পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে বিজেপির তুখোড় ব্যাটিং, ম্যাজিক দেখাল 'লাডলি বেহেনা'!

Madhya Pradesh Election Result 2023: মধ্যপ্রদেশে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে বিজেপি ৷ দুপুরের ফলাফল দেখে বোঝাই যাচ্ছে, মধ্যপ্রদেশে ফুটবে পদ্মফুল ৷ এই দুর্দান্ত সাফল্যের নেপথ্যে আসলে 'লাডলি বেহনা'র ম্যাজিক ৷

ETV Bharat
মধ্যপ্রদেশে জয়ের পথে বিজেপি

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 12:56 PM IST

Updated : Dec 3, 2023, 2:33 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনী গণনায় মধ্যপ্রদেশে অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন, মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপি-র ৷ চতুর্থবারের জন্য সরকার গড়তে পারে পদ্মশিবির ৷ আর মুখ্যমন্ত্রী হবেন শিবরাজ সিং চৌহান ৷ রবিবার সকাল 8টা থেকে মধ্যপ্রদেশ-সহ দেশের পাঁচটি রাজ্যের ভোটগণনা শুরু হয়েছে ৷ আর বেলা বাড়তেই রাজধানী ভোপালে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷

230 টি বিধানসভা কেন্দ্র বিশিষ্ট এই রাজ্যে ম্যাজিক ফিগার 116 ৷ এদিকে বিজেপি রাজ্যের 155টি আসনেই এগিয়ে রয়েছে ৷ আর কংগ্রেস 72টিতে ৷

এমন কী হল যে তুমুল প্রচার সত্ত্বেও মধ্যপ্রদেশে কংগ্রেসের পরাজয়ের আশঙ্কাই জোরালো হয়ে উঠেছে? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিজেপির এই সাফল্যের নেপথ্যে রয়েছে মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিন সরকারের লাডলি বেহনা ৷ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জনগণের কাছে যে আবেদন জানিয়েছিলেন, তা মানুষের মনকে ছুঁয়ে গিয়েছে ৷ এই ট্রেন্ডটা তারই প্রমাণ ৷ আর ডবল ইঞ্জিন সরকার হওয়ায় কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিও ঠিকঠাক কার্যকর করা হয়েছে ৷ এই প্রকল্পগুলিও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির এই জয়ের জন্য মহিলাদের উন্নয়মূলক 'লাডলি বেহনা যোজনা'র উপর নির্ভর করেছেন ৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের দুঃস্থ ও যোগ্য মহিলাদের হাতে 1 হাজার 250 টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে কংগ্রেস একে নির্বাচনী এসওপি বলেই উল্লেখ করেছে ৷ ভোটের কয়েক মাস আগে এই প্রকল্পটি কার্যকর করা হয় ৷ বিজেপি নেতারা জানিয়েছেন, দলের উদ্দেশ্য মহিলাদের উন্নয়ন ৷

ভোটের একদিন আগে শিবরাজ সিং চৌহান একটি সংবাদসংস্থায় বলেন, "কাটনে কি টক্কর, লাডলি বেহনা সব কাঁটা দূর করে দিয়েছে ৷ মধ্যপ্রদেশের মেয়ে ও বোনেরা মিলে আমাদের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছে ৷" মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন ৷ আজ ফল ঘোষণার প্রথম দিকে তিনি বলেন, "আমি তো বলেছিলাম, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খুব ভালোভাবে জিতবে ৷ এবার সেটা হচ্ছে ৷ এই দারুণ ফলাফলের পুরো কৃতিত্ব লাডলি বেহনা প্রকল্পের ৷"

এর আগে 2018 সালের বিধানসভা নির্বাচনের পর মধ্যপ্রদেশে সরকার গড়েছিল কংগ্রেস ৷ তবে 18 মাস যেতে না-যেতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেয় ৷ ফলত কংগ্রেসের সরকার পড়ে যায় ৷ 2020 সালে মধ্যপ্রদেশে সরকার গড়ে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. মোদির ছবি দেওয়া সেলফি পয়েন্ট নিয়ে ইউজিসির নির্দেশে ক্ষুব্ধ বিরোধীরা
  2. লোকসভার আগে অ্যাসিড টেস্ট ! 4 রাজ্যের ফলের দিকে তাকিয়ে বিজেপি-কংগ্রেস
  3. বাবরি ধ্বংসের দিনেই 'ইন্ডিয়া'র বৈঠকের ডাক কংগ্রেসের, জোটসঙ্গীদের ফোন খাড়গের
Last Updated : Dec 3, 2023, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details