পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 5, 2022, 11:10 AM IST

ETV Bharat / bharat

Musk Defense Layoffs: হাজার হাজার চাকরি খেয়ে কী সাফাই দিলেন ইলন মাস্ক ?

টুইটার এখন ইলন মাস্কের ৷ এরপর প্রথমেই পরাগ আগরওয়ালের মতো উচ্চাধিকারিকদের চাকরি গিয়েছে ৷ এরপর গণহারে ছাঁটাই হল ৷ কেন এমন করলেন বিশ্বের ধনীতম মানুষটি (Elon Musk over layoffs) ?

Twitter Elon Musk
ETV Bharat

সানফ্রান্সিসকো/নয়াদিল্লি, 5 নভেম্বর: বিশ্বের ধনীতম মানুষটি সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট কিনলেন ৷ তারপর ? না, অনেকের তার আর পরটা হয়নি ৷ টুইটারের 7 হাজার 600 জন কর্মীকে ছাঁটাই করে দিয়েছেন কর্ণধার ইলন মাস্ক ৷ এই সংখ্যা মোট কর্মী সংখ্যার প্রায় অর্ধেক ৷ বিশ্বের বিভিন্ন জায়গায় একাধিক টুইটার দফতর বন্ধ হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভারত (Twitter sacks half of its strong workforce) ৷

Twitter Statement

টুইটার থেকে চাকরি গেল কাদের ? কাদের চাকরি থাকবে আর থাকবে না, তা ঠিক করতে একটি দল গঠিত হয়েছিল ৷ দলটি কর্মীরা সংস্থার প্রতি কতটা বিশ্বাসভাজন তা খতিয়ে দেখেছে । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন ওই টিমের সদস্যরা ৷ তারপরই তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা ।

এখন আমেরিকায় মিডটার্ম নির্বাচন (US Midterm Election) চলছে ৷ নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোয় টুইটারকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আগেই উঠেছিল ৷ সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার ভার বেশ কয়েকজন কর্মীরা উপর ছিল । সূত্রের দাবি তাঁরাও চাকরি খুইয়েছেন টুইটার থেকে ৷

পাশাপাশি একলপ্তে এত চাকরি খাওয়ার পর লিখিত বিবৃতি জারি করেছেন মাস্ক। সেখানে বলা হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা করেছেন তিনি । পাশাপাশি বলা হয়েছে সোমবার থেকে টুইটারের বিভিন্ন দফতর ফের খুলে দেওয়া হবে ।

বিস্তারিত আসছে...

ABOUT THE AUTHOR

...view details