নয়াদিল্লি, 3 এপ্রিল : প্রয়াত শিক্ষাবিদ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ওয়ালি রেহমানি ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল 77 বছর ৷
ভারতে সুন্নি শাখার ইসলাম ধর্ম নিয়ে যাঁরা দীর্ঘকাল পড়াশোনা করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ওয়ালি রেহমানি ৷ এ বিষয়ে তাঁর পাণ্ডিত্যকে কুর্নিশ জানান সকলেই ৷
1943 সালের 5 জুন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় রেহমানির ৷ তাঁর বাবা সইদ মিনাতুল্লা রেহমানিও পণ্ডিত মানুষ ছিলেন ৷ ইসলাম ধর্ম নিয়েই পড়াশোনা ছিল তাঁর ৷ আর রেহমানি ঠাকুর্দা ছিলেন মহম্মদ আলি মুঙ্গেরি ৷ নাডওয়াতুল উলেমার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম ৷
আরও পড়ুন :প্রয়াত গওহর খানের বাবা
বাবার মৃত্য়ুর পর 1991 সালে মুঙ্গেরের খানহা রেহমানির ‘‘সাজ্জাদা নাসিন’’ পদে আসীন হন ওয়ালি রেহমানি ৷ ধর্মীয় বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত থেকেছেন তিনি ৷ 1974 সাল থেকে 1996, টানা 22 বছর বিহার বিধান পরিষদের সদস্য ছিলেন ওয়ালি রেহমানি ৷