বুদাপেস্ট (হাঙ্গেরি), 6 মার্চ : ভারতীয় সময় আজ মাঝরাতে অপারেশন গঙ্গার শেষ বিমান আজ হাঙ্গেরির বুদাপেস্ট থেকে রওনা দেবে (Embassy of India in Hungary Begins Its Last Leg of Operation Ganga Flights Today) ৷ তাঁর আগে ইউক্রেনে আটক ভারতীয় পড়ুয়াদের বুদাপেস্টের হাঙ্গেরিয়া সিটি সেন্টারের রাকোজি ইউটি-90-তে পৌঁছতে নির্দেশ দিল হাঙ্গেরির ভারতীয় দূতাবাস ৷ স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে বলা হয়েছে পড়ুয়াদের ৷ হাঙ্গেরির ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটারে একথা জানানো হয়েছে (Important Announcement from Indian Embassy of Hungary for Stranded Students) ৷
আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একাদশ দিন ৷ গতকাল রাশিয়ার তরফে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, ভারত-সহ অন্যান্য দেশের পড়ুয়া এবং নাগরিকদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ৷ তারপর আজ ভারতীয় সময় বেলা সাড়ে 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত আরও এক দফা যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া ৷ এই সময়ের মধ্যে ভারতীয় পড়ুয়াদের সেই দেশ ছাড়তে বলা হয় ৷ এবার হাঙ্গেরির ভারতীয় দূতাবাস থেকে আরও একটি নির্দেশিকা ভারতীয় পড়ুয়াদের জন্য জারি করা হল ৷