লস এঞ্জেলস, 21 ডিসেম্বর:দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যেই পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন টুইটারের সিইও ইলন মাস্ক (Elon Musk) ৷ সোমবারের নিজেই এ কথা টুইট করে জানান তিনি ৷ মাইক্রোব্লগিং সাইটে মাস্ক লেখেন, "কাউকে এই চাকরি দেওয়ার মতো উপযুক্ত বোকা মনে (someone foolish enough as successor) হলেই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব !"
কিন্তু টুইটার থেকে পদত্যাগ করার পর কী করবেন তিনি ৷ এরও উত্তর দিয়েছেন মাস্ক ৷ এই মাল্টি-বিলিওনিয়ার পরবর্তীকালে শুধুমাত্র তাঁর সফটওয়্যার এবং সার্ভার দলগুলি চালাবেন বলে জানিয়েছেন । আর এটি টুইট করার পরই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করে ।
একজন তাঁর টুইটের নীচে লেখেন, "সঠিক পদক্ষেপ ইলন ৷ অনেকে আপনাকে এবং আপনার এই উদ্যোগকে সমর্থন করে ।" আর একজন লিখেছেন, "এরপর টুইটার অত্যন্ত সফল হবে ।" অপর এক নেটিজেন আবার অদ্ভুত মজার প্রস্তাব দিয়েছেন ৷ তিনি লেখেন, "আমি টুইটারের সিইও হব, আমি টাইমের 2006 সালের পার্সেন অফ দা ইয়ার ছিলাম ।"
উল্লেখ্য, টুইটারের সিইও ইলন মাস্ক (Twitter CEO Elon Musk ) সোমবার তাঁর মাইক্রোব্লগিং সাইটে একটি ভোটাভুটি শুরু করেন ৷ যেখানে মাস্ক টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেন, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান হিসাবে পদত্যাগ করবেন কি না ৷ এই ভোটের ফলাফল যাই হোক না তা মেনে চলার প্রতিশ্রুতি দেন তিনি । ইলন মাস্ক লেখেন, "টুইটারের প্রধানের পদ থেকে আমার সরে যাওয়া উচিত? এই ভোটের ফলাফল যা হবে মেনে নেব ।"
আর মাস্কের এই রহস্যময় টুইটের কয়েক মিনিটের নেটিজেন ভোট দিতে শুরু করেন ৷ এর পক্ষে অর্থাৎ 'হ্যাঁ' সূচকে 57.5 শতাংশে ভোট পড়ে । আর এরপরেই প্রতিক্রিয়া দেয় মাস্ক ৷ তিনি লেখেন, "আপানারা যা চাইছেন তা সম্পর্কে সতর্ক থাকুন ৷ হয়তো যেটা আপনারা চাইছেন তা পেয়ে যেতে পারেন ।"
আরও পড়ুন:টুইটার প্রধানের পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ ইলনের
টুইটার রবিবার একটি ঘোষণা করে তারপরই এই ভোট হয়েছে ৷ যেখানে জানানো হয়, এটি ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং মাস্টোডন (Mastodon)-সহ নির্দিষ্ট কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অন্যান্য অ্যাকাউন্টের প্রচারের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে টুইটার নিষিদ্ধ করবে । টুইটার বলেছে, এটি এখনও কোনও কোনও সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ক্রস-পোস্টিং সামগ্রীর অনুমতি দেয় ৷ উপরের তালিকাভুক্ত নয়, এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লিঙ্ক বা ব্যবহারকারীর নাম পোস্ট করাও এই নীতি লঙ্ঘন করে না ৷ টুইটার নিয়মে পরিবর্তন এমন সময়ে হয় যখন প্ল্যাটফর্মে প্রধান নীতি পরিবর্তনের জন্য কিছু সমালোচনা সম্মুখীন হল মাস্ক মুখোমুখি ।