পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের ইতিহাসের অন্ধকারময় অধ্যায়, জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কংগ্রেসকে তোপ শাহের - অমিত শাহের খবর

দেশে জরুরি অবস্থা জারির 46 তম বছর পূর্তিতে কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ ৷ এই সময়টাকে দেশের ইতিহাসের অন্ধকারময় অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি ৷

emergency-a-dark-chapter-in-indias-history-imposed-to-quell-voices-against-one-family-amit-shah
দেশের ইতিহাসের অন্ধকারময় অধ্যায়, জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কংগ্রেসকে তোপ শাহের

By

Published : Jun 25, 2021, 3:18 PM IST

নয়াদিল্লি, 25 জুন :যাঁরা একটা পরিবারের বিরুদ্ধে গলা তুলেছিলেন, তাঁদের কণ্ঠরোধ করতেই 1975 সালে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল ৷ জরুরি অবস্থা জারির 46তম বর্ষপূর্তিতে এই ভাষাতেই কংগ্রেসকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই ঘটনা স্বাধীন ভারতের ইতিহাসে একটা অন্ধকারময় অধ্যায় বলে দাবি করেছেন তিনি ৷

টুইটারে অমিত শাহ লিখেছেন, "একটি পরিবারের বিরুদ্ধে গলা তোলার জন্য জরুরি অবস্থা জারি করাটা স্বাধীন ভারতের ইতিহাসে অন্ধকারময় অধ্যায় ৷ যে সব দেশবাসী 21 মাস ধরে নির্মম শাসনকালে নৃশংস অত্যাচার সহ্য করে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নিরলস সংগ্রাম চালিয়েছেন, তাঁদের আত্মবলিদানকে কুর্নিশ জানাই ৷" ক্ষমতার স্বার্থপরতা ও ঔদ্ধত্যের কারণে কংগ্রেস জরুরি অবস্থা জারি করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে হত্যা করেছিল বলে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন:জরুরি অবস্থার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

দেশে জরুরি অবস্থা জারির 46 বছরের পূর্তিতে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তাঁর অভিযোগ, জরুরি অবস্থার সময়ে ভারতের গণতান্ত্রিক নীতিকে পদদলিত করেছিল কংগ্রেস ৷ তিনি টুইটে লেখেন, "জরুরি অবস্থার সেই অন্ধকার সময় কখনও ভোলার নয় ৷ 1975 থেকে 1977 সালের মধ্যে প্রতিষ্ঠানগুলির নিয়মিত ধ্বংসের সাক্ষী থেকেছে দেশ ৷ ভারতের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও শক্তিশালী করতে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং আমাদের সাংবিধানিক নীতিগুলিকে বাঁচিয়ে রাখতে হবে ৷"

আরও পড়ুন :জরুরি অবস্থা : ভারতের অন্ধকারতম সময়

দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে অন্যতম বিতর্কিত অধ্যায় হল জরুরি অবস্থা ৷ 1975 সালে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সময়ে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল ৷ সে বছর 25 জুন সংবিধানের 352 ধারা প্রয়োগ করে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা জারি করেন তত্কালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ ৷ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় 1977 সালের 21 মার্চ ৷

ABOUT THE AUTHOR

...view details