলাকায় মাওবাদী গতিবিধির খবর ছিল ৷ তার ভিত্তিতেই নামা হয়েছিল অভিযানে ৷