পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ECI Stops Election Campaign of CM: মুখ্যমন্ত্রী শিবরাজের নির্বাচনী প্রচার বন্ধ করার নির্দেশ কমিশনের

কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতেই কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে, যাতে নির্ধারিত সময়কাল শুরু হওয়ার পরে অর্থাৎ এদিন সন্ধ্যা ছ'টার পর থেকে ভোটের এলাকায় কোনও প্রচার না হয় ৷ এমনকী তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছে কমিশন ৷ আরপি আইন 1951-এর ধারা 126 (1/বি)-এর বিধান অনুসারে পদক্ষেপ নিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 9:27 PM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্বাচনী প্রচার বন্ধ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন ৷ কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৷ কংগ্রেসের দাবি ছিল, শিবরাজ সিং চৌহান জনপ্রতিনিধিত্ব আইন, 1951-এর বিধি লঙ্ঘন করেছেন ৷ বুধবার সূত্র মারফৎ জানা গিয়েছে, এরপরই মুখ্যমন্ত্রীর প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন ৷

সূত্রের খবর, বুধবার কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়, মধ্যপ্রদেশ জুড়ে সংবাদপত্রে বিজেপির দ্বারা প্রকাশিত একটি বড় নির্বাচনী বিজ্ঞাপনে লেখা হয়েছে, "বিজেপি প্রার্থী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন বিকেল সাড়ে পাঁচটায় মধ্যপ্রদেশের সব ভাই ও বোনদের সঙ্গে কথা বলবেন, কথোপকথন করবেন।" কংগ্রেস প্রতিনিধিরা অভিযোগ করেছে, শিবরাজ সিং চৌহান বিকাল সাড়ে পাঁচটায় বিজেপির নির্বাচনী ভাষণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তাতে নির্বাচনী বিধি লঙ্ঘন হবে ৷ কারণ নির্বাচনী প্রচারের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে ৷ কোনওভাবেই মুখ্যমন্ত্রীকে প্রচারের অনুমতি দেওয়া যাবে না বলেও কমিশনে দাবি জানায় হাত শিবির।

সূত্রের খবর, কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতেই কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে, যাতে নির্ধারিত সময়কাল শুরু হওয়ার পরে অর্থাৎ এদিন সন্ধ্যা ছ'টার পর থেকে ভোটের এলাকায় কোনও প্রচার না হয় ৷ এমনকী তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছে কমিশন ৷ আরপি আইন 1951-এর ধারা 126 (1/বি)-এর বিধান অনুসারে পদক্ষেপ নিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷

আরপি আইন 1951-এর ধারা 126(1/বি) অনুসারে, কোনও ব্যক্তি ভোটগ্রহণের 48 ঘণ্টার সময়সীমার মধ্যে সিনেমাটোগ্রাফ, টেলিভিশন বা অন্যান্য কোনও মাধ্যমে জনসাধারণের কাছে কোনও নির্বাচনী বিষয় নিয়ে প্রতিশ্রুতি বা প্রদর্শন করতে পারে না। সেই ভোটগ্রহণ এলাকায় যে কোনও নির্বাচনের জন্য ভোট শেষ হওয়ার সময় নির্ধারিত হয় এই আইন অনুযায়ী। শিবরাজ সিং চৌহান এই আইন লঙ্ঘন করেছেন বলে কংগ্রেসের অভিযোগ ৷

আরও পড়ুন:

ভূপেশ সরকারকে তীব্র আক্রমণ শাহের

বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে জন্মভিটে উলিহাটু গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ABOUT THE AUTHOR

...view details