পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SpiceJet Plane Emergency Landing: একদিনে দু'বার, করাচির পর মুম্বইয়েও জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের - মুম্বই বিমানবন্দরে স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ

করাচির পর মুম্বই ৷ ফের জরুরি অবতরণ করল স্পাইসজেটের বিমান (SpiceJet Plane Emergency Landing)৷ উইন্ডশিল্ডে ফাটলের জেরেই এই জরুরি অবতরণ বলে জানা গিয়েছে ৷

SpiceJet Plane Emergency Landing
মুম্বইয়ে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের

By

Published : Jul 5, 2022, 8:39 PM IST

মুম্বই, 5 জুলাই: ফের স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ (Emergency Landing of SpiceJet Plane at Mumbai)৷ মঙ্গলবার উইন্ডশিল্ডে ফাটলের জেরে 23 হাজার ফুট উচ্চতায় ওঠার পরেও মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ৷ এমনটাই জানিয়েছেন বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা ৷

গত 17 দিনে স্পাইসজেটের বিমানে প্রযুক্তিগত ত্রুটির এটি সপ্তম ঘটনা ৷ এদিনই জ্বালানি সূচক ত্রুটির কারণে স্পাইসজেটের দিল্লি-দুবাইগামী বিমান করাচিতে জরুরি অবতরণ করানো হয় ৷ মঙ্গলবার স্পাইসজেটের এসজি-11 বিমানটিকে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে নামানো হয় (Indian Flight Land in Pakistan) ৷ তবে বিমানে সফরকারী সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

এদিন দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানের বিপদ সংকেতের আলো জ্বলতে শুরু করে ৷ তবে, তা ঠিক কী হয়েছে বোঝা যায়নি ৷ ফলে পাইলট বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেন ৷ নিরাপদে করাচি বিমানবন্দের অবতরণ করানো হয় ফ্লাইটটিকে ৷ তবে, অবতরণের সময় কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি বলেই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৷

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন(ডিজিসিএ) আগের পাঁচটি ঘটনার সঙ্গে মঙ্গলবার ঘটনা দুটি ঘটনার তদন্ত করছে বলে জানান কর্মকর্তারা ৷ তাঁরা আরও জানান, স্পাইসজেটের কান্ডলা-মুম্বই বিমানটি 23 হাজার ফুট উচ্চতায় যখন ছিল তখন উইন্ডশিল্ডের বাইরের প্যানে ফাটল ধরেছিল ৷ এর জেরেই পাইলটরা দ্রুত মুম্বই বিমানবন্দরে অবতরণ করান ৷

আরও পড়ুন :করাচিতে জরুরি অবতরণ দুবাইগামী ভারতীয় বিমানের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details