হায়দরাবাদ, 10 এপ্রিল: টুইটারের নাম পরিবর্তন হয়ে কি 'টিটার' হতে চলেছে ? সংস্থার সদর দফতরের ছবি প্রকাশ্যে আসার পর এমনই সব প্রশ্ন ঘোরা ফেরা করছে সামাজিক মাধ্যমে ৷ এই নিয়ে জোর তরজাও শুরু হয়েছে নেটদুনিয়ায় ৷ আর এই জল্পনার অবসান না করে সেটাকে আরও বেশ খানিকটা উসকে দিলেন ইলন মাস্ক ৷
প্রসঙ্গত, সম্প্রতি টুইটারের সদর দফতরের বাইরের একটি ছবি ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, ভবনের নাম 'টিটার' লেখা রয়েছে ৷ আর তারপরই নেট মাধ্যমে টুইটারের নাম পরিবর্তনের নিয়ে প্রশ্ন উঠছে ৷ অনেকে বলছে, সিইও ইলন মাস্ক হয়ত এখন তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন ৷
তবে ইলন মাস্ক বিষয়টিকে 'ব্যাকগ্রাউন্ড কালার'-এর পরিবর্তন বলে অভিহিত করেছেন । আর তাঁর এই পদক্ষেপটি নেটিজেনদের বিভ্রান্তিতে ফেলেছে ৷ তারা জানতে চাইছে সদর দফতরের নাম এখন আনুষ্ঠানিকভাবে 'টিটার' করা হল কি না ৷ আবার অন্যরা মাস্কের মজাদার এই টুইটিকে উপভোগ করছে । টুইটারের সিইও লেখেন, এসএফ সদর দফতরের বাড়িওয়ালা বলেছেন, আমাদের আইনত টুইটার হিসাবে প্রতীক বা সাইন রাখতে হবে এবং আমরা 'ডব্লু' সরাতে পারব না ৷ তাই আমরা এটির উপর ব্যাকগ্রাউন্ডের রঙ দিয়েছি । আর তাতেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে ৷ "
টুইটার ব্যবহারকারীরা মাস্কের পোস্টের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ একজন লিখেছেন, ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে এটি সিএসএসের এর মতো লাগছে ।" অন্য একজন মন্তব্য করেছেন, 'টিটার' আরও ভালো । কয়েকদিন আগে ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করেছেন ৷ সেখানে একটি কুকুরের মুখের মতো দেখতে লোগো করা হয়েছিল । তবে লোগোটি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণের জন্য পরিবর্তিত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ এখন আবার টুইটারের পুরানো লোগো ফিরে এসেছে ৷ নীল পাখিকেই দেখা যাচ্ছে লোগো হিসাবে ৷
আরও পড়ুন:টুইটারের নতুন লোগোয় কুকুরের ছবি, কে এই ডগি মিম ?