সুকমা (ছত্তিশগড়), 9 মার্চ: নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলিযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল এলাকা ৷ চারদিন আগে ছত্তিশগড়ের সুকমা জেলার পোরোমপোদিয়া জঙ্গল থেকে 2 জন দাগি মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর বৃহস্পতিবার সকালেই কোবরা (Commando Battalion for Resolute Action, CoBRA) ও এসটিএফ (Special Task Force , STF) ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয় ৷
প্রাথমিক তথ্য অনুযায়ী, সাকলার এলাকায় কোবরা ও এসটিএফ বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে এনকাউন্টার চালায় ৷ নির্দিষ্টভাবে কিছু জানা না-গেলেও দু'পক্ষের গুলির লড়াইয়ে ছ'জন মাওবাদী জখম হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থল ছেড়ে চলে যায় মাওবাদীরা ৷ এরপর সেখান থেকে বিশাল পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী (Security Forces recovered huge amount of explosives from Sukma in Maoists Encounter) ৷
বস্তারের আইজি সুন্দররাজ পি বলেন, "সকাল 7টার সময় সাকলার এলাকায় কোবরা ও এসটিএফ এবং মাওবাদীদের মধ্যে এনকাউন্টার যুদ্ধ আরম্ভ হয় ৷ নিরাপত্তাবাহিনী সাহসের সঙ্গে জবাব দিয়েছে ৷ নকশালদের প্রচুর ক্ষতি হয়েছে ৷ পাঁচজন কি ছ'জন নকশাল আহত হয়ে পালিয়ে গিয়েছে ৷ নিরাপত্তাবাহিনী ঘটনাস্থল থেকে বিশাল পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে৷ এর মধ্যে ব্যারেড গ্রেনেড লঞ্চারও আছে ৷ কোবরা, এসটিএফ এবং সিআরপিএফ পুরো এলাকা ঘিরে রেখেছে ৷ এখনও তল্লাশি অভিযান চলছে ৷"