শামলি (উত্তরপ্রদেশ), 22 নভেম্বর: বিদ্যুতের সংযোগ চালু হয়নি কিন্তু আসছে হাজার হাজার টাকার বিল ৷ উলটে সেই বিল মেটালোর জন্য চাপ দেওয়া হচ্ছে লাগাতার ৷ এমনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উত্তরপ্রদেশের শামলি (Shamli) জেলার 12টি গ্রামের মানুষকে (Electricity Bill Without Connection in 12 Villages of Shamli) ৷
জানা গিয়েছে, শামলি জেলায় বাওয়ারিয়া সমাজের 12টি গ্রাম রয়েছে । এর মধ্যে রয়েছে খোকসা, আলাউদ্দিনপুর, দুধলী, ডেরা ভগীরথ, নয়া বান, মস্তগড়, জাটান, খানপুর, আহমেদগড়, খেদি ইত্যাদি । পিছিয়ে পড়া বাওয়ারিয়া সমাজকে মূলধারায় আনার জন্য সরকার লাগাতার চেষ্টা করে যাচ্ছে । কিন্তু বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও কর্মচারীদের কর্মকাণ্ডে এসব গ্রামের মানুষ এখন বিরক্ত ।
বাওয়ারিয়া সমাজের লোকজন জানান, গত প্রায় 10 বছর ধরে গ্রামে এসে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগ ছাড়াই তাঁদের বাড়িতে বিদ্যুতের মিটার বসিয়ে দিয়ে যায় । কিন্তু কোনওদিনও বিদ্যুৎ সরবরাহ করা হয়নি । কর্মচারীরা বিদ্যুতের মিটার ঝুলিয়ে রেখেই চলে গিয়েছে, বিদ্যুৎ না এলেও এখন হাজার হাজার বিদ্যুতের বিল আসছে । উলটে বিদ্যুৎ বিল জমা না দেওয়ার জন্য গ্রামবাসীর বাড়িতে পৌঁছে কর্মচারীরা চাপ দিচ্ছে ৷ ফলে আতঙ্কিত তাঁরা ।
আরও পড়ুন:বকেয়া 408 কোটি ! বিল মেটাতে পঞ্চায়েত দফতরকে চিঠি রাজ্য বিদ্যুৎ পর্ষদের
খোকাসা গ্রামের সরোজ দেবী নামে এক মহিলা জানান, আমার শ্বশুরের চার ছেলে রয়েছে । আমরা সবাই যৌথ বাড়িতে থাকি । প্রায় তিন বছর আগে আমরা চারটি মিটার বসিয়েছিলাম । সেই সময় আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে এটি বিনামূল্যে দেওয়া হয়েছে এবং এর কোনও বিদ্যুৎ বিল আসবে না । এসব মিটারে বিদ্যুৎ সরবরাহ না থাকলেও এখন বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাড়িতে এসে প্রতি মিটারের জন্য 50 হাজার টাকা জমা দেওয়ার জন্য চাপ দিচ্ছে । তিনি আরও জানান, আমাদের আর্থিক অবস্থাও ভাল না ৷ আমরা কীভাবে এই টাকা দেব?