নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি : কিয়েভ থাকা ভারতীয়দের দেশে ফিরে আসার কথা জানাল কিয়েভের ভারতীয় দূতাবাস ৷ রাশিয়ার ইউক্রেন অধিগ্রহণ নিয়ে বিগত কয়েক মাসে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (Embassy of India in Kyiv has asked Indians to leave Ukraine) ৷
কিয়েভে ভারতীয় দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করেছে ৷ সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, "ইউক্রেনের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির (uncertainties of the current situation in Ukraine) মধ্যে ইউক্রেনে থাকা ভারতীয়দের সাময়িক ভাবে দেশে ফিরে আসতে বলা হচ্ছে ৷ বিশেষত পড়ুয়ারা, যাঁদের সেখানে থাকাটা অবশ্য প্রয়োজনীয় নয়, তাঁরা ফিরে আসুন ৷ এমনকি ভারতীয়রা যেন অপ্রয়োজনে ইউক্রেনের উদ্দেশ্যে যাত্রা না করেন বা ইউক্রেনের ভিতরে ঘুরে না বেড়ান, এই পরামর্শ দেওয়া হচ্ছে ৷"
আরও পড়ুন : Biden Putin Ukraine crisis: 'কড়া মূল্য চোকাতে হবে', পুতিনকে সতর্ক করলেন বাইডেন