সানফ্রান্সিসকো/নয়াদিল্লি, 5 নভেম্বর: বিশ্বের ধনীতম মানুষটি সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট কিনলেন ৷ তারপর ? না, অনেকের তার আর পরটা হয়নি ৷ টুইটারের 7 হাজার 600 জন কর্মীকে ছাঁটাই করে দিয়েছেন কর্ণধার ইলন মাস্ক ৷ এই সংখ্যা মোট কর্মী সংখ্যার প্রায় অর্ধেক ৷ বিশ্বের বিভিন্ন জায়গায় একাধিক টুইটার দফতর বন্ধ হয়েছে ৷ তার মধ্যে অন্যতম ভারত (Twitter sacks half of its strong workforce) ৷
টুইটার থেকে চাকরি গেল কাদের ? কাদের চাকরি থাকবে আর থাকবে না, তা ঠিক করতে একটি দল গঠিত হয়েছিল ৷ দলটি কর্মীরা সংস্থার প্রতি কতটা বিশ্বাসভাজন তা খতিয়ে দেখেছে । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন ওই টিমের সদস্যরা ৷ তারপরই তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা ।